৮৬ কোম্পানির বোর্ড সভা আজ

প্রকাশিত :  ০৮:৪৯, ২৮ অক্টোবর ২০২১

৮৬ কোম্পানির বোর্ড সভা আজ
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮৬ কোম্পানির বোর্ড সভা আজ (২৮ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর মধ্যে ৫৮টির লভ্যাংশ সংক্রান্ত এবং ২৮টির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : কুইনসাউথ টেক্সটাইল, মুন্নু এগ্রো, মুন্নু ফেব্রিক্স, মুন্নু সিরামিক, জাহিনটেক্স, আইটি কনসালটেন্টস, খান ব্রাদার্স, সায়হাম টেক্সটাইল, আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলজিস, এসকে ট্রিমস, মতিন স্পিনিং, নিউ লাইন ক্লোথিংস, শাশা ডেনিমস, আজিজ পাইপস, অলটেক্স, অলিম্পিক এক্সেসরিজ, বারাকা পতেঙ্গা পাওয়ার, বারাকা পাওয়ার, এসিআই ফর্মূলেশন, এসিআই, গ্লোবাল হেভি কেমিক্যাল, ফাইন ফুডস, শেফার্ড, বিডিকম, অলিম্পিক, আইএলএফএসএল, জিকিউ বলপেন, সিমটেক্স, জেমিনি সী ফুড, সাফকো স্পিনিং, আরামিট, জেনেক্স, আরামিট সিমেন্ট, জিবিবি পাওয়ার, ইফাদ অটোস, এপেক্স ফুডস, এপেক্স স্পিনিং, মোজাফফর হোসাইন স্পিনিং, গোল্ডেন হার্ভেস্ট, এমএল ডাইং, প্যারামাউন্ট টেক্সটাইল, জিপিএইচ ইস্পাত, ফার কেমিক্যাল, ন্যাশনাল ফিড মিলস, দেশ গার্মেন্টস, সামিট এলায়েন্স পোর্ট, বিডি অটোকার্স, রংপুর ফাউন্ড্রি, এএমসিএল (প্রাণ), স্ট্যান্ডার্ড সিরামিক, প্যাসিফিক ডেনিমস, ইন্ট্রাকো, এসোসিয়েটেড অক্সিজেন, ইন্দো-বাংলা ফার্মা, ইয়াকিন পলিমার, গোল্ডেন সন, অ্যাডভেন্ট ফার্মা, সেন্ট্রাল ফার্মা, ডিবিএইচ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, সোস্যাল ইসলামী ব্যাংক, সন্ধ্যানী লাইফ ইন্স্যুরেন্স, বার্জার পেইন্টস, ফেডারেল ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংকে, স্ট্যান্ডার্ড ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, রিলায়েন্স ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফাইন্যান্স, ইসলামিক ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, উত্তরা ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, রূপালী ইন্স্যুরেন্স, বাটা সু, আইএফআইসি ব্যাংক এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স।

কোম্পানিগুলোর মধ্যে কুইন সাউথ টেক্সটাইলের বিকাল ৫টায়, মুন্নু এগ্রোর বিকাল ৩টায়, মুন্নু ফেব্রিক্সের বিকাল ৫টায়, মুন্নু সিরামিকের বিকাল ৪টায়, জাহিনটেক্সের বিকাল ৪টায়, আইটি কনসালটেন্টসের বিকাল সাড়ে ৩টায়, খান ব্রাদার্সের বিকাল ৩টায়, সায়হাম টেক্সটাইলের বিকাল ৩টায়, আমরা নেটওয়ার্কের দুপুর আড়াইটায়, আমরা টেকনোলজিসের বিকাল পৌনে ৪টায়, এসকে ট্রিমসের বিকাল সাড়ে ৪টায়, মতিন স্পিনিংয়ের বিকাল ৩টায়, নিউ লাইন ক্লোথিংসের বিকাল ৪টায়, শাশা ডেনিমসের বিকাল সাড়ে ৪টায়, আজিজ পাইপসের বিকাল ৩টায়, অলটেক্সের বিকাল ৩টায়, অলিম্পিক এক্সেসরিজের বিকাল ৩টায়, বারাকা পতেঙ্গা পাওয়ারের বিকাল পৌনে ৪টায়, বারাকা পাওয়ারের বিকাল পৌনে ৬টায়, এসিআই ফর্মূলেশনের বিকাল পৌনে ৩টায়, এসিআইয়ের বিকাল ৩টায়, গ্লোবাল হেভি কেমিক্যালের বিকাল ৩টায়, ফাইন ফুডসের বিকাল ৫টায়, শেফার্ডের বিকাল ৩টায়, বিডিকমের বিকাল ৩টায়, অলিম্পিকের বিকাল ৩টায়, আইএলএফএসএলের বিকাল ৪টায়, জিকিউ বলপেনের বিকাল সাড়ে ৩টায়, সিমটেক্সের বিকাল ৪টায়, জেমিনি সী ফুডের বিকাল ৪টায়, সাফকো স্পিনিংয়ের বিকাল ৪টায়, আরামিটের বিকাল ৩টায়, জেনেক্সের বিকাল ৪টায়, আরামিট সিমেন্টের বিকাল ৪টায়, জিবিবি পাওয়ারের বিকাল ৩টায়, ইফাদ অটোসের বিকাল সাড়ে ৩টায়, এপেক্স ফুডসের বিকাল সাড়ে ৩টায়, এপেক্স স্পিনিংয়ের বিকাল ৩টায়, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের বিকাল সাড়ে ৩টায়, গোল্ডেন হার্ভেস্টের সন্ধ্যা ৬টায়, এমএল ডাইংয়ের বিকাল ৪টায়, প্যারামাউন্ট টেক্সটাইলের বিকাল ৪টায়, জিপিএইচ ইস্পাতের বিকাল ৫টায়, ফার কেমিক্যালের বিকাল সাড়ে ৪টায়, ন্যাশনাল ফিড মিলসের বিকাল ৫টায়, দেশ গার্মেন্টসের বিকাল সাড়ে ৩টায়, সামিট এলায়েন্স পোর্টের দুপুর ২.৩৫টায়, বিডি অটোকার্সের বিকাল ৪টায়, রংপুর ফাউন্ড্রির বিকাল ৪টায়, এএমসিএলের (প্রাণ) বিকাল ৩টায়, স্ট্যান্ডার্ড সিরামিকের বিকাল ৩টায়, প্যাসিফিক ডেনিমসের বিকাল ৩টায়, ইন্ট্রাকোর বিকাল ৪টায়, এসোসিয়েটেড অক্সিজেনের বিকাল ৪টায়, ইন্দো-বাংলা ফার্মার বিকাল ৪টায়, ইয়াকিন পলিমারের বিকাল ৪টায়, গোল্ডেন সনের বিকাল সাড়ে ৪টায়, অ্যাডভেন্ট ফার্মার বিকাল ৩টায়, সেন্ট্রাল ফার্মার বিকাল ৩টায়, ডিবিএইচের বিকাল ৪টায়,মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বিকাল ৪টায়, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের বিকাল সাড়ে ৩টায়, ইউনিয়ন ক্যাপিটালের বিকাল ৪টায়, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের বিকাল ৫টায়, প্রাইম ব্যাংকের বিকাল ৩টায়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বিকাল সাড়ে ৩টায়, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের সন্ধ্যা ৭টায়, সোস্যাল ইসলামী ব্যাংকের বিকাল পৌনে ৩টায়, সন্ধ্যানী লাইফ ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, বার্জার পেইন্টসের বিকাল ৪টায়, ফেডারেল ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, ট্রাস্ট ব্যাংকের বিকাল পৌনে ৩টায়, স্ট্যান্ডার্ড ব্যাংকের দুপুর ২.৪০টায়, সাউথইস্ট ব্যাংকের বিকাল ৩টায়, রিলায়েন্স ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, লংকাবাংলা ফাইন্যান্সের বিকাল ৪টায়, ইসলামিক ইন্স্যুরেন্সের বিকাল সাড়ে ৩টায়, রূপালী ব্যাংকের বিকাল ৩টায়, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, উত্তরা ফাইন্যান্সের বিকাল ৩টায়, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের বিকাল ৪টায়, রূপালী ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, বাটা সু’র বিকাল ৩টায়, আইএফআইসি ব্যাংকের বিকাল ৪টায় এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর মধ্যে কুইনসাউথ টেক্সটাইল, মুন্নু এগ্রো, মুন্নু ফেব্রিক্স, মুন্নু সিরামিক, জাহিনটেক্স, আইটি কনসালটেন্টস, খান ব্রাদার্স, সায়হাম টেক্সটাইল, আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলজিস, এসকে ট্রিমস, মতিন স্পিনিং, নিউ লাইন ক্লোথিংস, শাশা ডেনিমস, আজিজ পাইপস, অলটেক্স, অলিম্পিক এক্সেসরিজ, বারাকা পতেঙ্গা পাওয়ার, বারাকা পাওয়ার, এসিআই ফর্মূলেশন, এসিআই, গ্লোবাল হেভি কেমিক্যাল, ফাইন ফুডস, শেফার্ড, বিডিকম, অলিম্পিক, আইএলএফএসএল, জিকিউ বলপেন, সিমটেক্স, জেমিনি সী ফুড, সাফকো স্পিনিং, আরামিট, জেনেক্স, আরামিট সিমেন্ট, জিবিবি পাওয়ার, ইফাদ অটোস, এপেক্স ফুডস, এপেক্স স্পিনিং, মোজাফফর হোসাইন স্পিনিং, গোল্ডেন হার্ভেস্ট, এমএল ডাইং, প্যারামাউন্ট টেক্সটাইল, জিপিএইচ ইস্পাত, ফার কেমিক্যাল, ন্যাশনাল ফিড মিলস, দেশ গার্মেন্টস, সামিট এলায়েন্স পোর্ট, বিডি অটোকার্স, রংপুর ফাউন্ড্রি, এএমসিএল (প্রাণ), স্ট্যান্ডার্ড সিরামিক, প্যাসিফিক ডেনিমস, ইন্ট্রাকো, এসোসিয়েটেড অক্সিজেন, ইন্দো-বাংলা ফার্মা, ইয়াকিন পলিমার, গোল্ডেন সন, অ্যাডভেন্ট ফার্মা ও সেন্ট্রাল ফার্মার বোর্ড সভায় লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আর ডিবিএইচ ,মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, সোস্যাল ইসলামী ব্যাংক, সন্ধ্যানী লাইফ ইন্স্যুরেন্স, বার্জার পেইন্টস, ফেডারেল ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংকে, স্ট্যান্ডার্ড ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, রিলায়েন্স ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফাইন্যান্স, ইসলামিক ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, উত্তরা ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, রূপালী ইন্স্যুরেন্স, বাটা সু, আইএফআইসি ব্যাংক ও এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভায় প্রান্তিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ

প্রকাশিত :  ১৭:৫৩, ২৮ মার্চ ২০২৪

জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বে প্রতিদিন প্রায় ১০০ কোটি টনের বেশি খাবার নষ্ট হচ্ছে। যদিও এর বিপরীতে প্রতিদিন অনাহারে থাকছে প্রায় ৮০ কোটি মানুষ।

বুধবার (২৭ মার্চ) জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। খাবার অপচয়ের এ ঘটনাকে উল্লেখ করা হয়েছে ‘বৈশ্বিক ট্র্যাজেডি’ হিসেবে।

জাতিসংঘের ফুড ওয়েস্ট ইনডেক্স শীর্ষক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের প্রায় ৮০ কোটি মানুষ যখন না খেয়ে আছে, তখন লাখ কোটি ডলার মূল্যের খাবার ময়লার ঝুড়িতে ফেলা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২২ সালে যত খাবার নষ্ট হয়েছে, তার ২৮ শতাংশ নষ্ট হয়েছে রেস্তোরাঁ, ক্যান্টিন ও হোটেলের মতো খাদ্য পরিষেবা ব্যবস্থাগুলোতে। কসাই ও মুদিদোকানে নষ্ট হয়েছে ১২ শতাংশ খাবার। তবে সবচেয়ে বেশি অর্থাৎ ৬০ শতাংশ খাবার নষ্ট হয়েছে বাসাবাড়িতে। এর পরিমাণ ৬৩ কোটি ১০ লাখ টন।

বাড়িঘরগুলোতে প্রতি বছর যে পরিমাণ খাদ্য নষ্ট হয়, তা এক বছরে বিশ্বে মোট উৎপাদিত খাদ্যের এক পঞ্চমাংশ। জাতিসংঘের বৈশ্বিক পরিবেশ রক্ষা বিষয়ক প্রকল্প ইউনাইটেড নেশন্স এনভায়র্নমেন্ট প্রোগ্রামের (ইউএনইপি) নির্বাহী পরিচালক ইঙ্গের অ্যান্ডারসেন এ প্রসঙ্গে বলেন, ‘খাদ্যের অপচয় একটি বৈশ্বিক ট্র্যাজেডি। শুধুমাত্র এই অপচয়ের কারণে প্রতিদিন বিশ্বে লাখ লাখ মানুষ না খেয়ে থাকেন।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘খাদ্যের অপচয় কেবল মানুষের আদর্শগত ব্যর্থতা নয়, বরং পরিবেশের জন্যও হুমকি। অপচয়িত বা ফেলে দেওয়া খাবার থেকে বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গত হয়, যা বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী। আমাদের হাতে থাকা তথ্য বলছে, , ফেলে দেওয়া খাবার থেকে প্রতিদিন যে পরিমাণ গ্রিন হাউস গ্যাস নির্গত হয়, বিশ্বে প্রতিদিন বিমান চলাচলজনিত কারণে নির্গত হওয়া গ্রিনহাউস গ্যাসের তুলনায় তা পাঁচগুণ বেশি।

প্রতিবেদনটির তথ্য সংগ্রহ ও তা বিশ্লেষণের কাজে জাতিসংঘকে সহযোগিতা করেছে র‌্যাপ নামের একটি অলাভজনক গবেষণা সংস্থা। ইউএনইপির কর্মকর্তা ক্লেমেন্টেন ও’কনর এএফপিকে বলেন,‘আমরা এখানে শুধু বাড়িঘরগুলোর তথ্য দিয়েছি। এই তথ্য সংগ্রহ করা হয়েছে জরিপের ভিত্তিতে। এছাড়া রেস্তোরাঁয় খাদ্য অপচয়ের তথ্য এখানে দেওয়া হয়নি। তাই আমাদের বিশ্বাস, বাড়িঘর ও রেস্তোরাঁয় অপচয় হওয়া খাদ্যের প্রকৃত আরও অনেক, অনেক বেশি।

এখন পর্যন্ত বিশ্বে খাবারের অপচয় নিয়ে জাতিসংঘের সংকলিত দ্বিতীয় প্রতিবেদন এটি। প্রতিবেদনটি তৈরিতে জাতিসংঘকে সহযোগিতা করেছে অলাভজনক সংস্থা ডব্লিউআরএপি। সূত্র: সিএনএন