ভোগা‌ন্তির আশঙ্কা

img

সিলেট-লন্ডন রুটে ক‌মে‌ছে বিমা‌নের ফ্লাইট

প্রকাশিত :  ০৯:০০, ১১ আগষ্ট ২০২১
সর্বশেষ আপডেট: ১৩:৪৪, ১১ আগষ্ট ২০২১

সিলেট-লন্ডন রুটে ক‌মে‌ছে বিমা‌নের ফ্লাইট

জনমত ডেস্ক: ‌বিমান বাংলাদেশের এয়ারলাই‌ন্সের সিলেট-লন্ডন-সিলেট রুটে আবারও ফ্লাইটের সময় সূ‌চি পরিবর্তন করা হ‌য়ে‌ছে। আ‌গে সপ্তা‌হে সি‌লেট-লন্ডন রুটে দু‌টি ফ্লাইট ফ্লাইট চালু থাক‌লেও এখন থে‌কে এক‌টি ফ্লাইট চালু থাক‌বে। চল‌তি মাস থে‌কেই সিদ্বান্ত কার্যকর হওয়ার কথা।

হটাৎ বিমান বাংলা‌দে‌শের এমন সিদ্বা‌ন্তে বিপা‌কে প‌ড়ে‌ছেন সিলেট-লন্ডন রুটের যাত্রীরা।

আ‌গে সি‌লেট-লন্ডন-‌সি‌লেট রুটে সপ্তা‌হে দু‌টি ফ্লাইট আসা যাওয়া কর‌তো। যাত্রীরা সি‌লেট ওসমানী আন্তর্জা‌তিক ‌বিমানবন্দর থে‌কে সরা‌সরি ফ্লাই‌টে যুক্তরা‌জ্যে ‌আস‌তে পার‌তেন। আবার যুক্তরা‌জ্যের যাত্রীরাও সরাস‌রি ফ্লাই‌টে সি‌লেট যে‌তে পার‌তেন। ‌বি‌শেষ ক‌রে সি‌লেট বিভা‌গের মানুষজনের সুবিধার জন্য এই ফ্লাইট চালু করা হ‌য়ে‌ছিল।

কিন্তু ফ্লাইট সংখ্যা ক‌মে যাওয়ায় বিমা‌নের টি‌কে‌টের দাম বাড়ারও আশঙ্কা কর‌ছেন যাত্রীরা।

ত‌বে, বিমান বাংলা‌দেশ ফ্লাইট সংখ্যা কমা‌লেও অন্য আরও ক‌য়েক‌টি এয়ারলাইন্স যাত্রী প‌রিবহন অব্যাহত রে‌খে‌ছে। সে‌ক্ষে‌ত্রে সি‌লে‌টের যাত্রীদের ঢাকা থে‌কে যুক্তরা‌জ্যের ফ্লাইট ধর‌তে হ‌বে। প‌থে নি‌তে হ‌বে যাত্রা বিরতি।

ট্রা‌ভেল এজেন্ট‌দের স‌ঙ্গে কথা ব‌লে জানা গে‌ছে, জুলাই মা‌সে বিমান বাংলা‌দেশ থে‌কে জানা‌নো হয় আগস্ট মাস থে‌কে সি‌লেট- লন্ডন-‌সি‌লেট রুটে ফ্লাইট প‌রিবর্তন করা হ‌য়ে‌ছে। আ‌গে সপ্তাতে দু‌টি ফ্লাইট যাওয়া আসা কর‌লেও চল‌তি মাস থে‌কে এক‌টি ফ্লাইট আসা যাওয়া কর‌বে। ক‌রোনা ভাইরা‌সের কার‌ণে সি‌লেট থে‌কে লন্ডগামী যাত্রী বে‌শি থাক‌লেও লন্ডন থে‌কে সিলেটগামী যাত্রী কম থাকায় বিমান বাংলা‌দেশ এ সিদ্বান্ত নি‌য়ে‌ছে ব‌লে ম‌নে কর‌ছেন ট্রা‌ভেল এজেন্টরা।

যুক্তরা‌জ্যের ট্রা‌ভেল লিং‌কের সত্বা‌ধিকারী সা‌মি সানা উল্লাহ সংবাদ মাধ্যম‌কে জানান, গত মা‌সে বিমান বাংলা‌দেশ চলতি মাসে তা‌দের ফ্লাইট সংখ্যা কমা‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছে।

তি‌নি ব‌লেন, বাংলা‌দে‌শে বিমা‌নের টি‌কে‌টের চা‌হিদাটা খুব বে‌শি, যে‌হেতু সি‌লেট থে‌কে লন্ড‌নের সরাস‌রি ফ্লাইট আ‌ছে। সবাই চায় সরাস‌রি লন্ডন আস‌তে। অভ্যন্তরীন অথবা সড়ক প‌থে ঢাকা গি‌য়ে ফ্লাইট ধর‌তে চায় না। এ‌মি‌রেটস এয়ারলাইন্স, তা‌র্কিস এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, গালফ এয়া‌রের ফ্লাইট চালু আ‌ছে, বিমান বাংলা‌দে‌শের টি‌কেট না পে‌লে ঢাকা হ‌য়ে আসার চেষ্টা কর‌তে হ‌বে যাত্রী‌দের।

সি‌লে‌টের এক ট্রা‌ভেল ব্যবসায়ী ব‌লেন, যুক্তরা‌জ্যে যে‌তে এম‌নি‌তেই কোয়ারেন্টাইনসহ নানা ঝ‌ক্কিঝা‌মেলা পোহা‌তে হয় যাত্রীদের, বিমা‌নের ফ্লাইট সংখ্যা কম‌লে যাত্রী‌দের দু‌র্ভোগ দ্বিগুন হ‌বে।

উল্লেখ্য, ২০২০ সা‌লের ৪ অ‌ক্টোবর সি‌লেট-লন্ডন রুটে বিমান বাংলা‌দেশের সরা‌স‌রি ফ্লাইট চালু হয়।

কমিউনিটি এর আরও খবর

img

এপ্রিলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে ১০.২২ শতাংশ

প্রকাশিত :  ১২:৫১, ১৩ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১২:৫৯, ১৩ মে ২০২৪

মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার সব চেষ্টার মধ্যেও গত এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৩৫ বেসিস পয়েন্ট বেড়ে এপ্রিলে দাঁড়িয়েছে ১০ দশমিক ২২ শতাংশে। এর আগের মাসে অর্থাৎ, মার্চে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি গত মার্চের তুলনায় এপ্রিলে সাত বেসিস পয়েন্ট কমে নয় দশমিক ৭৪ শতাংশ দাঁড়িয়েছে।

আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। হালনাগাদের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে, গত এপ্রিলে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৩০ বেসিস পয়েন্ট কমে নয় দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। মার্চে এটি ছিল নয় দশমিক ৬৪ শতাংশ।

এপ্রিল মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমেছে; গত মাসে এই হার ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ।

মার্চ মাসে যা ছিল ৯ দশমিক ৬৪ শতাংশ। এ দিকে গত এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৭৪ শতাংশ হয়েছে; আগের মাসে এই হার ছিল ৯ দশমিক ৮১ শতাংশ।

উচ্চ মূল্যস্ফীতি এখন অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকেরা বলেন, মূল্যস্ফীতি এক ধরনের কর, যা ধনী-গরিব-নির্বিশেষে সবার চাপ বাড়ায়। আয় বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতি বেশি বেড়ে গেলে গরিব ও মধ্যবিত্তের সংসার চালাতে ভোগান্তি বাড়ে। এমনিতেই জিনিসপত্রের দাম বেশ চড়া। তার সঙ্গে চিকিৎসা, পরিবহনসহ খাদ্যবহির্ভূত খাতেও খরচ বেড়েছে। সব মিলিয়ে মূল্যস্ফীতির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে মানুষ


কমিউনিটি এর আরও খবর