লেখিকা ও গল্পকার নাজরাতুন নাঈম ইসলামের ‘নীড়ের পাখি নীড় বাধি'র প্রকাশনা অনুষ্ঠান

প্রকাশিত :  ০০:১৬, ০২ ডিসেম্বর ২০২১

লেখিকা ও গল্পকার নাজরাতুন নাঈম ইসলামের ‘নীড়ের পাখি নীড় বাধি'র প্রকাশনা অনুষ্ঠান

গত শনিবার বিকালে রেডব্রীজ এর বেটিভিলি গার্ডেনে এক মনোমুগ্ধকর পরিবেশে লেখিকা নাজরাতুন নাঈমের আমন্ত্রণে যোগ দেন লন্ডনের এক ঝাক প্রতিভাবান ও নারী জাগরনের নারী নেত্রী। মুলত আয়োজনটি ছিল নারীদের লেখালেখিতে ও কমিউনিটির বিভিন্ন কর্মকান্ডে উৎসাহিত করার উদ্দেশে।
শুধুমাএ নারীদের অংশগ্রহণ ছিল মুল আয়োজন, কিন্তু এর কিছুটা ব্যতিক্রম ঘটিয়ে অনুষ্ঠানে যোগ দেন মিডিয়া বাক্তিত্ব স্পেকট্রাম বাঙলা রেডিও অনলাইন টিভির পরিচালক মিছবাহ জামাল ও কবি মুহাম্মদ ইকবাল। লাঞ্চ ও কেক কাটার মাধেমে অনুষ্ঠানের সুচনা হয়। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে লেখিকার বাসভবনে ছিলো দিনবাপী আয়োজন।। রেডিও ও টিভি প্রেজেন্টার মিছবাহ জামাল ও আয়োজক লিপি চুন্নুর যৌথ পরিচালনায় অতিথিরা নাজরাতুন নাঈমের লেখালেখির প্রশংসা করেন ও কবিতা আবৃতি করেন কবি মুহাম্মদ ইকবাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হামলেটস্ এর ডেপুটি স্পীকার কাউন্সিলার জেনেথ রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্মৃতি আজাদ, রেডব্রীজ এর কাউন্সিলার মমতাজ খান, জোস্না ইসলাম। জনপ্রিয় কন্ঠশিল্পি রওশন আরা মণি, রাবেয়া জামান জোস্না, নাজমা হোসেন, আছমা আক্তার, কবি শাহারা খান, শামিমা মিতা, আনজুমান আরা আনজু, রেহানা খানম রহমান, মিফাতুল নুর, সেলিনা চৌধুরী শেলী, মহুয়া চৌধুরী, ইভা আহমেদ, সৈয়দা লাভলী, মুনজেরিন রশিদ সনি প্রমুখ।

কমিউনিটি এর আরও খবর

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৩:৩৪, ২৮ মার্চ ২০২৪
সর্বশেষ আপডেট: ১৪:৫৫, ২৮ মার্চ ২০২৪

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ মার্চ বুধবার পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুক আহমেদ সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি শাহ সানোওয়ার হোসেন।


সংগঠনের সিনিয়র সদস্য আব্দুল কাইয়ুমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলর জাহেদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জিএলএ মেম্বার উমেশ দেশাই, নিউহাম বারার চেয়ার কাউন্সিলর রহিমা রহমান, রেডব্রিজ বারার সিভিক মেয়র কাউন্সিলর জোছনা ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজহারুল ইসলাম সিপার, প্রধান উপদেষ্টা আতাউর রহমান, জিএসসির চেয়ার ব্যারিস্টার আতাউর রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেন,  সাবেক মেয়র দরস উল্লাহ, কাউন্সিলর শামস ইসলাম, কাউন্সিলর সাইদা চৌধুরী। সাবেক প্রধান উপদেষ্টা সৈয়দ আবুল কাশেম এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি শাহীন খান, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সিনিয়র সদস্য ড: রোয়াব  উদ্দিন, উপদেষ্টা আব্দুল আশিক চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী। 

এসোসিয়েশনের উপদেষ্টা জুনেদ আহমেদ সুন্দর, উপদেষ্টা নুরুল ইসলাম এমবিই, প্রফেসর শাহনুর আহমদ খান, উপদেষ্টা মাষ্টার আমির উদ্দিন আহমেদ, ফজল উদ্দিন,  সহ সভাপতি আনসার আহমেদ, ফারুক মিয়া জিলু, শিশু মিয়া, বদর উদ্দিন, নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমদ, নোমান আহমদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু ইয়াসিন সুমন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর রুহুল আমিন, আসাদুজ্জামান, তউরিস মিয়া, আনোয়ার কামাল দুলাল, এডভোকেট আল আমিন, সৈয়দ মকবুল, জাকির হোসেন সেলিম, নোয়াব আলী, আবুল মনসুর আহমদ, হেভেন খান, রাজু মিয়া, ফয়জুল হক, আতিকুর রহমান আতি, শাহানুর সহ বিপুল সংখ্যক লোকজন। আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।  তারা সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আগতরা 'সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র পক্ষ থেকে এমন আয়োজনের জন্য সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। এসময় তারা এসোসিয়েশনের উত্তরোত্তর সম্মৃদ্ধি ও প্রসার কামনা করেন। 

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন, এসোসিয়েশনের ধর্ম বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান বিন নুরী।

কমিউনিটি এর আরও খবর