img

নিউইয়র্কের মুক্তধারা’র কর্ণধার বিশ্বজিৎ সাহার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

প্রকাশিত :  ১০:২৫, ১৪ নভেম্বর ২০২১
সর্বশেষ আপডেট: ১০:৫৮, ১৪ নভেম্বর ২০২১

নিউইয়র্কের মুক্তধারা’র কর্ণধার বিশ্বজিৎ সাহার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

জনমত ডেস্ক: নিউইয়র্কের মুক্তধারার কর্ণধার বিশ্বজিৎ সাহার বিরুদ্ধে সুপ্রীম কোর্ট অব দ্যা ষ্টেট অব নিউইয়র্ক কাউন্টি অব কুইন্স কোর্টে প্রতারণার মামলা হয়েছে। বাদীর নাম ফারহানা আক্তার। গত ১৭ অক্টোবর এই মামলার অভিযোগ করা হয় বলে জানা গেছে। মামলার ইডেক্স নং ৭২৪৩২৭/২০২১, রিসিভডএনওয়াইএসসিইএফ: ১১/০১/২০২১। মামলায় বিশ্বজিৎ সাহা, মুক্তধারা ইনক, মুক্তধারা নিউইয়র্ক ইনক, মুক্তধারা ফাউন্ডেশন ইনক এবং জনৈকা ইশমত আরা জাহান-কে বিবাদী করা হয়েছে। খবর ইউএনএ’র।
বাদী তার মামলায় উল্লেখ করেন যে তার দুই বন্ধু/পরিবারের সদস্য ভিজিট ভিসায় আমেরিকা আসার চেষ্টা করে বারবার ব্যর্থ হলে পরিচিতজনদের পরামর্শে বাদী নিউইয়র্ক মুক্তধারার কর্ণধার বিশ্বজিৎ সাহা ও ইসমত আরা জাহানের সাথে যোগাযোগ করেন। মুক্তধারার জ্যাকসন হাইটস অফিসে যোগাযোগ করার পর প্রথমে লোকজনদেরকে ভিসা করিয়ে দেয়ার কথা অস্বীকার করলেও কথাবার্তার এক পর্যায়ে তারা তাকে সহায়তা করার আশ্বাস দেন এবং দেশ ও প্রবাসের বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতায় সহজেই ভিসা পাওয়ার আশ্বাস দেন বলে অভিযোগ উঠেছে। আর এজন্য মাথাপিছু ৫০ হাজার ডলার ফি ধার্য করা হয়। এসময় মাথাপিছু ফি ৫০ হাজার শুনে বাদী প্রচন্ড অবাক হল এবং পরবর্তীতে দুইজনের জন্য ৮০ হাজার ডলারে চুক্তি হয়। ষাট হাজার ডলার অগ্রিম আর ভিসা পাওয়ার পর পাসপোর্ট নেয়ার আগে বাকী অর্থ দেওয়া হবে এবং চুক্তির অর্থ শুধুমাত্র ক্যাশ দিতে হবে বলেও উল্লেখ করা হয়।
সম্পর্কিত পোস্ট
চুক্তি অনুযায়ী বাদী একজন সাক্ষীর উপস্থিতিতে ষাট হাজার ডলার প্রদান করা হয়। কিন্তু ভিসা হচ্ছিলো না; বিশ্বজিৎ সাহা বা ইসমত আরা জাহানও কোন প্রকার যোগাযোগ করছিলেন না। অত্যন্ত কৌতূহলী হয়ে বাদী একদিন কল করলে বিশ্বজিৎ সাহা বলেন, ‘আর একবার ফোন করলে সব চুক্তি শেষ।’ বলেই ফোন কেটে দিয়েছিলেন। পরে বাদীকে জানানো হয়েছিল যে প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নিউইয়র্ক আসছেন। প্রধানমন্ত্রী’র ডেলিগেট হিসেবেই বাদী’র বন্ধু/পরিবারের সদস্যরা চলে আসবে। কিন্তু বন্ধু/পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সাথে না আসায় বাদী বিশ্বজিৎ সাহা ও ইসমত আরা জাহানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। তবে প্রধানমন্ত্রী নিউইয়র্কে থাকাকালীন সময়েই বাদীকে ব্লক নম্বর থেকে হুমকি দেয়া হয়। ফলে বাদী নিরূপায় হয়ে কোর্টের স্মরণাপন্ন হয়েছেন।
এব্যাপারে গত ৭ নভেম্বর, রোববার বিশ্বজিৎ সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই মামলার ব্যাপারে আমি বিস্তারিত জানিনা। আর মামলার বাদীকেও আমি চিনতে পারছি না। তার কোন ঠিকানাও নেই। ‘কেউ কি কাউকে ক্যাশ যাট হাজার ডলার দেয় বা এতো অর্থ হাতে রাখেন’- এমন প্রশ্ন করে তিনি বলেন, আমি মামলা আর বাদীর ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করছি। তবে আনগতভাবেই বিষয়টি মোকাবেলা করা হবে।
বিশ্বজিৎ সাহা আরো বলেন, বাদী আদৌ আমাকে ফোন করেছে কিনা? কবে করেছে এবং আমার সাথে সরাসরি দেখা করেছে কিনা? তা যাচাই-বাছাই করতে আমি ইতিমধ্যে আমার মোবাইল ফোনের কল লিষ্ট সংগ্রহ করছি। সেই সাথে মুক্তধারা’র সিসি ক্যামেরার ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

কমিউনিটি এর আরও খবর

img

যুক্তরাজ্যে বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস (বাফা)র কার্যক্রম শুরু

প্রকাশিত :  ১৮:৫৫, ২৫ এপ্রিল ২০২৪

নিলুফা ইয়াসমীন হাসান, লন্ডন : বাংলাদেশের সংস্কৃতি মন্ডলে এক সুপরিচিত ঐতিহ্যবাহী জনপ্রিয় প্রতিষ্ঠান বুলবুল ললিতকলা একাডেমি অফ ফাইন আর্টস সংক্ষেপে বাফা। যুক্তরাজ্যেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাফা’র কার্যক্রম। বিগত সত্তর বছর ধরে বাফা থেকে সঙ্গীত, নৃত্য, চিত্রশিল্প এবং অন্যান্য শিল্পকলায় সমৃদ্ধ হয়েছে অগণিত ছাত্র ছাত্রী। তাঁদের অনেকেই দেশে এবং বিদেশে বাংলা সংস্কৃতিকে সগৌরবে বহন করে চলেছেন।

যুক্তরাজ্যে বসবাসরত বাফা’র ধানমন্ডি শাখার প্রথম স্থান অধিকারী প্রাক্তন ছাত্রী এবং নৃত্যে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট নৃত্য শিল্পী ও অভিনয় শিল্পী রুবাইয়াৎ শারমীন ঝরার আন্তরিক প্রচেষ্টায় এবং বাফা’র প্রাক্তন কৃতি ছাত্রী কাজী ফারহানাসহ অন্যান্য শুভাকাঙ্ক্ষীদের অনুপ্রেরণায় যুক্তরাজ্যে বাফা’র কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।  

বাংলা নববর্ষের প্রথম দিন গত পহেলা বৈশাখ (১৪ই এপ্রিল) এই বিশেষ দিনে বাফা’র যুক্তরাজ্য শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা রুবাইয়াৎ শারমীন ঝরার সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। তিনি বলেন, সবসময়েই তাঁর স্বপ্ন  ছিল বাফা\'র মতো কোন একটি প্রতিষ্ঠানের সাথে কাজ করার, কিন্তু সময় এবং সুযোগের কারনে সেটি এতোদিন হয়ে উঠেনি। আজ তাঁর স্বপ্ন পূরণ হয়েছে। এখন প্রয়োজন সবার সহযোগিতা। 

বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস (বাফা’)র ভাইস প্রিন্সিপাল কাজল মূখার্জী অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থেকে যুক্তরাজ্যে বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস (বাফা) এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। তাঁর উপস্থিতি উদ্ভোধনী অনুষ্ঠানকে প্রাঞ্জল করে তুলে।  বুলবুল একাডেমি  অফ ফাইন আর্টস (বাফা\')র সভাপতি হাসানুর রহমান বাচ্চু তাঁর ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা বার্তা প্রদান করেন। যেখানে তিনি রুবাইয়াৎ শারমীন ঝরাকে লন্ডনে বাফার কার্যক্রম শুরু করায় বাহবা জানান এবং শুদ্ধ সংস্কৃতি চর্চার জন্যে তার সাথে জড়িত সবাইকে আহ্বান করেন।


রুবাইয়াৎ শারমীন ঝরা বলেন, যে প্রতিষ্ঠানে আজ থেকে ৪০ বছর আগে তাঁর মা’র হাত ধরে তিনি শিক্ষার্থী হিসেবে প্রবেশ করেছিলেন সে প্রতিষ্ঠানের যুক্তরাজ্য শাখার প্রিন্সিপাল হতে পেরে তিনি অত্যন্ত আপ্লুত। 

লন্ডনে বাফার শাখা প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস (বাফা)র সভাপতি শ্রদ্ধেয় হাসানুর রহমান বাচ্চু’র প্রতি কৃতজ্ঞতা এবং ভাইস প্রিন্সিপাল কাজল মূখার্জীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন যুক্তরাজ্য শাখার প্রিন্সিপাল রুবাইয়াৎ শারমীন ঝরা। পাশাপাশি বাংলাদেশ এবং যুক্তরাজ্য বাফা’র ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে লন্ডনে বাফা\'র কার্যক্রম ভালভাবে চালাতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। রুবাইয়াৎ শারমীন ঝরা আরো বলেন, যুক্তরাজ্য বাফা বাংলাদেশ এর বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস (বাফা)র একই সিলেবাস চর্চা করবে এবং সেশন শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছর এবং বাফা’র নতুন শাখাকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে বাফা’র সঙ্গীত বিভাগের প্রাক্তন ছাত্রী মেহবুবা সুলতানা লিথির নেতৃত্বে সমবেত কন্ঠে \'এসো হে বৈশাখ\' গান দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। সমবেত সঙ্গীতের পাশাপাশি বাচিক শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন। যাতে কণ্ঠ দেন  ট্রিও আর্টস এর সদস্য শায়লা শারমীন এবং বাফা’র অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীরা। নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করেন নৃত্য ও সঙ্গীত বিভাগের প্রাক্তন শিক্ষার্থী কাজী ফারহানা আক্তার এবং মেহবুবা সুলতানা লিথি। তারপর ছোট্ট দুই খুদে শিল্পী সাফা এবং আযান এর নৃত্যের মুদ্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাফা যুক্তরাজ্য শাখার নৃত্য বিভাগের কার্যক্রম শুরু হয়। বাফা’র নৃত্য বিভাগের প্রাক্তন ছাত্রী ও অভিনেত্রী রোকসানা হাসি সোনিয়াও নৃত্য পরিবেশন করেন। 

অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিল বিশেষ অতিথি কাজল মূখার্জীর অসাধারণ গান যা দর্শকদের মুগ্ধ করে। আগত অতিথিদের আন্তরিক অংশগ্রহণ অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেভেন কিংসের কাউন্সিলার পুষ্পিতা গুপ্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিসা গাজী এবং বাফার প্রাক্তন সদস্য মতিঝিল ও ধানমণ্ডি শাখার বাদল রহমান। এছাড়াও সাংবাদিক বাতিরুল হক, রুমি হক, অতিশ, মেসবাহ শহীদ, আ্যাকাউনটেন্ট শাহনুর হোসেন, ইফতেখার চৌধুরী এবং দিগ্বিজয় শুভ প্রমুখ। আগত উপস্থিত সকলেই যুক্তরাজ্য বাফা’র সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন এবং একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন। 

বুলবুল একাডেমী অফ ফাইন আর্টস (বাফা) যুক্তরাজ্য শাখার কার্যক্রম অতি শীঘ্রই শুরু করা হবে। নাচ শিখতে উৎসাহিরা বাফা’র ইমেইলে আরও ব্যাপক তথ্যের জন্যে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ইমেইল এড্রেসেঃ [email protected]

কমিউনিটি এর আরও খবর