img

কলকাতায় ‘বাংলা উৎসব’ মাতাবেন বাংলাদেশের শিল্পীরা

প্রকাশিত :  ০৬:০৭, ০৩ জানুয়ারী ২০১৯
সর্বশেষ আপডেট: ০৬:৫০, ০৩ জানুয়ারী ২০১৯

কলকাতায় ‘বাংলা উৎসব’ মাতাবেন বাংলাদেশের শিল্পীরা

জনমত বিনোদন  ।। আগামী কাল

(৪ জানুয়ারি) থেকে কলকাতায় শুরু হচ্ছে ‘বাংলা উৎসব ২০১৯’। উৎসব চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত। এই অনুষ্ঠানের অন্যতম উদ্যেক্তা ও পরিচালক অরিন্দম শীল। অনুষ্ঠানের থিম মিউজিক করেছেন বিক্রম ঘোষ। তার পাশাপাশি থাকছেন কলকাতা ও বাংলা দেশের নামকরা গায়ক-গায়িকারা।  

রবীন্দ্রনাথ, নজরুল, রজনীকান্ত, অতুলপ্রসাদ কিংবা হালের ‘চিরকুট’ বা ‘চন্দ্রবিন্দু’ কোনও ভৌগোলিক সীমারেখার ধার ধারে না। ‘বাংলা উৎসব’ তাই হৃদয়ের রংয়ে রাঙিয়ে মিলনের উৎসব। 

কাল আর কাঁটাতার অতিক্রম করে সুরের মূর্চ্ছনার উৎসব। এপার বাংলা আর ওপার বাংলার শতাব্দীব্যাপী অসীম কৃষ্টির এক অনন্য অভিব্যক্তি হতে চলেছে ‘বাংলা উৎসব’। সংস্কৃতিক ও শিল্প জগতের মধ্যে সঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে ২০১৯- এর বাংলা উৎসবের প্রথম প্রয়াসের প্রাণবিন্দু হিসেব।

এপার বাংলা ও ওপার বাংলার বহু নামী সঙ্গীতশিল্পী এই অনুষ্ঠানে যোগ দেবেন। যেমন বাংলা দেশের বুলবুল ইসলাম, রেজওয়ানা চৌধুরী, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, অদিতি মহসিন, খায়রুল আনম শাকিল যেমন থাকবেন, তেমনই কলকতার নচিকেতা চক্রবর্তী, অনুপম রায়, লোপামুদ্রা মিত্র, শুভমিতা বন্দ্যোপাধ্যায় অজয় চক্রবর্তী, ইমন ও আরও অনেকই অংশগ্রহণ করবেন।  

বেঙ্গল ফাউন্ডেশন, নাথিং বিয়ন্ড সিনেমা এবং বেঙ্গল চেম্বার্স অব কমার্স কলকাতা এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে।

img

ফের বিতর্কের তোপে রাশমিকা

প্রকাশিত :  ১১:৫৮, ১৪ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১২:০০, ১৪ মে ২০২৪

ভারতের জাতীয় ক্রাশ' রশ্মিকা মন্দানা ফের বিতর্কে। পুষ্পার পর গত বছরের শেষটা অ্যানিমেল সিনেমা দিয়ে মাতিয়েছেন রাশমিকা। যদিও অ্যানিমেল সিনেমায় নিজের চরিত্র নিয়ে উদাসীন থাকায় বেশ সমালোচনার শিকার হন তিনি। তবে চলতি বছরের আগস্টে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা : দ্য রুল’। এর বাইরেও বেশ কয়েকটি সিনেমা হাতে রয়েছে তার। সেই তালিকায় ক’দিন আগে যুক্ত হয়েছে বলিউড সিনেমা ‘সিকান্দার’। 

অন্যদিকে একের পর এক সিনেমা ফ্লপ হলেও শেষ মুক্তি পাওয়া টাইগার থ্রি দিয়ে ঘুরে দাঁড়িয়েছেন বলিউড ভাইজান সালমান খান। এবার এই দুই তারকা রোমান্স করবেন ‘সিকান্দার’ সিনেমায়। সালমানের বিপরীতে কাজ করতে পেরে উচ্ছ্বসিত রাশমিকা। তবে সিনেমাটি শুরুর আগেই বিতর্কে মুখে পড়লেন রাশমিকা। দু’জনের বয়সের পার্থক্য নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। তাদের একাংশ সালমান-রাশমিকা জুটিকে বাবা-মেয়ের সম্পর্কের সঙ্গেও তুলনা করছেন।

অন্যদিকে সালমানের বিপরীতে অভিনেত্রীদের তেমন অভিনয় দক্ষতা দেখানোর সুযোগ থাকে না! অধিকাংশ সিনেমাতেই নায়িকারা সালমানের সঙ্গে নাচ ও প্রেমের দৃশ্যে যোগ দেন। রাশমিকাও নিজের শেষ মুক্তি পাওয়া কয়েকটি সিনেমায় তা-ই করেছেন। সেই জায়গা থেকে রাশমিকা ভক্তরাও তাকে নিয়ে চিন্তিত। 

অনেকেই মনে করছেন, ‘সিকান্দার’ সিনেমাতেও হয়তো একই ভূমিকায় দেখা যাবে রাশমিকাকে। সমালোচকদের সমালোচনা-ট্রলের পাশাপাশি নিজের ভক্তদের শঙ্কা!—সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো বেশ বিতর্কই তৈরি করেছেন এই অভিনেত্রী।