img

বরিশালে একদিনে করোনায় মৃত্যু আরো ১৮

প্রকাশিত :  ০৮:৩২, ০৩ আগষ্ট ২০২১
সর্বশেষ আপডেট: ১৫:৩০, ০৩ আগষ্ট ২০২১

বরিশালে একদিনে করোনায় মৃত্যু আরো ১৮

জনমত ডেস্ক: বরিশাল বিভাগে একদিনে করোনা ও উপসর্গে ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৭৪০ জন। মঙ্গলবার (৩ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ১৪ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় তিন এবং বাকি ১১ জনের উপসর্গ ছিল। এছাড়া বাকি চারজনের মধ্যে পটুয়াখালী ও বরগুনায় দুইজন করে রয়েছেন। মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৯০ নমুনা পরীক্ষা করে পজিটিভ হয়েছে ৮২ জন। শনাক্তের হার ৪৩ দশমিক ১৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদবে কুমার দাস জানান, বিভাগের ছয় জেলায় দুই হাজার ৮৫ নমুনা পরীক্ষায় ৭৪০জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩৫ দশমিক ৪৯ শতাংশ। ২৪ ঘণ্টায় সংক্রমণের হার সবচেয়ে বেশি ভোলায়। এ জেলায় শনাক্তের হার ৪৬ দশমিক ৭৪ শতাংশ। ভোলায় ৩৫৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

img

ফেল করে বহুতল ভবন থেকে লাফ দিয়ে ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত :  ১৫:৫৮, ১২ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১৬:১২, ১২ মে ২০২৪

মাগুরার মহম্মদপুরে এসএসসির রেজাল্টে অকৃতকার্য হওয়ার খবরে কথা সাহা নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে। চতুর্থতলা থেকে লাফ দিয়ে সে আত্মহত্যা করেছে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে তার মৃত্যু হয়।

রোববার দুপুরে মাগুরা জেলা শহরের রিমপি সাহা নামের এক স্বজনের বসবাসরত বাড়ির চতুর্থতলার ছাদ থেকে সে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

কথা সাহা (১৬) মাগুরার মহম্মদপুরের বিনোদপুর গ্রামের রাজেশ সাহার মেয়ে। 

মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম জানান, কথা সাহা এবারের এসএসসি পরীক্ষা দেয়। রোববার দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশ হলে এক বিষয়ে ফেল করে অকৃতকার্য হয়। বিষয়টি জানতে পেরে সে ভবনের চতুর্থতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। সে বিনোদপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রী।