img

রফতানিমুখী শিল্প কারখানা খোলা ১ আগস্ট থেকে

প্রকাশিত :  ১৩:৫৯, ৩০ জুলাই ২০২১
সর্বশেষ আপডেট: ২০:৫৭, ৩০ জুলাই ২০২১

রফতানিমুখী শিল্প কারখানা খোলা ১ আগস্ট থেকে

জনমত ডেস্ক : আগামী ১ আগস্ট থেকে রফতানিমুখী সব শিল্প কারখানা খুলে দিচ্ছে সরকার। শুক্রবার (৩০ জুলাই) মন্ত্রীপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

img

আজ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

প্রকাশিত :  ১০:২২, ০৬ মে ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (০৬ মে) ৪৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ১৩৭ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ব্লকে পাঁচ বড় লেনদেন হওয়া কোম্পানি পাঁচটি হলো- ন্যাশনাল ব্যাংক, লাভেলো আইসক্রিম, আলহাজ টেক্সটাইলস, সোনালী আঁশ এবং সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১০৯ কোটি ৩৯ লাখ টাকারও বেশি।

জানা গেছে, ন্যাশনাল ব্যাংকের ৮৩ কোটি ৬ লাখ ৫১ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ৮ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ৭ কোটি ৯৭ লাখ ৯০ হাজার টাকা, সোনালী আঁশের ৪ কোটি ৮৯ লাখ ৫৫ হাজার টাকা এবং সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেডের ৪ কোটি ৫১ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।