img

সুনামগঞ্জ জেলা পরিষদ উপনির্বাচনে গীতিকবি সৈয়দ দুলাল সদস্য নির্বাচিত

প্রকাশিত :  ১৯:২৬, ১৩ জুলাই ২০২১

সুনামগঞ্জ জেলা পরিষদ উপনির্বাচনে গীতিকবি  সৈয়দ দুলাল সদস্য নির্বাচিত

জনমত ডেস্ক:  সুনামগঞ্জ জেলা পরিষদের ১১ নং ওয়ার্ডের অনুষ্ঠিত উপনির্বাচনে তালা মার্কায় ৬৮ ভোট পেয়ে গীতিকবি সৈয়দ দুলাল নির্বাচিত হয়েছেন।  ১৩ জুলাই মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত ভোট গ্রহন শেষে এই ফলাফল ঘোষণা করা হয়। জেলা পরিষদ নির্বাচনের ভোটার হলেন সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বাররা।

সুনামগঞ্জে জেলা পরিষদের ১১ নং ওয়ার্ডের উপনির্বাচনে সর্বমোট ৯২জন ভোটারের মধ্যে ৯০ জন তাদের ভোট প্রদান করেছেন। এরমধ্যে বাতিল হয় ১টি ভোট। সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সরাসরি নির্বাচিত হয়ে বিদেশে সুপরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল জনপ্রতিনিধি হিসেবে নতুন দায়িত্বে অভিষিক্তহলেন ।

উল্লেখ্য, সৈয়দ দুলাল একজন সমাজসেবক, প্রখ্যাত গীতিকবি, শিক্ষানুরাগী ও ক্রীড়ামোদী।  প্রবাসী অধ্যষিত এলাকা জগন্নাথপুর উপজেলার ৭নংসৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সন্তান যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ দুলাল আওয়ামীলীগের একজন নিবেদিতপ্রাণ নেতৃস্থানীয় ব্যক্তি। তিনি সান্ডারল্যান্ডের বাসিন্দা ও একজন ক্যাটারার্স। 

এদিকে, নির্বাচনে বেসরকারীভাবে নির্বাচিত হওয়ার পর ভোটার, এলাকাবাসী ও তাঁর ক্যাম্পেইনারদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন সৈয়দ দুলাল। বিজয়ী বক্তৃতায় তিনি বলেন, ‘এ বিজয় আমার নয়, এ বিজয় এলাকবাসীর, আমার নেতা ও ক্যাম্পেইনারদের’। দায়িত্বপালনকালীন সময়ে এলাকার উন্নয়নে তাঁর সাধ্যানুযায়ী সব সময় সক্রিয় থাকবেন বলেও বক্তৃতায় প্রতিশ্রুতি দেন সৈয়দ দুলাল। 

সর্বমোট ৯২টি ভোটের মধ্যে সৈয়দ দুলাল (তালা মার্কা) ৬৮ ভোটপান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এম সমছু মিয়া সুজল (টিউবওয়েল মার্কা) ২২ ভোট পান। ওপর প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর হোসেন কোরেশী মুকুল (ঘুড়ি মার্কা) একটি ভোটও পাননি। তার নমিনেশন বাজেয়াপ্ত হয়। 

জগন্নাথপুর উপজেলার পাটলি, মিরপুর, চিলাউড়া-হলদিপুর, রাণীগঞ্জ, সৈয়দপুর-শাহারপাড়া, আশারকান্দি ও পাইলগাঁওসহ ৭টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত হয়েছে জেলা পরিষদের ১১নং ওয়ার্ড। 

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলা পরিষদের ১১নং ওয়ার্ডের সদস্য সৈয়দ সাবির মিয়ার মৃত্যুতে এপদটি শুন্য হয়েছিল। গত ১১ এপ্রিল ২০২১ উপনির্বাচনের লক্ষ্যে নমিনেশন দাখিল যাছাই বাছাই শেষে প্রার্থীর প্রতীক বরাদ্দ হয়।

জেলা পরিষদের শূন্যপদ উপনির্বাচন ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন গত ১১ এপ্রিল অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভোটগ্রহণের কয়েকদিন আগে ১ এপ্রিল নির্বাচন কমিশন এসব ইউপির ভোট ও জেলাপরিষদ শূণ্যপদ উপনির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়। পরে তিন দফায় কমিশন সভা শেষে ২ জুন নতুন করে তারিখ ঘোষণা করে। নতুন তারিখ অনুযায়ী গত ২১ জুন এসব ইউনিয়ন পরিষদ এবং সুনামগঞ্জ জেলা পরিষদের উপ নির্বাচনের তারিখ ঘোষিত হয়।  নতুন এ সিদ্ধান্তের ফলে ২১ জুন ২০৪টি ইউপির ভোট অনুষ্ঠিত হয়ে গেলেও ১৩ জুলাই  শুধুমাত্র সুনামগঞ্জ জেলা পরিষদের উপনির্বাচনের দিন ধার্য করা হয়।

নির্বাচনে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। তাঁরা হলেন- আলহাজ সৈয়দ দুলাল (তালা) মার্কা। জাহাঙ্গীর হোসেন কোরেশী মুকুল (ঘুড়ি) ও এম সমছু মিয়া সুজল (টিউবওয়েল)। 

জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের প্রবীন মুরুব্বী ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য সৈয়দ হাবিবুর রহমানের বড় ছেলে সৈয়দ দুলাল একজন স্বনামখ্যাত গীতিকার।  তাঁর লেখা হাজারের কাছাকাছি গান নিয়ে ইতোমধ্যে বেশ কটি বইও বেরিয়েছে। গল্পকার হিসেবেও রয়েছে দুলালের সমধিক পরিচিতি। গল্পের কয়েকটি বইও প্রকাশিত হয়েছে ইতোমধ্যে। - খবর সংবাদ বিজ্ঞপ্তি\'র 

কমিউনিটি এর আরও খবর

img

বাংলাদেশি কর্মীদের ভিসা সহজ করার জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী প্রতিমন্ত্রী

প্রকাশিত :  ১৩:২২, ২৬ এপ্রিল ২০২৪

জনমত ডেস্ক: বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি যুক্তরাজ্যের হসপিটালিটি এবং ক্যাটারিং খাতে কাজ করতে চাওয়া বাংলাদেশি রেস্তোরাঁ কর্মীদের জন্য ভিসার শর্ত সহজ করার জন্য যুক্তরাজ্য সরকারকে আহ্বান জানিয়েছেন।

২৫ এপ্রিল বৃহস্পতিবার যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) আয়োজিত বাংলাদেশ বিষয়ক হাই প্রোফাইল সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এপিপিজি অন বাংলাদেশ চেয়ার রুশনারা আলী এমপির সভাপতিত্ব এ সংলাপে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, বব ব্ল্যাকম্যান এমপি এবং এপিপিজির ভাইস-চেয়ার লর্ড করণ বিলিমোরিয়া বক্তব্য রাখেন। 

প্রতিমন্ত্রী বলেন,  \"বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ পরিণত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশিসহ সারা বিশ্বে বসবাসরত বাংলাদেশিদের চলমান মঙ্গল এবং কল্যাণ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।\"

তিনি আরও বলেন, \"বাংলাদেশের প্রধানমন্ত্রী  শেখ হাসিনা সরকারের প্রগতিশীল পররাষ্ট্রনীতির ফলে বিগত ১৫ বছরে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।\" তিনি উল্লেখ করেন যে, \"বাংলাদেশ-যুক্তরাজ্যের দীর্ঘস্থায়ী ঐতিহাসিক সম্পর্ক আরও বিস্তৃত ও গভীর করার এখনও অনেক ক্ষেত্র অন্বেষণের সুযোগ রয়েছে।\"

তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে, \"যুক্তরাজ্যের বিভিন্ন শহরের বাংলাদেশী রেস্তোরাঁগুলি বর্তমানে সুদক্ষ কর্মীদের অভাবের সম্মুখীন হচ্ছে। যুক্তরাজ্য সরকার ন্যূনতম বার্ষিক বেতন  ৩৮০০ পাউন্ডে উন্নীত করায়, অনেক রেস্তোরাঁর মালিকদের পক্ষেই এই পরিমাণ বেতন দিয়ে কর্মি রাখা প্রায় অসম্ভব।\"


প্রতিমন্ত্রী শফিকুর রহমান হসপিটালিটি সেক্টরে কর্মরত ব্যক্তিদের ন্যূনতম বার্ষিক বেতনের শর্ত শিথিল করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান। 

তিনি আরও বলেন, \"বাংলাদেশ দক্ষ নির্মাণ শ্রমিক এবং খামার শ্রমিক দিতে পারে যারা যুক্তরাজ্যে মৌসুমী শ্রমিক হিসেবে কাজ করতে পারবে। বাংলাদেশ ও যুক্তরাজ্য সরকার একযোগে বাংলাদেশী দক্ষ শ্রমিকদের জন্য রেস্তোরাঁ কর্মী, চিকিৎসক ও নার্সসহ আরও কাজের সুযোগ সৃষ্টি করবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।\"

হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেছেন, \"বাংলাদেশ হাইকমিশন যুক্তরাজ্যে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য আরও কাজের সুযোগ সৃষ্টির জন্য কাজ করছে।\"

তিনি উল্লেখ করেন যে, \"গত কয়েক বছরে বাংলাদেশ থেকে অনেক কেয়ারগিভার যুক্তরাজ্যে নিয়োগ করা হয়েছে। উপরন্তু, বাংলাদেশ থেকে মৌসুমী খামার শ্রমিকদের নিয়োগও শুরু হয়েছে।\'

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রুশনারা আলী এমপি। অনুষ্ঠানে যুক্তরাজ্যের উচ্চপদস্থ সংসদীয় কর্মকর্তা এবং ব্রিটিশ-বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন। 

এর আগে ব্রিটিশ বাংলাদেশি চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী।

একই দিনে মন্ত্রী শফিকুর পূর্ব লন্ডনে ইউকে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) আয়োজিত একটি ব্যবসায়িক সভায়ও যোগ দেন।

কমিউনিটি এর আরও খবর