img

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত :  ১২:৩৯, ২২ জুলাই ২০২১
সর্বশেষ আপডেট: ১২:৪১, ২২ জুলাই ২০২১

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর শততম টি-টোয়েন্টি ম্যাচে টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

নিষেধাজ্ঞার পর ক্রিকেটে ফিরে অন্য দুই ফরম্যাটে খেললেও এখনো টি-টোয়েন্টিতে খেলা হয়নি সাকিব আল হাসানের। সবশেষ ২০১৯ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে দেশের জার্সিতে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। প্রায় ২৩ মাস পর আবার কুড়ি ওভারের ফরম্যাটে ফিরলেন এই বাঁহাতি অলরাউন্ডার।

সাকিবের ফেরার দিনে অবশ্য অভিষেক ক্যাপ মাথায় তুলতে পারেননি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অলরাউন্ডার শামীম পাটোয়ারী। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে প্রথমবারের মতো বাংলাদেশ দলের ডাক পান তিনি। তবে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম অনুপস্থিতি থাকলেও সিরিজের প্রথম ম্যাচের একাদশে সুযোগ হয়নি শামীমের। অভিষেকের স্বাদ পেতে অপেক্ষা বাড়ছে তার। তবে দলে আছেন নুরুল হাসান সোহান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত খেলা ৯৯ ম্যাচে টস হেরে ২৫টি ম্যাচে আগে ফিল্ডিং করতে হয়েছে বাংলাদেশকে। সেই ২৫ ম্যাচে জয় মিলেছে মাত্র ৫টিতে।

আর হিসেবটা শুধু জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের করা হলে, এখনও পর্যন্ত দলটির বিপক্ষে ৪ ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করেছে বাংলাদেশ। যেখানে জয় পাওয়া গেছে মাত্র একবার।

প্রথম টি-টোয়েন্টির জন্য দুই দলের একাদশ- 

বাংলাদেশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে: রায়ান বার্ল, রেগিস চাকাভা, তাদিওয়ানাশে মারুমানি, তারিসাই মুসাকান্দা, ডিওন মায়ার্স, ওয়েসলে মাধেভেরে, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েলিংটন মাসাকাদজা, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি ও রিজার্ড এনগারাভা।

img

১০ দিনে প্রবাসী আয় এলো ৮১ কোটি ৩৭ লাখ ডলার

প্রকাশিত :  ১৪:৪৩, ১৩ মে ২০২৪

চলতি মে মাসের প্রথম ১০ দিনে প্রবাসী আয় এসেছে ৮১ কোটি ৩৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। ১০ দিনের প্রতি দিনে গড়ে এসেছে ৮ কোটি ১৩ লাখ ৭৮ হাজার ডলার। যা আগের মাসের তুলনায় বেশি।

সোমবার (১২ মে) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। তথ্য অনুযায়ী, আগের মাস ঈদের মাস এপ্রিলে প্রতি দিনে এসেছিল ৬ কোটি  ৮১ লাখ ২ লাখ ডলার। আর আগের বছরের মে মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৫ কোটি ৬৩ লাখ ৮৮ হাজার ৬৬৬ ডলার।

এ হিসাবে চলতি মাসের ১০ দিনে প্রবাসী আয়ে ঊর্ধ্বগতি রয়েছে।

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯ কোটি ৩৯ লাখ ৫০ হাজার ডলার; বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ লাখ ৬০ হাজার ডলার; বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৭১ কোটি ৫১ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৮ লাখ ৪০ হাজার ডলার।