img

কমিউনিটি ব্যক্তিত্বদের স্মরণে টাওয়ার হ্যামলেটসে স্মৃতি-স্মারক স্থাপনের প্রস্তাব দিলো ‘লাভ টাওয়ার হ্যামলেটেস’

প্রকাশিত :  ১২:৪৩, ১৯ সেপ্টেম্বর ২০২১
সর্বশেষ আপডেট: ১২:৪৫, ১৯ সেপ্টেম্বর ২০২১

কমিউনিটি ব্যক্তিত্বদের স্মরণে টাওয়ার হ্যামলেটসে স্মৃতি-স্মারক স্থাপনের প্রস্তাব দিলো ‘লাভ টাওয়ার হ্যামলেটেস’

পূর্ব লন্ডনের বাঙালী অধ্যুষিত জনপদ টাওয়ার হ্যামলেটসের রাজনীতি, সংস্কৃতি এবং অভিবাসী  কমিউনিটির কল্যানে যারা জীবনভর কাজ করেছেন এবং কমিউনিটিতে আলো ছড়িয়েছেন, তাদের মহান অবদানের স্বীকৃতিস্বরূপ  একটি স্মৃতি স্মারক স্থাপনের জন্য কাউন্সিলের কাছে আবেদন জানানো হয়েছে। "লাভ টাওয়ার হ্যামলেটেস" এর পক্ষ থেকে এই প্রস্তাবনা দিয়ে বলা হয়, অভিবাসী কমিউনিটির শিকড় শক্ত করতে, এই জনপদে তাদের অবস্থান সুদৃঢ় করতে যারা আমৃত্যু কাজ করে গেছেন, তাদের অন্যতম হচ্ছে সাবেক এমপি পিটার শোর, যুবনেতা মরহুম মিয়া আক্তার হোসেন ছানু মিয়া, সাংবাদিক ও সাবেক কাউন্সিলর মরহুম শাহাব উদ্দিন বেলাল ও ব্রিক লেনের সালিকস রেস্টুরেন্টের মালিক, কমিউনিটি ব্যাক্তিত্ব মরহুম আব্দুস সালিক সহ অনেকে।

এইসকল কীর্তিমানদের স্মরনে স্মৃতি স্মারক প্রতিষ্ঠার জন্য গত বৃহস্পতিবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কালচারাল বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর সাবিনা আক্তারের কাছে আনুষ্ঠানিক ভাবে লিখিত প্রস্তাবনা হস্তান্তর করে "লাভ টাওয়ার হ্যামলেটেস"। স্মৃতি-স্মারকের প্রস্তাবিত সাইট পূর্ব লন্ডনের আলতাব আলী পার্ক পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের  স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন, কেম্পেইন গ্রুপের পক্ষ ছিলেন আনসার আহমদ উল্লাহ, আহাদ চৌধুরী বাবু,  জামাল খান ও জুয়েল রাজ।

 ক্যাম্পেইন গ্রুপের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়। এ প্রসঙ্গে মুখপাত্র সাংবাদিক আহাদ চৌধুরী বাবু জানান, তৃতীয় বাংলার  কমিউনিটির আলোকিত মানুষদের কাজ এবং ত্যাগকে মুল্যায়নে আমরা একটি প্রেসার গ্রুপ হিসাবে কাজ করবো এবং এর ধারবাহিকথায় টাওয়ার হ্যামলেটসের  ইতিহাস ঐতিহ্যের স্মারক বীরদের বাঁচিয়ে রাখার চেষ্টা থাকবে ৷ কাউন্সিলার সাবিনা আক্তার বিষয়টি নিয়ে প্রদক্ষেপ গ্রহণে সক্রিয় হবেন বলে আশ্বাস দেন।

স্বাধীনতা টাস্ট্রের আনসার আহমদ উল্লাহ বলেন, আমরা মূলধারায় নিজেদের অবস্থান জানান দিয়েছি ৷ বর্ণবাদ ও কমিউনিটি গঠনে যাদের প্রত্যক্ষ অবদান রয়েছে তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য আহবান জানিয়েছি ৷ এতে ইতিহাস সমৃদ্ধ হবে ৷

 স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন এধরণের ক্যাম্পেইন বহুজাতিক সংস্কৃতিতে অন্যতম উদাহরণ বলে মন্তব্য করেন। 

উল্লেখ্য, ইতিমধ্যে বিষয়টি নিয়ে মেয়র জন বিগসকে প্রস্তাবনাও দেওয়া হয়েছে ৷

কমিউনিটি এর আরও খবর

img

সেপ্টেম্বরে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিসে

প্রকাশিত :  ১২:৪৪, ১২ মে ২০২৪

আন্তর্জাতিক জালালাবাদ উৎসব আগামী সেপ্টেম্বর মাসে শিল্প সাহিত্য ও সংস্কৃতির শহর প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেট এর প্রবাসীদের মিলন মেলা হবে দিনটিতে। 

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স শাখার উদ্যোগে অনুষ্ঠিত হবে এ মিলনমেলা।

দেশের উন্নয়নে আরো ব্যাপক ভূমিকা রাখার স্লোগান নিয়ে সেপ্টেম্বরে অনুষ্ঠিত এ সম্মেলনের ব্যাপারে অবগত করতে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ গত সোমবার (৬ মে) ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত খন্দকার এম তালহার সাথে মতবিনিময় করেন। 

এ সময় তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও দেশের উন্নয়নে এ সংগঠনের ভূমিকা রাষ্ট্রদূতকে অবগত করেন। এসময় রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর নেতৃবৃন্দ।

রাষ্ট্রদূত সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি  কামনার পাশাপাশি বলেন দেশের উন্নয়নে সকল প্রবাসীদের কে আরো ব্যাপক ভূমিকা রাখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান, সহ সভাপতি অলি উদ্দিন শামীম, কাউন্সিলর ফইজুর রহমান, সহ সভাপতি মো: আব্দুলমুনিম  জাহেদী ক্যারল, সহ সভাপতি ইসবাহ উদ্দিন, সহসাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দীপক, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স শাখার সভাপতি মোঃ ফয়সল উদ্দিন ও সাধারণ সম্পাদক  মিজানুর রহমান মিজানসহ কার্য নির্বাহীকমিটির নেতৃবৃন্দ।




কমিউনিটি এর আরও খবর