img

এবার দেশে দেয়া হবে করোনার বুস্টার ডোজ : প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রকাশিত :  ১১:২৭, ১০ সেপ্টেম্বর ২০২১

এবার দেশে দেয়া হবে করোনার বুস্টার ডোজ : প্রবাসী কল্যাণ মন্ত্রী

জনমত ডেস্ক: ইমরান আহমেদ একাত্তর টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, বিএমইটিতে আবেদনের প্রেক্ষিতে প্রত্যেক প্রবাসীকেই দেয়া হবে বুস্টার ডোজ। সৌদি ভিসা আছে এমন হজযাত্রী অথবা প্রবাসীরাও এর আওতায় আসবেন।

কেউ সৌদি আরব যেতে চাইলে তাকে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার বা মডার্নার দুই জোট টিকা অথবা জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা নেয়ার নিয়ম করেছে সে দেশের সরকার।

তবে যদি কেউ সিনোফার্ম বা সিনোভ্যাকের দুই ডোজ টিকা নিয়ে থাকেন তাকে নিতে হবে উপরের চারটি টিকার আরও অন্তত এক ডোজ। তাই বাংলাদেশে যারা সিনোফার্ম গ্রহণ করেছে তারা এখন সৌদি আরব যেতে সমস্যার সম্মুখীন হচ্ছে।

বাংলাদেশে এপর্যন্ত প্রায় এক কোটি মানুষ চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন। এর মধ্যে যারা সৌদি আরব যাত্রা করবেন তাদের যাত্রা নিশ্চিত করতেই সরকার বুস্টার ডোজ দেওয়ার এই পরিকল্পনা গ্রহণ করেছে।

এদিকে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম জানান, বুস্টার ডোজের জন্য বিএমইটিতে আবেদন করতে হবে প্রবাসী কর্মী বা হজ যাত্রীদের।

বিমান বন্দরে পিসিআর মেশিন এখনো স্থাপন না করায় আটকে আছে প্রবাসীদের সংযুক্ত আরব আমিরাত যাত্রা।


 


img

বজ্রপাতের সময় ইলেকট্রনিক্স ডিভাইস সুরক্ষায় যা করবেন

প্রকাশিত :  ১১:৫২, ১৩ মে ২০২৪

কালবৈশাখীর সময় হঠাৎ ঝড়, বজ্রপাত আর বৃষ্টি হওয়াটা স্বাভাবিক। এসময় বজ্রপাতে টিভি, ফ্রিজ, ল্যাপটপ বা কম্পিউটার নষ্ট হওয়ার অনেক খবর পাওয়া যায়। তাই এই সময়ে আপনার ইলেকট্রনিক ডিভাইসগুলিকে সুরক্ষিত রাখতে সতর্ক থাকুন।

চলুন জেনে নেওয়া যাক বজ্রপাত বা বৃষ্টির সময় ইলেকট্রনিক্স ডিভাইস কীভাবে সুরক্ষায় রাখবেন।

ঝড়বৃষ্টি বা বজ্রপাতের সময় ইলেকট্রনিক্স ডিভাইস সুরক্ষার উপায়সমূহ—

* আপনার বাড়ির সব ধরনের বৈদ্যুতিক সংযোগের সঙ্গে আর্থিং ব্যবস্থা করুন। সম্ভব হলে বজ্রপাতের সময় মেইন লাইনের সঙ্গে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখুন।

* ফ্রিজ বা এসির সঙ্গে সরাসরি বৈদ্যুতিক সংযোগ থাকলে বজ্রপাতের সময় তা খুলে রাখাই নিরাপদ। এমনকি এ সময় এসি চালানো থেকেও বিরত থাকুন।

* বজ্রপাতের সময় ফোন ব্যবহার বিপজ্জনক নয়। তবে তা ঘরের মধ্যে। ছাদে বা রাস্তায় খোলা জায়গায় থাকলে ফোন ব্যবহার থেকে বিরত থাকুন। বজ্রপাতের সময় ফোন ব্যবহার করলে আপনি বজ্রপাতের শিকার হতে পারেন।

* বজ্রপাতের সময় বা বৃষ্টি শুরু হওয়ার পর টিভি বন্ধ রাখুন। এই সময় ডিশ বা ইন্টারনেটের সংযোগ খুলে রাখতে পারেন।

* ঝড়বৃষ্টির সময় রাউটার বন্ধ রাখুন। এতে অনেক দিন পর্যন্ত রাউটার ভালো থাকবে। এমনকি এর সঙ্গে সরাসরি কোনো ডিভাইস সংযুক্ত থাকলে সেটিও রক্ষা পাবে।

* বজ্রপাতের সময় ল্যাপটপ, স্মার্টফোন কিংবা যে কোনো ডিভাইস চার্জ দেওয়া থেকে বিরত থাকুন। চার্জারের সঙ্গে লাগানো থাকলে তা খুলে দিন।

* বাড়ির ডেস্কটপ বা কম্পিউটারের সঙ্গে ইন্টারনেট সংযোগ থাকলে তা বন্ধ করে দিন। এমনকি এ সময় ডেস্কটপ বা ল্যাপটপ চালানো থেকেও বিরত থাকুন। যদিও রাউটারের সঙ্গে ওয়াইফাই সংযোগে থাকা মোবাইল বা ল্যাপটপের ক্ষেত্রে তাদের বজ্রাঘাতে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। তবে বাড়ির বিদ্যুতের সঙ্গে ল্যাপটপ বা রাউটারের সংযোগ থাকলে তা বিছিন্ন করে দিন।

বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের সময় ঘরের ভেতরে থাকলে স্মার্টফোন ব্যবহার করা যেতে পারে। কিন্তু এই সময় ইন্টারনেট বন্ধ রাখাই ভালো। তবে যদি মারাত্মক আকারে বজ্রপাত হয় সে ক্ষেত্রে ফোনটি পুরোপুরি বন্ধ করে দিতে পারেন। না হলে স্মার্টফোনটির তো বটেই, যিনি সেটি ব্যবহার করছেন, তারও বিপদ হতে পারে।