img

টাওয়ার হ্যামলেটস পুলিশের সাথে কমিউনিটির মিটিং ৯ নভেম্বর

প্রকাশিত :  ১০:০০, ০৭ নভেম্বর ২০২১

টাওয়ার হ্যামলেটস পুলিশের সাথে কমিউনিটির মিটিং ৯ নভেম্বর

টাওয়ার হ্যামলেটস বরা পুলিশ কমান্ডার, মার্কাস বার্নেটে আগামী  নভেম্বর মঙ্গলবার স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ পুলিশিং ইস্যূগুলো সম্পর্কে বিশদ তথ্য তুলে ধরার পাশাপাশি বাসিন্দাদের প্রশ্নের উত্তর দেবেন।।
ঐদিন সন্ধ্যা ৬টা থেকে .৩০টা পর্যন্ত এই ইভেন্ট অনুষ্ঠিত হবে হোয়াইটচ্যাপল আইডিয়া স্টোরে। এই ইভেন্টে বরো কমান্ডার এবং প্যানেলের সাথে সরাসরি প্রশ্ন-উত্তর সেশনে শেষে থাকবে ৩০ মিনিটের একটি বিশেষ উপস্থাপনা।
ভার্চুয়্যালি অথবা ব্যক্তিগতভাবে এতে যোগ দেয়া হবে। আমাদের এই বরোতে কমিউনিটির সার্বিক নিরাপত্তা নিয়ে যারা উদ্বিগ্ন, তাদেরকে যে কোন প্রশ্ন নিয়ে  অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হচ্ছে।

কমিউনিটি এর আরও খবর

img

এপ্রিলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে ১০.২২ শতাংশ

প্রকাশিত :  ১২:৫১, ১৩ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১২:৫৯, ১৩ মে ২০২৪

মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার সব চেষ্টার মধ্যেও গত এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৩৫ বেসিস পয়েন্ট বেড়ে এপ্রিলে দাঁড়িয়েছে ১০ দশমিক ২২ শতাংশে। এর আগের মাসে অর্থাৎ, মার্চে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি গত মার্চের তুলনায় এপ্রিলে সাত বেসিস পয়েন্ট কমে নয় দশমিক ৭৪ শতাংশ দাঁড়িয়েছে।

আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। হালনাগাদের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে, গত এপ্রিলে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৩০ বেসিস পয়েন্ট কমে নয় দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। মার্চে এটি ছিল নয় দশমিক ৬৪ শতাংশ।

এপ্রিল মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমেছে; গত মাসে এই হার ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ।

মার্চ মাসে যা ছিল ৯ দশমিক ৬৪ শতাংশ। এ দিকে গত এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৭৪ শতাংশ হয়েছে; আগের মাসে এই হার ছিল ৯ দশমিক ৮১ শতাংশ।

উচ্চ মূল্যস্ফীতি এখন অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকেরা বলেন, মূল্যস্ফীতি এক ধরনের কর, যা ধনী-গরিব-নির্বিশেষে সবার চাপ বাড়ায়। আয় বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতি বেশি বেড়ে গেলে গরিব ও মধ্যবিত্তের সংসার চালাতে ভোগান্তি বাড়ে। এমনিতেই জিনিসপত্রের দাম বেশ চড়া। তার সঙ্গে চিকিৎসা, পরিবহনসহ খাদ্যবহির্ভূত খাতেও খরচ বেড়েছে। সব মিলিয়ে মূল্যস্ফীতির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে মানুষ


কমিউনিটি এর আরও খবর