img

রাতে ভোট দিয়ে নৌকার প্রার্থীকে জয়ী করার পরিকল্পনার অভিযোগ

প্রকাশিত :  ১০:১৬, ০৫ অক্টোবর ২০২১

সংবাদ সম্মেলনে প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থী

 রাতে ভোট দিয়ে নৌকার প্রার্থীকে জয়ী করার পরিকল্পনার অভিযোগ

জনমত ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচন আগামী ৭ তারিখ। এই নির্বাচনে কেন্দ্র দখল করে, আগের রাতে ভোট দিয়ে নৌকার প্রার্থীকে জয়ী করার পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বি অপর দুই প্রার্থী আফজল হক ও প্রেমসাগর হাজরা।
সোমবার দুপুরে ১২টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন।
এই সময় লিখিত বক্তব্যে তারা বলেন, এই নির্বাচনে প্রচারণার শুরু থেকে আওয়ামী লীগের প্রার্থী বিভিন্নভাবে প্রচার করে বেড়াচ্ছেন, যেকোন মুল্যে কেন্দ্র দখল করে নির্বাচনে ভোট কারচুপি করে তিনি বিজয়ী হবেন। আমাদের বিভিন্ন বিশস্ত সুত্রে আমরা জানতে পেরেছি, নৌকার প্রার্থী শ্রীমঙ্গল পৌরসভা ও শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সকল ভোট সেন্টার দখল করার পায়তারা করছেন। ভোটের আগের রাতে কেন্দ্র দখল করার পরিকল্পনা করছেন। যেহেতু শ্রীমঙ্গল উপজেলায় কোন দূর্গম এলাকা নেই, সেহেতু আমরা আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে দাবী জানাচ্ছি প্রত্যেকটি ভোট কেন্দ্রে ভোটের দিন সকালে ভোট শুরু হওয়ার আধা ঘন্টা আগে ব্যালট পেপার পৌছানো হোক।
তারা আরও অভিযোগ করেন, আমরা লক্ষ করেছি, নির্বাচনী  প্রচারনার শুরু থেকেই আমাদের কর্মী সমর্থকদের নৌকা প্রতিকের প্রার্থী তার কর্মী সমর্থকদের দিয়ে বিভিন্ন ভাবে হুমকি ধামকি ভয়ভীতি দেখিয়ে আসছেন, পাশাপাশি আমাদের প্রচারনায় ব্যাঘাত ঘটিয়ে আসছেন। মোটরসাইকেল শোভাযাত্রা, মিছিল এর মাধ্যমে শহর জুড়ে ত্রাশের রাজত্ব সৃষ্টি করে ভোটারদেরকে ভয়ভীতি দেখাচ্ছেন। এহেন কর্মকান্ড সুষ্ঠ নির্বাচনের অন্তরায় বলে আমরা মনে করছি।
তারা সংবাদ সন্মেলনে প্রশাসনের কাছে দাবী জানান, উপজেলার সকল ভোট কেন্দ্রে বিজিবি মোতায়েনের। পাশাপাশি শ্রীমঙ্গল পৌরসভা ও সদর ইউনিয়নের সব সেন্টারের জন্য আলাদাভাবে ম্যাজিস্ট্রেট নয়োগ করা হোক।
এ নির্বাচনে যদি নৌকার প্রার্থী কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে, যদি ভোট কারচুপি করতে চায়, তাহলে একটি সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হবে বলে আমরা আশঙ্খা করছি।
এসব অভিযোগ প্রসঙ্গে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, নির্বাচন সুন্দর ভাবে সম্পন্ন হবে। আমরা আমাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করব। এর বাইরে কোন ধরণের আশংকা নেই। 
এই নির্বাচনে নৌকার প্রার্থী ভানু লাল রায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বতন্ত্র পার্টি আফজল হক (ঘোড়া) ও প্রেমসাগর হাজরা (আনারস)। এই নির্বাচনে অপর প্রার্থী জাতীয় পার্টির মিজানুর রব (লাঙ্গল)।


img

বানিয়াচংয়ে ৩ জন নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশিত :  ১০:২৯, ১৩ মে ২০২৪

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরি ইউনিয়নের আগুয়া গ্রামে সিএনজি স্ট্যান্ড নিয়ে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত বদরুল আলম ওরফে বদিকে আটক করেছে বানিয়াচং থানা পুলিশ। সে ওই গ্রামের মৃত হিরা মিয়ার পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তার শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার নুরপুর গ্রামের একটি পুকুরপাড়ের  তার এক আত্নীয়র বাড়ি থেকে বদিকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে,বানিয়াচং থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন,তদন্ত ওসি আবু হানিফের নেতৃত্ব থানার প্রায় ২৫ জন পুলিশ অভিযানে অংশ নেন। অভিযানে সহায়তা করেন নাসিরনগর থানা পুলিশের একটি দল।

পলাশ রঞ্জন দে বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান, গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির মাধ্যমে খুনের সাথে জড়িত থাকার অভিযোগে আমরা নাসিরনগর থানা পুলিশের সহায়তায় আসামী বদরুল আলম ওরফে বদিকে আমরা আটক করি। যেহেতু এখনো কোনো মামলা দায়ের করা হয়নি তাকে ১৫৪ ধারায় আটক দেখানো হয়েছে। তার বিরুদ্ধে বানিয়াচং থানায় মামলা রয়েছে।

তিনি আরো জানান, হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে অন্য অভিযুক্তদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। সংঘর্ষের ঘটনার ভিডিও ফুটেজ দেখে জড়িতদের সনাক্ত করা হবে। তবে ট্রিপল হত্যাকান্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত শুক্রবার  সংঘর্ষের ঘটনায় ৩ নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান-বিপিএম (বার) পিপিএম। শুক্রবার বিকেলে পরিদর্শনে যান তিনি। ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান-বিপিএম (বার ) পিপিএম এসময় ঘটনার প্রত্যক্ষদর্শী ও এলাকার মানুষের সাথে কথা বলে ঘটনার সাথে জড়িত আসামীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে মর্মে আশ্বাস প্রদান করেন এবং দ্রুত আসামীদের গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশনা প্রদান করেন ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান-বিপিএম (বার) পিপিএম। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৯ মে) দুপুরে উপজেলার ১৩নং মন্দরি ইউনিয়নের আগুয়া বাজারে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হন। নিহতরা হলেন-আগুয়া গ্রামের শুকুর মিয়ার পুত্র আব্দুল কাদির (২৫),বজলু মিয়ার পুত্র সিরাজ মিয়া (৫০) ও আলীরাজ মিয়ার পুত্র লিলু মিয়া (৪০)। এ ঘটনায় আহত হন উভয়পক্ষের প্রায় শতাধিক লোক।

সিলেটের খবর এর আরও খবর