img

শোক দিবসে ছন্দার প্রথম পরিচালিত নাটক ‘জোছনা’

প্রকাশিত :  ০৯:০৩, ১৪ আগষ্ট ২০২১
সর্বশেষ আপডেট: ১৯:০৫, ১৪ আগষ্ট ২০২১

শোক দিবসে ছন্দার প্রথম পরিচালিত নাটক ‘জোছনা’

বিনোদন ডেস্ক : ইমরুল শাহেদ: জাতীয় শোক দিবস উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল ‘ক্রাউন প্লাস’-এ ১৪ অগাষ্ট শনিবার বিকেলে মুক্তি পাচ্ছে বিশেষ নাটক ‘জোছনা’। শোয়েব চৌধুরীর গল্প অবলম্বনে ফেরারি ফরহাদের চিত্রনাট্য ও সংলাপে খ্যাতিমান অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা’র নির্দেশনায় নির্মিত এই নাটকে ছন্দা নিজেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। আর এই নাটকের মাধ্যমেই ছন্দা নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করলেন। জোছনা নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, আরমান পারভেজ মুরাদ, ইমরান হাসু, বাদলসহ আরো অনেকেই।

উল্লেখ্য জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ক্রাউন এন্টারটেইনমেন্ট অনেকগুলো নাটক, টেলিফিল্ম এবং বিশেষ দৈর্ঘ্যরে চলচ্চিত্র প্রযোজনা করেছে। এগুলোর মধ্যে উল্লেখ্য জনক ও সন্তান (পরিচালনা বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মনি, গল্প শোয়েব চৌধুরী, চিত্রনাট্য ও সংলাপ ফেরারি ফরহাদ), কমরুদ্দির কম্বল (পরিচালনা আবু হায়াত মাহমুদ, রচনা মাসুম রেজা), আমাদের খোকা (রচনা ও পরিচালনা সুমন ধর), রানার (পরিচালনা গোলাম সোহরাব দোদুল, গল্প শোয়েব চৌধুরী) ইত্যাদি। দেশের আর কোন প্রযোজনা প্রতিষ্ঠান এধরনের উদ্যোগ নেয়নি।

এ প্রসঙ্গে ক্রাউন এন্টারটেইনমেন্ট এর ডেপুটি সিইও তাজুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে ঘিরে আমাদের আরো অনেকগুলো নাটক এবং টেলিফিল্ম নির্মাণের পরিকল্পনা ছিলো, যেগুলো আকস্মিক করোনা পরিস্থিতির কারণে বাস্তবায়ন করা সম্ভব হয়নি।’


img

বিশ্ব মা দিবসে অঝোরে কাঁদছেন পূজা

প্রকাশিত :  ১১:১৫, ১২ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১১:৩৮, ১২ মে ২০২৪

সদা চঞ্চল আর হাসিখুশি মুখেই দেখা যায় ঢালিউড নায়িকা পূজা চেরিকে। কিন্তু রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে হঠাৎ ফেসবুক লাইভে এসে কাঁদলেন তিনি। নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নায় ভেঙে পড়েন তরুণ এই তারকা।

পূজা চেরি কিছুদিন আগেই মাকে হারিয়েছেন। আজ বিশ্ব মা দিবসে মায়ের অনুপস্থিতিতে কষ্টের সাগরে ভাসছেন এ অভিনেত্রী। সকালে ঘুম থেকে উঠেই মায়ের জন্য অঝোরে কাঁদছেন পূজা।

রোববার (১২ মে) পূজা তার ভেরিফায়েড ফেসবুক পেজে মায়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন পূজা চেরি। মায়ের সঙ্গে নায়িকা পূজা চেরি

১১টা ২২ মিনিটে পোস্ট করা ছবির ক্যাপশনে পূজা লেখেন, ‘ভালো থাকুক পৃথিবীর সকল মা। মামুনি দেখেছো? তুমি কি পচা কাজ করেছো, সকালে ঘুম থেকে উঠেই অঝরে চোখ থেকে জল পরতে দিলে! সারা জীবনই তো এই জল পরবে গো মা। কি করে থামাবো?’

পূজা আরও লেখেন, ‘উফ খুব কষ্ট হচ্ছে মামুনি। আর লিখতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। ভালো থেকো মামুনি আর মনে রেখো, তোমার হাতের লাঠিটা অনেক মিস করি... অনেক অনেক অনেক।’

চলতি বছরের ২৪ মার্চ সকালে মিরপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন পূজার মা ঝর্ণা রায়। মাকে হারানোর বেদনা এখনও সামলাতে পারেননি অভিনেত্রী। মা দিবস যেন সে বেদনার ক্ষত আরও বাড়িয়ে দিলো নায়িকার মনে।

মাত্র ১৪ বছর বয়সে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরী। প্রতিষ্ঠানটি থেকে ‘পোড়ামন-২ ’, ‘দহন’ ও ‘নূর জাহান’ সিনেমা মুক্তি পায়। প্রথম তিন সিনেমা দিয়ে আলোচনায় আসেন পূজা।