গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

প্রকাশিত :  ০৯:২১, ২১ নভেম্বর ২০২১

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

জনমত ডেস্ক : অনলাইন (৩৬ মিনিট আগে) নভেম্বর ২১, ২০২১, রোববার, ২:৪৫ অপরাহ্ন | সর্বশেষ আপডেট: ২:৪৫ অপরাহ্ন
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুজন নারী শ্রমিক নিহত হয়েছেন। রোববার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী-ভৈরব রেল সড়কের আড়িখোলা রেল স্টেশনের আউটার সিগনালের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালীগঞ্জ পৌরসভার ভাদগাতী গ্রামের কবিরের স্ত্রী জেসমিন (৪২) ও বড়নগর গ্রামের কামরুলের স্ত্রী শাহীনুর (২৫)। তারা দুজনই হামীম গ্রুপের শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, সকালে ওই দুই নারী শ্রমিক কারখানায় কাজে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস এবং বিপরীত দিক থেকে আসা সুরমা মেইল ট্রেন খঞ্জনা এলাকায় পৌঁছায়। এসময় তারা দুজন খঞ্জনা এলাকায় রেলওয়ের সিগনালের খুঁটির পাশে ছিলেন। দুই দিক থেকে ট্রেন আসতে দেখে তারা ছুটোছুটি করতে গিয়ে সুরমা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
কালীগঞ্জের আড়িখোলা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাইদুল ইসলাম জানান, সকালে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ও ঢাকাগামী সুরমা মেইল ট্রেন আড়িখোলা স্টেশন এলাকা অতিক্রম করেছে। ধারণা করা হচ্ছে, ওই সময়ে ট্রেনে কাটা পড়েই দুই নারীর মৃত্যু হয়েছে।।

চট্টগ্রামে ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪

প্রকাশিত :  ১০:৩০, ২৮ মার্চ ২০২৪
সর্বশেষ আপডেট: ১০:৩৪, ২৮ মার্চ ২০২৪

চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকায় কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে নোঙ্গররত ফিশিং বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। নিয়ন্ত্রণে কাজ করছে কোস্ট গার্ড জাহাজ প্রমত্ত।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধ চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- জামাল উদ্দিন (৫৫), মাহমুদুল করিম (৪৫), মফিজুর রহমান (৪৫) ও এমরাম (২৮)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, পতেঙ্গা এলাকায় ফিশিং বোটে বিস্ফোরণে দগ্ধ ৪ জনকে হাসপাতালে আনা হয়েছে।