img

ব্রিটেনে বাড়ছে কাউন্সিল ট্যাক্স

প্রকাশিত :  ০৫:২৩, ০৪ নভেম্বর ২০২১
সর্বশেষ আপডেট: ০৫:৪০, ০৪ নভেম্বর ২০২১

ব্রিটেনে বাড়ছে কাউন্সিল ট্যাক্স

অনুপম সাহা, লন্ডনঃ ইংল্যান্ডের প্রায় অর্ধেক ডিস্ট্রিক্টের পরিবারকে আগামী এপ্রিল থেকে কাউন্সিল ট্যাক্স বাবদ ২ হাজার পাউন্ড দেওয়া লাগবে। বর্তমানে এক তৃতীয়াংশ জেলায় এই ট্যাক্স কার্যকর আছে। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এর ফলে ব্রিটেনের আর্থিক সংকটে থাকা পরিবারগুলো সমস্যায় পরবে। 

গত সপ্তাহে চ্যান্সেলর রিশি সুনাক তার বাজেট ঘোষনায় বলেন, আগামী বছর থেকে সোশ্যাল কেয়ারে অর্থায়ন করতে টাউনহল গুলো তাদের বিল বাড়াতে পারবে। আর এই বৃদ্ধির হার হবে প্রায় ৩ শতাংশ। এ বছরে বাড়ির মালিকদের সংখ্যার ওপর ভিত্তি করে যুক্তরাজ্যের বিভিন্ন কাউন্সিল ট্যাক্স আদায় করেছে ১৮৯৮ পাউন্ড। তবে ৩০৯ টি কাউন্সিল ট্যাক্স ডিস্ট্রিক্টের মধ্যে ১০৪ টি বা এক তৃতীয়াংশ জেলায় ইতিমধ্যে ২ হাজার পাউন্ড ট্যাক্স বিল চালু আছে। তবে আগামী বছর থেকে ২ হাজার পাউন্ড ট্যাক্স দেওয়া কাউন্সিল ট্যাক্স দেওয়া জেলার সংখ্যা দাঁড়াবে ৩০৯ টির মধ্যে ১৫৪ টিতে।

ব্রিটেনের ট্যাক্সপেয়ার্স এলায়েন্সের ব্যবস্থাপক হ্যারি ফোন জানান, গত বিশ বছরে কাউন্সিল ট্যাক্স বাড়তে বাড়তে আকাশচুম্বী হয়েছে। আর এতে করদাতারা খুবই বিরক্ত।

তবে স্থানীয় কর্তৃপক্ষগুলো বলছে, বিল বাড়ানো ছাড়া তাদের কোনো বিকল্প নেই। এই কাউন্সিল ট্যাক্সের টাকা জেলা এবং ইউনিটারি কাউন্সিল থেকে শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস সহ বিভিন্ন কর্তৃপক্ষকে দিতে হয়। তবে অনেকে বলছেন প্রতি বছর কাউন্সিল গুলোতে যে পরিমাণ অর্থ অপচয় হয়, সেটা দিয়েই এসব বিল মেটানো সম্ভব।

এদিকে ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, কাউন্সিলগুলো তাদের প্রয়োজন মতো ২ শতাংশ পর্যন্ত ট্যাক্স গণভোট ছাড়াই বাড়াতে পারবে।

যুক্তরাজ্য সরকারের অর্থনৈতিক পূর্বাভাসকারী প্রতিষ্ঠান দ্য অফিস ফর বাজেট রেসপনসিবিলিটি সতর্ক করে বলেছে, ২০২৬ সালের মধ্যে ব্রিটেনের গৃহ মালিকদের ৪৩৫ পাউন্ড অতিরিক্ত ট্যাক্স দেওয়া লাগতে পারে।

img

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫

প্রকাশিত :  ০৩:৩১, ২৫ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ০৭:০৬, ২৫ এপ্রিল ২০২৪

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টাকালে ফরাসি উপকূল থেকে শিশুসহ অন্তত পাঁচ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। 

গত সোমবার (২২ এপ্রিল) রাতে নৌকাডুবির ঘটনাটি ঘটেছে ধারণা করা হচ্ছে।

পুলিশের সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

তবে ওই সময়ে ঠিক কয়টি নৌকা যাত্রা করেছিল তা এখনো নিশ্চিত নয়।

দুর্ঘটনাকবলিত নৌকাটি উত্তর ফ্রান্সের ভিমুরু সৈকত থেকে যুক্তরাজ্যের দিকে যাত্রা করার কিছুক্ষণ পরেই ডুবে যায়। এ দুর্ঘটনার মধ্য দিয়ে ২০২৪ সালে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে নিহত অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা বেড়ে ১৫তে দাঁড়িয়েছে।

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার ভোর ৫টায় ১১০ জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে একটি ছোট নৌকা ভিমুরু উপকূল থেকে যাত্রা করেছিল। যাত্রার পর প্রথমে নৌকাটি একটি বালির তীরে আটকা পড়ে। পরে আবার যাত্রা করে সেটি। নৌকাটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল বলে জানা গেছে।

নৌকাডুবির পর ভিমুরু সৈকতে কান্নারত একটি কন্যাশিশুকে দেখতে পান ফরাসি উদ্ধারকর্মীরা। জীবিত উদ্ধার হওয়া লোকদের মধ্যে চার বয়সী ওই শিশুটির বাবাও ছিলেন। তবে শেষ পর্যন্ত শিশুটি মারা যায় বলে জানিয়েছেন ভিমুরুর মেয়র জঁ লুক দুবায়েল।

স্থানীয় পা দ্যো কালে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পরেও নৌকাটিতে থাকা ৫৭ জন অভিবাসনপ্রত্যাশী যুক্তরাজ্যের দিকে তাদের যাত্রা অব্যাহত রাখেন। তারা ফরাসি কর্তৃপক্ষের উদ্ধার অভিযান প্রত্যাখ্যান করেছেন।

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে ২৯ হাজার ৪৩৭ জন অভিবাসনপ্রত্যাশী ছোট নৌকায় চড়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন। ২০২২ সালে এ সংখ্যাটি ছিল রেকর্ড ৪৫ হাজার ৭৭৪ জন।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস, এএফপি