img

ইসরাইলি পুরস্কার প্রত্যাখান করলেন ফিলিস্তিনি অভিনেত্রী

প্রকাশিত :  ১০:০৯, ১৬ অক্টোবর ২০২১

ইসরাইলি পুরস্কার প্রত্যাখান করলেন ফিলিস্তিনি অভিনেত্রী

জনমত ডেস্ক:ফিলিস্তিনিদের বর্বর নির্যাতন ও জাতিগত শুদ্ধি অভিযান চালানোর প্রতিবাদে ইসরাইলি চলচ্চিত্র পুরস্কার প্রত্যাখান করছেন ফিলিস্তিনি অভিনেত্রী জুনা সুলাইমান।
ইসরাইলি অস্কার নামে খ্যাত \'অফির\' অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনি অভিনেত্রী। খবর আরব নিউজের।
জুনা সুলাইমান বলেন, আমাদের ভাই-বোনদের ওপর ইসরাইলি বাহিনী যেভাবে শুদ্ধি অভিযান চালাচ্ছে- এ অবস্থায় ইহুদিবাদী দেশটিতে গিয়ে পুরষ্কার গ্রহণ করা রীতিমতো ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সামিল।
ইসরাইলি পরিচালক এরান কোলিরিন পরিচালিত \'লেট ইট বি মনিং\' নামে ছবিটি অস্কারের জন্য পাঠানো হচ্ছে।
এ ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ফিলিস্তিনি অভিনেত্রী জুনা সুলাইমান। তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে পরিচালক এরান কোলিরিন ফিলিস্তিনি অভিনেত্রীর লেখা চিঠি পড়ে সবাইকে শুনান।
এতে ফিলিস্তিনি অভিনেত্রী জুনা সুলাইমান লিখেছেন, মানচিত্র থেকে আমার দেশের ছবি একটু একটু করে মুছে ফেলা হচ্ছে। এ অবস্থায় আমি এ অনুষ্ঠানে যোগ দিতে পারি না।

img

জন্মের তিন বছর পর ছেলের মুখ দেখালেন নুসরাত

প্রকাশিত :  ১২:৩৪, ১৩ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১২:৪৫, ১৩ মে ২০২৪

অবশেষে টানা তিন বছর পর সন্তানের মুখ দেখালেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। মা দিবসে প্রথম প্রকাশ্যে আনলেন ছেলের ছবি। ছেলের নাম ঈশান দাশগুপ্ত।

ব্যক্তিগত জীবনে বহুল আলোচিত এই অভিনেত্রী। সামলেছেন বহু বিতর্ক। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, রাজনীতিসহ বিভিন্ন কারণে বারবার সংবাদ শিরোনাম হয়েছেন তিনি।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, ছেলে ইশানের জন্মের পর তাকে এতদিন ক্যামেরার সামনে আনেননি অভিনেত্রী নুসরাত জাহান। মা দিবসে প্রথম প্রকাশ করলেন ইশানের ছবি।

ছবিতে দেখা যায় সাদা টি-শার্ট পরে মুখে আঙুল দিয়ে মায়ের কোলে বসা ছোট্ট ইশান। কেক কেটে মা এবং ছেলের সঙ্গে মা দিবস পালন করেছেন নুসরাত।

এর আগে ৫ মে অভিনেত্রী কোয়েল মল্লিকের ছেলের জন্মদিনে উপস্থিত ছিলেন নুসরাত ও তার ছেলে ইশান। সেখানে ক্যামেরায় ধরা পড়েছে ইশান। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েও পড়েছিল। তবে এবার প্রথম দেখা গেল তার স্পষ্ট ছবি।

নুসরাতের ছেলের পিতৃ পরিচয় নিয়ে নানা ওঠে প্রশ্ন উঠে। যেই আলোচনা থামিয়ে দেন যশ। পুরো সময়ই অভিনেত্রীর পাশে ছিলেন অভিনেতা। এমনকি জন্মসনদেও বাবার নাম হিসেবে যশের নাম লেখেন নুসরাত।