img

ব্রিটিশ রাণীকে সরিয়ে প্রথম রাষ্ট্রপ্রধান নির্বাচিত করলো বার্বাডোজ

প্রকাশিত :  ০৭:৫৩, ২২ অক্টোবর ২০২১

ব্রিটিশ রাণীকে সরিয়ে প্রথম রাষ্ট্রপ্রধান নির্বাচিত করলো বার্বাডোজ

জনমত ডেস্ক: ঔপনৈবেশিক অতীতকে নির্মূল করতে বার্বাডোজ নিজেদের রাষ্ট্রপ্রধান হিসেবে ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথকে সরিয়ে প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত করেছে। আল জাজিরা
বার্বাডোজ প্রজাতন্ত্র এক বিবৃতিতে বলেছে, বুধবার রাতে দেশের হাউস অব অ্যাসেম্বলি এবং সিনেটের যৌথ অধিবেশনের দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছেন সাবেক আইনবিদ এবং দ্বীপরাষ্ট্রটির গর্ভনর সান্দ্রা মেসন (৭২)। তিনি ৩০ নভেম্বর স্বাধীনতা দিবসে শপথ নেবেন।
১৯৬৬ সালে স্বাধীনতা লাভ করা সাবেক এই ব্রিটিশ উপনিবেশে ৩ লাখেরও কম মানুষের বাস। ব্রিটিশ রীতিনীতির প্রতি আনুগত্যের জন্য একে ‘লিটল ইংল্যান্ড’ বলা হয়। ব্রিটিশ রাজতন্ত্রের সঙ্গে দীর্ঘ সম্পর্ক বজায় রাখা এই দেশটিতে সম্প্রতি পূর্ণ সার্বভৌমত্ব এবং স্বদেশী নেতৃত্বের দাবী উঠে।

img

উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলকে যে পরামর্শ দিল ব্রিটেন

প্রকাশিত :  ১৬:১০, ১৭ এপ্রিল ২০২৪

ইসরায়েলে ইরানের হামলার ইস্যু নিয়ে বিশ্ব রাজনীতি অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। তেল আবিবকে পাল্টা হামলা না চালাতে জোর দিচ্ছে বিভিন্ন দেশ। যদিও প্রতিশোধ নিতে বায়না ধরে আছে ইসরায়েল। এ অবস্থায় বন্ধু হিসেবে তেল আবিবকে কিছু পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য।

আজ বুধবার ইসরাইল সফরে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন ব্রিটেনের পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন। তিনি নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে প্রতিক্রিয়া সীমিত করার আহবান জানান।

জেরুজালেমে পৌঁছার পর ইসরাইলের প্রধানমন্ত্রীকে ডেভিড ক্যামেরন বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন খুবই উদ্বেগজনক, তাই উত্তেজনা যাতে আর না বাড়ে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। 

জেরুজালেম পৌঁছার পর সাংবাদিকদের ডেভিড ক্যামেরন আরও বলেন, ইরানের ভয়াবহ হামলার সংহতি জানাতেই আমি এখানে এসেছি। পরবর্তীতে কী ঘটতে পারে সেই সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে। 

তিনি আরও বলেন, আমরা আশা করি এমন একটি উপায় বের করতে পারব, যাতে উত্তেজনা কমানো যায়। এক্ষেত্রে আমাদের আরও স্মার্ট হতে হবে। 

ক্যামেরন বলেন, আমার মনে হয় ইরান ইস্যু বাদ দিয়ে হামাসের দিকে ফিরে আসা উচিত, জিম্মিদের দিকে ফিরে আসা উচিত, তাদের কিভাবে মুক্ত করা যায়, তাদের কিভাবে সাহায্য করা যায় সেদিকে খেয়াল রাখা উচিত এবং গাজার সংঘাত কিভাবে সমাধান করা যায় সেই চিন্তা করা উচিত। 

ডেভিড ক্যামেরন ইসরাইল সফরে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে দেখা করার আগে, প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এবং পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজের সাথে দেখা করেন।