img

টানা বৃষ্টিতে লন্ডনে ব্যাপক জলাবদ্ধতা

প্রকাশিত :  ০৯:০৭, ২৬ জুলাই ২০২১

টানা বৃষ্টিতে লন্ডনে ব্যাপক জলাবদ্ধতা

জনমত ডেস্ক : বজ্রপাত ও টানা ভারী বৃষ্টিপাতে সামার হলিডের সময় লন্ডনে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়া প্রবল বৃষ্টির মধ্যে বজ্রপাতের কারণে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

রোববার স্থানীয় সময় দুপুর ২ টার পর থেকে বিকাল আনুমানিক ৫ টা পযন্ত মুষলধারে বৃষ্টিতে লন্ডন শহরের অধিকাংশ রাস্থা তলিয়ে যায়। প্রায় সড়কে হাঁটু পযন্ত জলাবদ্ধতা তৈরি হয়। এমন পরিস্থিতিতে প্রায় যায়গায় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। যার ফলে দীর্ঘ জানজটের সৃষ্টি হয় রাস্থায়। ঘন্টার পর ঘন্টা রাস্থায় যানবাহন দাড়িয়ে থাকতে দেখা যায়। এর আগে গত সোমবার দেশটির আবহাওয়া অফিস ইংল্যান্ডে ঝড় ও বজ্রপাতের সতর্কতা জারি করেছিলো।

রোববার সাউথ ইষ্ট লন্ডনে ৭৫ থেকে ১ শত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।প্রচুর বৃষ্টির কারণে ভূগর্ভস্থ লাইন ক্ষতিগ্রস্থ হয়েছে।দেশটির ফায়ার ব্রিগেড জানিয়েছে, বৃষ্টি চলাকালীন সময়ে প্রায় ৩ শত ফোন কল তারা রিসিভ করেছে। যার মধ্যে বেশ কয়েকটি প্লাবিত বেসমেন্ট রয়েছে। বারকিংয়ে যানচলাচল স্বাভাবিক রাখতে বৃষ্টির মধ্যে ফায়ার সার্ভিসকে কাজ করতে দেখাগেছে। বিভিন্ন ট্রেন স্টেশনে পানি জমে থাকার কারণে যাত্রীরা আটকা পড়েন। কর্মকর্তারা বিপজ্জনক পরিস্থিতিতে ভ্রমন থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছেন। বর্তমানে যুক্তরাজ্যে হলিডে থাকায় রবিবার ছুটির দিনে প্রচুর মানুষ রাস্থায় বের হয়ে ভূগান্তিতে পড়েন।।

যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

বাংলাদেশের ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের ৫০ মিলিয়ন ডলার দিচ্ছে ব্রিটেন

প্রকাশিত :  ১১:১৯, ১৪ মে ২০২৪

ব্রিটেনের আর্থিক উন্নয়ন সংস্থা (ডিএফআই) ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (বিআইআই) ‘প্রভাব বিনিয়োগ’ ছোট ব্যবসা এবং নারী উদ্যোক্তাদের সমর্থন দিতে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় এসএমই ব্যাংক ব্র্যাক ব্যাংককে ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি ঘোষণা করেছে।

এই ঋণটি ক্ষুদ্র এবং ছোট ও মাঝারি উদ্যোগ এবং নারী নেতৃত্বাধীন ব্যবসার বৃদ্ধিকে সমর্থন দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ তহবিল সরবরাহ করবে, যা বাংলাদেশের অর্থনীতির ভিত্তি।

মঙ্গলবার ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিআইআই’র একথা বলা হয়েছে।

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এই অনুষ্ঠানে বলেন, ‘এই বিনিয়োগ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়নে সহায়তার জন্য যুক্তরাজ্যের প্রতিশ্রুতিকে শক্তিশালী করেছে এবং এটি বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের আধুনিক অর্থনৈতিক অংশীদারিত্বের একটি বড় নিদর্শন।’

তিনি বলেন, এটি বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসা এবং নারী উদ্যোক্তাদের আরও অর্থনৈতিক সুযোগ গ্রহণ করতে এবং আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম করবে।

বাংলাদেশে প্রায় ১০ মিলিয়ন এমএসএমই রয়েছে। এতে জনসংখ্যার প্রায় ৮০ শতাংশকে নিযুক্ত রয়েছে এবং দেশের শিল্প উৎপাদনের অর্ধেক এই খাত থেকে আসে।

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও বিশেষ করে নারী উদ্যোক্তাদের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং দারিদ্র্য নিরসনের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে এই অর্থয়নকে অপরিহার্য হিসেবে স্বীকৃতি দেয়।

ব্র্যাক ব্যাংকের তথ্য অনুসারে, এই ধরণের অর্থায়ন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যেখানে দেশের মোট ঋণের মাত্র ২০ শতাংশ নারী-মালিকানাধীন প্রতিষ্ঠানসহ এসএমইতে যাচ্ছে।

বিআইআই’র ঋণের অর্ধেক এমএসএসই খাতে যাবে এবং অবশিষ্টাংশ অর্ধেক নারী উদ্যোক্তাদের কাছে যাবে। যাতে মোট ৩ হাজার ৫শ’এমএসএসই এবং নারী উদ্যোক্তাদের কাছে পৌঁছানো হবে, যাতে তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিনিয়োগকালীন কাজ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য লিঙ্গ সমতার ওপর জাতিসংঘের ইউএন এসডিজি ৫, এসডিজি  ৮ সমর্থন দেবে। সেইসাথে শিল্প, উদ্ভাবন এবং অবকাঠামোতে এসডিজি ৯ সমর্থন করে।