img

জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত :  ০৭:০১, ১২ সেপ্টেম্বর ২০২১

জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গত সেপ্টেম্বর বৃহস্পতিবার পূর্ব লন্ডনের দারুল হাদিস লতিফিয়া হলে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর উদ্যোগে সংগঠনের সহ সভাপতি মাওলানা আব্দুল আউয়াল হেলাল ছাহেবের আব্বা ও হযরত আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রাহঃ) এর অন্যতম খলিফা, ইছামতি কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, উস্তাজুল উলামা, শাইখুল হাদিস হযরত আল্লামা মোঃ হবিবুর রহমান মোহাদ্দিস ছাহেব হুজুরের রোগ মুক্তি কামনায় এক দোয়া মাহফিল সংগঠনের সভাপতি মোঃ হারুনুর রশীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ এর পরিচালনায় অনুষ্ঠিত হয় ৷

মাওলানা আলাউর রহমানের পবিত্র কোরআন তিলাওয়াত ও ক্বারী সুফিয়ান বিল্লাহ’র নাশিদ পরিবেশনার মাধ্যমে শুরু হওয়া মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকে’র প্রেসিডেন্ট হযরত আল্লামা হাফিজ আব্দুল জলিল ছাহেব, লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকে’র সভাপতি হযরত মুফতি ইলিয়াছ হোসেইন ছাহেব, দারুল হাদিস লতিফিয়া লন্ডনের প্রিন্সিপাল হযরত মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার মোঃ আহবাব হোসেন সাহেব, কাউন্সিলার সিরাজুল ইসলাম সাহেব, বিশিষ্ট সমাজ সেবক কে এম আবুতাহের চৌধুরী, শেডওয়েল জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাহহার ছাহেব, লতিফিয়া উলামা সোসাইটি ইউকে’র সভাপতি মাওলানা শেহাব উদ্দিন ছাহেব, লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকে’র সেক্রেটারী মুফতি আশরাফুর রহমান ছাহেব, দারুল হাদিস লতিফিয়া লন্ডনের সেক্রেটারী মোঃ বদরুল ইসলাম সাহেব ৷

মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি মসিউর রহমান শাহিন, সহ সভাপতি কমর উদ্দিন চৌধুরী পাপলু, শামীম শাহান, সেলিম আহমদ তাপাদার, মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, মাওলানা আব্দুল ওয়াহিদ শাহিন, কোষাধ্যক্ষ মাওলানা মোছলেহ উদ্দিন, সহ সম্পাদক হাসনাত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ চৌধুরী, হাফিজ আব্দুল হাকিম, ক্বারী নোমান আহমদ, আলহাজ্ব মখলিছ মিয়া, আলহাজ্ব ফয়ছল আহমদ, মোঃ জমির আলী প্রমূখ সহ অনেক সম্মানীত ব্যাক্তবর্গ ৷

পরিশেষে মিলাদ পাঠ করে এই দেশে ও বাংলাদেশে যারা ইন্তেকাল করেছেন, যাঁরা অসুস্থ সবার জন্য এবং এই মহামারী করনা ভাইরাস থেকে সবাইকে হেফাজতের জন্য বিশেষ করে শাইখুল হাদিস হযরত আল্লামা মোঃ হবিবুর রহমান মোহাদ্দিস ছাহেব হুজুরের সুস্থতার জন্য প্রধান অতিথির দোয়া পরিচালনার মাধ্যমে মাহফিলের কাজ সমাপ্ত করা হয় ৷ প্রেস বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর

img

এপ্রিলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে ১০.২২ শতাংশ

প্রকাশিত :  ১২:৫১, ১৩ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১২:৫৯, ১৩ মে ২০২৪

মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার সব চেষ্টার মধ্যেও গত এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৩৫ বেসিস পয়েন্ট বেড়ে এপ্রিলে দাঁড়িয়েছে ১০ দশমিক ২২ শতাংশে। এর আগের মাসে অর্থাৎ, মার্চে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি গত মার্চের তুলনায় এপ্রিলে সাত বেসিস পয়েন্ট কমে নয় দশমিক ৭৪ শতাংশ দাঁড়িয়েছে।

আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। হালনাগাদের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে, গত এপ্রিলে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৩০ বেসিস পয়েন্ট কমে নয় দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। মার্চে এটি ছিল নয় দশমিক ৬৪ শতাংশ।

এপ্রিল মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমেছে; গত মাসে এই হার ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ।

মার্চ মাসে যা ছিল ৯ দশমিক ৬৪ শতাংশ। এ দিকে গত এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৭৪ শতাংশ হয়েছে; আগের মাসে এই হার ছিল ৯ দশমিক ৮১ শতাংশ।

উচ্চ মূল্যস্ফীতি এখন অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকেরা বলেন, মূল্যস্ফীতি এক ধরনের কর, যা ধনী-গরিব-নির্বিশেষে সবার চাপ বাড়ায়। আয় বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতি বেশি বেড়ে গেলে গরিব ও মধ্যবিত্তের সংসার চালাতে ভোগান্তি বাড়ে। এমনিতেই জিনিসপত্রের দাম বেশ চড়া। তার সঙ্গে চিকিৎসা, পরিবহনসহ খাদ্যবহির্ভূত খাতেও খরচ বেড়েছে। সব মিলিয়ে মূল্যস্ফীতির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে মানুষ


কমিউনিটি এর আরও খবর