img

এবার জেএসসি-জেডিসি পরীক্ষাও হবে না

প্রকাশিত :  ১৩:০২, ০৯ নভেম্বর ২০২১

এবার জেএসসি-জেডিসি পরীক্ষাও হবে না

জনমত ডেস্ক: নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অবশেষে চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও হবে না।  ফলে এই শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উত্তীর্ণ হবে।
মঙ্গলবার এমন নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। এতে স্বাক্ষর করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।
নির্দেশনায় বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি এবং শ্রেণিকক্ষে শিক্ষা-শেখানো কার্যক্রম বিবেচনায় ২০২১ সালের জেএসসি পরীক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত হয়েছে। এ অবস্থায় স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানকে বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণ করতে হবে।
২০২১ সালের জেএসসি পরীক্ষার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে প্রস্তুতকৃত ফলাফলের ভিত্তিতে বোর্ড থেকে উত্তীর্ণ সনদ দেওয়া হবে। এ জন্য আগামী ৬ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে জেএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ করতে নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।
এর আগে করোনা সংক্রমণ ও শিক্ষার্থীদের ক্লাস না হওয়ার কারণে চলতি বছর (২০২১) প্রাথমিক স্তরের পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা এবং অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. আমিরুল ইসলাম বলেন, এ বিষয়ে মন্ত্রী আগেই বলেছিলেন যে জেএসসি পরীক্ষা হবে না। ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা চলবে ২৩ তারিখ পর্যন্ত। আবার ডিসেম্বরের শুরুতে হবে এইচএসসি ও সমমান পরীক্ষা। জেএসসি পরীক্ষা নেওয়ার মত সময়ও কিন্তু আমাদের হাতে নেই। সর্বশেষ মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা এসেছে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান এসব শিক্ষার্থীদের স্কুলে পরীক্ষা ও যেসব অ্যাসেসমেন্ট দেওয়া ছিল তার ভিত্তিতেই অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।
জেএসসি পরীক্ষার্থীদের সার্টিফিকেট প্রসঙ্গে তিনি আরও বলেন, এবার কোনো গ্রেডিংয়ের ব্যাপার থাকছে না। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের ফল আমাদের কাছে পাঠানো হবে। এর ভিত্তিতেই আমরা পাসের সনদ বিতরণ করবো।


img

একসঙ্গে জন্ম, একসঙ্গে পরীক্ষা, একই নম্বর পেয়ে জিপিএ-৫

প্রকাশিত :  ১২:১১, ১৪ মে ২০২৪

টাঙ্গাইলে একসঙ্গে এসএসসি পরীক্ষা দেওয়া জমজ বোন অর্পিতা সাহা অর্পা ও অর্মিতা সাহা অর্না জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। অর্পিতা ও অর্না একই নম্বর পেয়েছে। তারা প্রত্যেকে ১১২৩ নম্বর করে পেয়েছে। দুই মেয়ের এমন সাফল্যে খুশি তাদের মা সুষ্মিতা ঘোষ ও বাবা অনুপ কুমার সাহা।

টাঙ্গাইলের ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তারা। একসঙ্গেই বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয়।

এমন সাফল্যে খুশি তাদের মা সুস্মিতা ঘোষ ও বাবা অনুপ কুমার সাহা। বাবা অনুপ কুমার সাহা টাঙ্গাইল ওয়ালটন প্লাজায় সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা গেছে যমজ বোনের প্রত্যেকে ১১২৩ নম্বর পেয়ে জিপিএ-৫ পেয়েছে।

অর্পিতা ও অর্না জানায়, আমরা যমজ বোন। একই স্কুলে পড়েছি একইসঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি; তাও জিপিএ-৫ পেয়ে। খুবই খুশি লাগছে আমাদের। বাবা-মা সবসময় আমাদের ভালো রেজাল্ট করার জন্য অনুপ্রেরণা দিতেন। ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা প্রশাসন ক্যাডার হওয়ার ইচ্ছা আছে।

বাবা অনুপ কুমার সাহা বলেন, আমার যমজ মেয়েরা খুবই মেধাবী। তাদের এই ফলাফলে খুশি আমার পরিবার। দুটি মেয়ে সামনের দিকে আরও ভালো ফলাফল করবে সেই প্রত্যাশা করি।