img

জয়-শান্তর প্রশংসায় যা বললেন কিউই পেসার

প্রকাশিত :  ১১:১৫, ০২ জানুয়ারী ২০২২

জয়-শান্তর প্রশংসায় যা বললেন কিউই পেসার

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের মাটিতে একটিতেও বাংলাদেশ দলের জয় নেই। ৯ টেস্টের সবগুলোতেই হার।
তবে এবার ভিন্ন এক বাংলাদেশকে দেখছে ক্রিকেটবিশ্ব। বে ওভালে প্রথম ম্যাচ খেলতে নেমে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে থামিয়ে দিয়েছে বাংলাদেশের পেসাররা।
দ্বিতীয় দিনে ব্যাট হাতে রাজত্ব করেছেন মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত।
কিউই বোলার সাউদি, বোল্ট, জেমিসন ও ওয়াগনারদের আক্রমণকে সামলে নিয়ে দুজনেই তুলে নেন অর্ধশতক।
৬৪ রানে শান্তকে ফেরালেও ৭০ রানে অপরাজিত জয়।
দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তারা।
তাই দিনের খেলা শেষে প্রতিপক্ষের বাহবা পাচ্ছেন জয়-শান্ত।
পেসার নেইল ওয়েগনার জানালেন, এই দুই ব্যাটসম্যান তাদের পরিকল্পনা ভেস্তে দিয়েছে।
সংবাদ সম্মেলনে ওয়াগনার বলেন, ‘আমাদের কন্ডিশনে বাংলাদেশ বরাবরই কঠিন প্রতিপক্ষ। তারা (জয়-শান্ত) খুব ভালো ব্যাটিং করেছে, আমাদের যথেষ্ট সুযোগ দেয়নি। তাদের লক্ষ্য ছিল উইকেটে টিকে থাকা এবং বল ছেড়ে খেলার। ধৈর্যের পরীক্ষায় সফল হয়েছে, কৃতিত্ব দিতেই হয়। তারা খুব ভালো ব্যাটিং করেছে, অনেক ধৈর্য ধরে ব্যাটিং করেছে। যখনই আমরা উইকেটের খোঁজে বল করেছি, চাপে ফেলার চেষ্টা করেছি সেই পরিকল্পনাগুলো তারা ভেস্তে দিয়েছে। উল্টো তারা আমাদের চাপে রেখেছে, আরও বেশি ভালো বল করতে বাধ্য করেছে।’
ওয়াগনার আরও বলেন, ‘আজ দিনটি আমাদের পক্ষে যায়নি। আমরা সবাই আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু শেষ পর্যন্ত সফলতা আসেনি। পুরো কৃতিত্বই দিতে হবে বাংলাদেশ দলকে। তারা খুব ভালো খেলেছে। বাংলাদেশ আমাদের ভালোই ভুগিয়েছে।’

img

মেজাজ হারিয়ে ভক্তকে চড় মারতে গেলেন সাকিব

প্রকাশিত :  ০৯:১৮, ০৬ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ০৯:২১, ০৬ মে ২০২৪

খেলার মাঠে অনন্য সাকিব প্রায়ই খবরের শিরোনাম হয়েছেন বিভিন্ন বিতর্কের কারণে। ভক্তদের সঙ্গে বহুবারই মেজাজ হারানোর ঘটনা ঘটিয়েছেন সাকিব। 

সবশেষ এমন ঘটনা ঘটিয়েছেন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। প্রাইম ব্যাংক আর শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মধ্যেকার ম্যাচের আগেই ভক্তদের সঙ্গে মেজাজ হারালেন। এমনকি চড় মারতেও উদ্যত হয়েছেন সাকিব। 

ম্যাচ শুরুর আগে মাঠের পাশে প্রাইম ব্যাংক কোচ সালাহ উদ্দিন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব। দুজনেই সাকিবের প্রিয় গুরু। এ সময় হঠাৎ সেলফি তুলতে যান এক ভক্ত। প্রথমবার মানা করলেও সাকিবের কথা শোনেননি সেই ভক্ত। 

আরও একবার সেলফি তুলতে উদ্যত হলে মেজাজ হারান সাকিব। এ সময় কিছুটা বাধ্য হয়েই তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন সাকিব। এক পর্যায়ে তার মোবাইল কেড়ে নিয়ে চড় মারতে উদ্যত হন। অবশ্য নিজের ওপর নিয়ন্ত্রণ পুরোটাও হারাননি তিনি। চড় মারতে গিয়েও থেমে যান তারকা অলরাউন্ডার। পরে সেই ভক্তকে অবশ্য মাঠ থেকে বের করে দেয়া হয়। 

এর আগে সকালে স্টেডিয়ামের প্রবেশের সময়ও মেজাজ হারান সাকিব। তখনও এক ভক্ত সেলফি তোলার জন্য ফোন নিয়ে এগিয়ে এলে সাকিব ফোন কেড়ে নিতে উদ্যত হন। শেষ পর্যন্ত সেখানেও অপ্রীতিকর কিছু ঘটেনি শেষ পর্যন্ত। 

পুরো ঘটনায় প্রশ্ন উঠেছে স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে। জাতীয় দলের একাধিক তারকা আছেন ঢাকা প্রিমিয়ার লিগের খেলায়। তাদের ঠিক সামনে ভক্তদের এমন অবাধ বিচরণ নিয়ে যেমন প্রশ্ন আছে। তেমনি সাকিবের মেজাজ হারানোর ঘটনাও জন্ম দিচ্ছে আলোচনার।