img

১০ম বারের মতো গিনেস বুকে নাম লেখালেন ফয়সাল

প্রকাশিত :  ১৩:০৬, ০১ নভেম্বর ২০২১

১০ম বারের মতো গিনেস বুকে নাম লেখালেন ফয়সাল

জনমত ডেস্ক: মাগুরার সন্তান মাহমুদুল হাসান ফয়সাল (২১) ১০ম বারের মতো গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়ে কৃতিত্ব দেখিয়েছে। এবার সে হাতের উপর ফুটবল রেখে ৩০ সেকেন্ডে ৭৭ বার ঘুরিয়ে ৯ম এবং কপালের চারপাশে ৩০ সেকেন্ডে ৪৬ বার ঘুরিয়ে ১০ম রেকর্ড করেছে।  ফলে সে এই  কৃতিত্ব অর্জন করেছেন।
সোমবার (১ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান ফয়সাল। ৩১ অক্টোবর ২০২১ রবিবার রাতে গিনেস বুক অব রেকর্ড কর্তৃপক্ষ তাকে এ সুখবর জানিয়েছে বলে জানান তিনি। ফয়সাল আরও জানান, সে এই দুটি ইভেন্টের ভিডিও ধারণ করে গিনেস কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিল।
জানা গেছে, মাগুরা সদর উপজেলার হাজীপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য সোহেল রানার পুত্র মাহমুদুল হাসান ফয়সাল। দুই ভাই বোনের মধ্যে ফয়সাল ছোট। সে মাগুরা পলিটেকনিকের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী। এর আগে সে আরও ৮টি রেকর্ড গড়েছিল। তার রেকর্ডের সংখ্যা ১০টি হলো।
মাহমুদুল হাসান ফয়সাল বলেন, ‘এই নিয়ে মোট ১০টি রেকর্ড গড়েছি। ভবিষ্যতে আরও রেকর্ড গড়বো বলে আশা রাখি। সকলের দোয়া চাই।’

img

বিশ্বকাপে খেলতে পারবো কিনা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না: তাসকিন

প্রকাশিত :  ১২:২০, ১২ মে ২০২৪

আজ সকালেই জানা গিয়েছিল পাঁজরের চোটে পড়েছেন তাসকিন আহমেদ। যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলেননি টাইগার এই পেসার। বিশ্বকাপের আগমুহূর্তে এমন খবরে যেন শঙ্কার কালো মেঘ দেখা দিয়েছে। তারকা এই পেসারের চোট কতটা গুরুতর এই প্রশ্ন এখন সবার। 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তাসকিনের ইনজুরি প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘তাসকিন শেষ ম্যাচে (চতুর্থ ম্যাচে) বোলিং করতে গিয়ে পাঁজরে কিছুটা ব্যথা অনুভব করে। সেই ব্যথা আজ সকালেও ছিল যে কারণে ম্যাচ খেলানো হয়নি। সে পর্যবেক্ষণে রয়েছে।’  

এই পেসারের চোট কতটা গুরুতর তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তার স্ক্যান রিপোর্ট এখনও হাতে আসেনি। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

আজ (রোববার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাসকিন। বিশ্বকাপ খেলতে পারবেন কিনা এমন প্রশ্নে টাইগার এই পেসার বলেন, ‘এখনই কোনো কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’