বিশ্বনাথ এইড ইউকের চতুর্থ চ্যারেটি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

প্রকাশিত :  ০৮:৪০, ২৩ সেপ্টেম্বর ২০২১

বিশ্বনাথ এইড ইউকের চতুর্থ চ্যারেটি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশ্বনাথ এইড ইউকে আয়োজিত চতুর্থ চ্যারেটি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে ১৯ সেপ্টেম্বর রবিবার। পূর্ব লন্ডনের স্টেপনীগ্রীন মাঠে অনুষ্ঠিত এবারের টুর্নামেন্টে অংশনেয় সিলেটর বিশ্বনাথ উপজেলার যুক্তরাজ্যে বসবাসকারী ১২টি দল।

বিশ্বনাথ স্পোর্টস এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় লীগ ভিত্তিক দিন ব্যাপী অনুষ্ঠিত এইট এ সাইড টুর্নামেন্টে ট্রাইবেকারে বিশ্বনাথ পৌরসভা একাদশকে পরাজিত করে এবার চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্বনাথ কমিউনিটি এসোসিয়েশন ইউকে।

টুর্নামেন্টে অংশনিতে এবং খেলা দেখতে অক্সফোর্ড, ওল্ডহাম, বার্মিংহামসহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসেন প্রবাসীরা।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুর রহিম রঞ্জু, সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েছ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন, নিউহাম কাউন্সিলের কাউন্সিলার আয়শা চৌধুরী, কাউন্সিলার ব্যারিস্টার নাজির আহমদ, কাউন্সিলার শাহ সোহেল আমিন, স্পন্সর সোনারগাঁও রেস্টুরেন্টে ডায়রেক্টর তোফাজ্জল আলম, মুনলাইট রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী আব্দুস ছোবহান, সাংবাদিক রহমত আলী, বিশ্বনাথ স্পোর্টস এসোসিয়েশনের কর্মকর্তা আনফর আলী, কমিউনিটি নেতা আফছর মিয়া ছোট, দশঘর ইউনিয়ন প্রবাসী সোসাইটির সভাপতি আব্দুল কুদ্দুছ, বিশ্বনাথ কমিউনিটি এসোসিয়েশনের সভাপতি আখলাকুর রহমান, বিশ্বনাথ পৌরসভা একাদশনের ম্যানেজার সেবুল মিয়া। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।

এদিকে খেলায় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা আবুল কালাম আজাদ, আলহাজ্ব তৈমুছ আলী, গৌছ আলী, ব্যবসায়ী গোলজার খান, জেমএমজি কার্গোর স্বত্ত্বাধিকারী মনির আহমদ, মেনর গ্লেজিং এর স্বত্ত্বাধিকারী ইসহাক আলী, ব্যবসায়ী আব্দুশ শহীদ, বিশ্বনাথ এইড ইউকের সাবেক সভাপতি মিসবাহ উদ্দিন, কমিউনিটি নেতা মদব্বির আলী মধু, আব্দুল বাছিত বাদশা, মদরিছ আলী মফজ্জুল, হাবিবুর রহমান হাবিব, আব্দুল মালিক, ময়ুর মিয়া, আফজাল হোসেন, বিশ্বনাথ এইড ইউকের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফি, ট্রাস্টি ফারুক মিয়া, জাকেল বখত চৌধুরী, আবুল কালাম, আবুল হোসেন মামুন, সাব্বির আহমদ, শাহ সোপন, সাংবাদিক খালেদ মাসুদ রনি, আব্বাস উজ জামান প্রমুখ।

টুর্নামেন্টকে সফল করতে যে সকল প্রতিষ্ঠান সহযোগীতা করেছে সেগুলো হচ্ছে জেএমজি কার্গো, শাহ গ্লোবাল, মেনর গ্লেজিং, সোনারগাঁও রেস্টুরেন্ট, মোসকান লন্ডন, ইমপ্রেশন ইভেন্ট ভেন্যু, মুনলাইট তান্দুরি, আলী তান্দুরী, এলিট স্টার।

টুর্নামেন্টে যেসকল দল অংশনেয় সেগুলো হচ্ছে, গ্রুপ এ দশঘর ইউনিয়ন প্রবাসী সোসাইটি, গ্রেটার বিশ্বনাথ ডেভোলাপমেন্ট ট্রাস্ট, ওল্ডহাম বিশ্বনাথ একাদশ, লামাকাজী ইউনিয়ন এফসি, গ্রুপ বি, অক্সফোর্ড ফুটবল ক্লাব, বিশ্বনাথ পৌরসভা ফুটবল একাদশ, খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন, বিএফসি ফুটবল ক্লাব, গ্রুপ সি, বিশ্বনাথ এইড ইউকে, সামাদ উল্লা ট্রাস্ট, রামপাশা ইউনিয়ন এফসি, বিশ্বনাথ কমিউনিটি এসোসিয়েশন।টুর্নামেন্ট সফল করায় সকলের কর্তৃজ্ঞতা প্রকাশ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। প্রেস বিজ্ঞপ্তি


কমিউনিটি এর আরও খবর

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৩:৩৪, ২৮ মার্চ ২০২৪
সর্বশেষ আপডেট: ১৪:৫৫, ২৮ মার্চ ২০২৪

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ মার্চ বুধবার পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুক আহমেদ সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি শাহ সানোওয়ার হোসেন।


সংগঠনের সিনিয়র সদস্য আব্দুল কাইয়ুমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলর জাহেদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জিএলএ মেম্বার উমেশ দেশাই, নিউহাম বারার চেয়ার কাউন্সিলর রহিমা রহমান, রেডব্রিজ বারার সিভিক মেয়র কাউন্সিলর জোছনা ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজহারুল ইসলাম সিপার, প্রধান উপদেষ্টা আতাউর রহমান, জিএসসির চেয়ার ব্যারিস্টার আতাউর রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেন,  সাবেক মেয়র দরস উল্লাহ, কাউন্সিলর শামস ইসলাম, কাউন্সিলর সাইদা চৌধুরী। সাবেক প্রধান উপদেষ্টা সৈয়দ আবুল কাশেম এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি শাহীন খান, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সিনিয়র সদস্য ড: রোয়াব  উদ্দিন, উপদেষ্টা আব্দুল আশিক চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী। 

এসোসিয়েশনের উপদেষ্টা জুনেদ আহমেদ সুন্দর, উপদেষ্টা নুরুল ইসলাম এমবিই, প্রফেসর শাহনুর আহমদ খান, উপদেষ্টা মাষ্টার আমির উদ্দিন আহমেদ, ফজল উদ্দিন,  সহ সভাপতি আনসার আহমেদ, ফারুক মিয়া জিলু, শিশু মিয়া, বদর উদ্দিন, নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমদ, নোমান আহমদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু ইয়াসিন সুমন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর রুহুল আমিন, আসাদুজ্জামান, তউরিস মিয়া, আনোয়ার কামাল দুলাল, এডভোকেট আল আমিন, সৈয়দ মকবুল, জাকির হোসেন সেলিম, নোয়াব আলী, আবুল মনসুর আহমদ, হেভেন খান, রাজু মিয়া, ফয়জুল হক, আতিকুর রহমান আতি, শাহানুর সহ বিপুল সংখ্যক লোকজন। আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।  তারা সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আগতরা 'সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র পক্ষ থেকে এমন আয়োজনের জন্য সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। এসময় তারা এসোসিয়েশনের উত্তরোত্তর সম্মৃদ্ধি ও প্রসার কামনা করেন। 

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন, এসোসিয়েশনের ধর্ম বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান বিন নুরী।

কমিউনিটি এর আরও খবর