img

দেবীর গায়ে ১৬ কেজি ওজনের সোনার শাড়ি!

প্রকাশিত :  ০৮:০৮, ১৬ অক্টোবর ২০২১
সর্বশেষ আপডেট: ০৮:১৪, ১৬ অক্টোবর ২০২১

দেবীর গায়ে ১৬ কেজি ওজনের সোনার শাড়ি!

আন্তর্জাতিক ডেস্ক: দেখতে দেখতে শেষ হল পূজার দিনগুলো। আর দশমীতে বাড়িও চলে গেলেন উমা। এই বিদায়কালে মাকে অবিশ্বাস্যভাবে অমূল্য বসনে সাজিয়েছে ভারতের পুণের মহালক্ষ্মী নামের একটি মন্দির। এক-দুই নয়, একেবারে ১৬ কেজি ওজনের শাড়ি পড়িয়েছে মাকে!
এই মন্দিরে গত ১০ বছর ধরেই বিজয়াতে ১৬ কেজির সোনার শাড়ি ওঠে দেবীর গায়ে। যা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তাই এবারও দশমীতে সংবাদের শিরোনাম মন্দিরটি।
মন্দিরের একজন সেবায়েত একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, ২০১১ সালে এক ভক্ত দক্ষিণ ভারতের এক স্বর্ণকারের কাছ থেকে শাড়িটি তৈরি করিয়েছিলেন। যিনি মায়ের কাছে শাড়িটি দান করেন। তারপর থেকেই দশমীতে দুষ্টের দমন মুহূর্তে এই শাড়িতে সেজে ওঠেন দেবী।
চলমান করোনাভাইরাস পরিস্থিতি উপেক্ষা করেই ‘সোনার মহালক্ষ্মী’ দেখতে ভিড় জমায় দর্শনার্থীরা। যদিও মায়ের বসন বদলের সময় এবার কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা ও অতিরিক্ত নিরাপত্তা রাখে মন্দির কর্তৃপক্ষ।
এর আগেও কলকাতার বারোয়ারি পূজায় একটি সোনার গহনার দুর্গা নজর কেড়েছিলো সকলের।
সূত্র : সংবাদ প্রতিদিন

img

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, সুনামির শঙ্কায় ৬টি বিমানবন্দর বন্ধ

প্রকাশিত :  ১৪:৩৫, ০১ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১৪:৪৯, ০১ মে ২০২৪

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে অবস্থিত মাউন্ট রুয়াং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে দেশটির ছয়টি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে ।সুনামি আশঙ্কায় কর্তৃপক্ষ হাজার হাজার লোককে অন্যত্র সরিয়ে নিচ্ছে। এদিকে অগ্ন্যুৎপাতের ছাই মালয়েশিয়ার বোর্নিও দ্বীপ পর্যন্ত ছড়িয়ে গেছে। 

বুধবার দেশটির সরকারি এক কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। মাউন্ট রুয়াং থেকে মঙ্গলবার তিন দফা অগ্ন্যুৎপাত হয়। লাভা ও ছাই আকাশের পাঁচ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

কর্তৃপক্ষ ১২ হাজার স্থানীয়কে অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ জারি করেছে। এদিকে, অগ্ন্যুৎপাতের পর ছাই ও লাভা সমুদ্রে পড়ার কারণে সুনামির আশঙ্কা করা হচ্ছে।