img

এসকে সিনহার সাজা বিচার বিভাগের জন্য সুখকর নয়: আইনমন্ত্রী

প্রকাশিত :  ০৯:২৩, ০৯ নভেম্বর ২০২১

 এসকে সিনহার সাজা বিচার বিভাগের জন্য সুখকর নয়: আইনমন্ত্রী

জনমত ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক এসকে সিনহার রায়ের পর প্রতিক্রিয়ায় সচিবালয়ে মঙ্গলবার (৯ নভেম্বর) সাংবাদিকদের বলেন, এসকে সিনহার সাজা বিচার বিভাগের জন্য সুখকর নয়।
আইনমন্ত্রী বলেন, অন্যায় করলে বিচার হবে। এ রায়ে এটাই প্রমাণিত হয়েছে যে, কেউই আইনের ঊর্ধ্বে নয়। রাষ্ট্রের উচ্চপদে থাকলে তাকে কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। দৃষ্টান্ত স্থাপন হলো যে, সবারই স্বচ্ছতা ও জবাবদিহিতা পালন করা উচিত। বাংলানিউজ২৪
মন্ত্রী বলেন, তিনি বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আইনজীবী হিসেবে আমিও বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত তাই এটা আমার জন্য সুখকর নয়।


img

সাজেকের পাহাড়ি খাদে ট্রাক, নিহত বেড়ে ৯

প্রকাশিত :  ১৯:৫৫, ২৪ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ১৯:৫৬, ২৪ এপ্রিল ২০২৪

রাঙ্গামাটির সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্প ট্রাক খাদে পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। গুরুতর আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৮ জন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। এর আগে ঘটনাস্থলেই নিহত হন ছয়জন। 
বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার সার্কেল অফিসার ও রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সীমান্ত সড়কের কাজ শেষে ডাম্প ট্রাকে করে ফিরছিলেন শ্রমিকেরা। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন ও পরে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়েছে।’
আবদুল আওয়াল আরও বলেন, ‘কারও নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে তারা সবাই গাজীপুর থেকে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।’
বুধবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই শ্রমিকেরা কাজ শেষে ট্রাকে করে উপজেলা সদরে ফিরছিলেন।
এর আগে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিলেন, ‘আমরা ছয়জন নিহতের খবর পেয়েছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।’