img

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে পর্দা উঠছে ৩৫তম ফোবানার

প্রকাশিত :  ০৯:১২, ২৬ নভেম্বর ২০২১

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে পর্দা উঠছে ৩৫তম ফোবানার

জনমত ডেস্ক : ৩৫তম ফোবানা সম্মেলনে যোগ দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন [ছবি: ইত্তেফাক]৩৫তম ফোবানা সম্মেলনে যোগ দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন [ছবি: ইত্তেফাক]
যুক্তরাষ্ট্রের রাজধানীর ওয়াশিংটন ডিসির অদূরে ম্যারিল্যান্ড রাজ্যের নয়নাভিরাম গেলর্ড ন্যাশনাল রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে স্থানীয় সময় শুক্রবার পর্দা উঠতে যাচ্ছে ৩৫তম ফোবানা সম্মেলনের। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার মন্ত্রী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন।
তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন চলবে ২৮ নভেম্বর রবিবার পর্যন্ত। বাংলাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, শফি মণ্ডল, লায়লা, রবি চৌধুরী, লুইপা, পারভেজ সাজ্জাদসহ বাংলাদেশের খ্যাতনামা শিল্পীরা সম্মেলনে বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন। ইতোমধ্যে এসব শিল্পী ওয়াশিংটন ডিসিতে এসে পৌঁছেছেন।
ফোবানা সম্মেলনের আয়োজক আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি (এবিএফএস)। এর আহ্বায়ক জিআই রাসেল এবং সদস্য সচিব শিব্বীর আহমেদ।
৩৫তম ফোবানার সদস্য সচিব শিব্বীর আহমেদ ইত্তেফাককে জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সম্মেলনের মুলমঞ্চ পটোম্যাক বলরুম ‘এ’ ও ‘বি’ তে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে। সম্মেলনে থাকবে অতিথি সম্মাননা, স্পন্সর সম্মাননা, বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা, সেমিনার, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন, মুভি ম্যারাথন, ফ্যাশন শো, সায়েন্স অ্যান্ড টেক ফেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি, বিশ্ববিদ্যালয় মিলনমেলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, পুঁথি ও ছড়া পাঠের আসর, সাহিত্য আড্ডা, ফোবানা ম্যাগাজিন, ফোবানা নিউজ বুলেটিনসহ নানামুখী আয়োজন।
ফোবানা নির্বাহী কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ইত্তেফাককে জানান, বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে দিন দিনব্যাপী এই সম্মেলনে। এবারের ৩৫তম সম্মেলন সফল করতে আয়োজক কমিটিকে নির্বাহী কমিটি সর্বাত্মক সহযোগিতা করছে।

কমিউনিটি এর আরও খবর

img

এপ্রিলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে ১০.২২ শতাংশ

প্রকাশিত :  ১২:৫১, ১৩ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১২:৫৯, ১৩ মে ২০২৪

মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার সব চেষ্টার মধ্যেও গত এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৩৫ বেসিস পয়েন্ট বেড়ে এপ্রিলে দাঁড়িয়েছে ১০ দশমিক ২২ শতাংশে। এর আগের মাসে অর্থাৎ, মার্চে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি গত মার্চের তুলনায় এপ্রিলে সাত বেসিস পয়েন্ট কমে নয় দশমিক ৭৪ শতাংশ দাঁড়িয়েছে।

আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। হালনাগাদের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে, গত এপ্রিলে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৩০ বেসিস পয়েন্ট কমে নয় দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। মার্চে এটি ছিল নয় দশমিক ৬৪ শতাংশ।

এপ্রিল মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমেছে; গত মাসে এই হার ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ।

মার্চ মাসে যা ছিল ৯ দশমিক ৬৪ শতাংশ। এ দিকে গত এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৭৪ শতাংশ হয়েছে; আগের মাসে এই হার ছিল ৯ দশমিক ৮১ শতাংশ।

উচ্চ মূল্যস্ফীতি এখন অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকেরা বলেন, মূল্যস্ফীতি এক ধরনের কর, যা ধনী-গরিব-নির্বিশেষে সবার চাপ বাড়ায়। আয় বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতি বেশি বেড়ে গেলে গরিব ও মধ্যবিত্তের সংসার চালাতে ভোগান্তি বাড়ে। এমনিতেই জিনিসপত্রের দাম বেশ চড়া। তার সঙ্গে চিকিৎসা, পরিবহনসহ খাদ্যবহির্ভূত খাতেও খরচ বেড়েছে। সব মিলিয়ে মূল্যস্ফীতির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে মানুষ


কমিউনিটি এর আরও খবর