প্রকাশিত : ০৯:৫৭, ০৭ জানুয়ারী ২০২২
জনমত ডেস্ক: নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাকসিনের প্রথম ডোজ ছাড়া ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে না। এ জন্য শিক্ষার্থীদের টিকা দিতে এনআইডির বাধ্যবাধকতা তুলে শুধু জন্মসনদের নম্বর দিয়ে সুরক্ষা অ্যাপে তাদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে। তারপরও জটিলতা কাটছে না। ঢাকা পোস্ট
কিন্তু দেখা যায়, অনেক শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ নেই। আবার ২০০১ সালের পর জন্ম নেওয়া নাগরিকদের জন্ম নিবন্ধনে সফটওয়্যারে বাবা-মায়ের জন্ম নিবন্ধন নম্বর দিতে হলেও দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থীর বাবা-মায়েরও জন্ম নিবন্ধনও নেই। এ অবস্থায় বাবা-মায়ের জন্ম নিবন্ধন সনদ ছাড়াই শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের দেওয়া সনদের ভিত্তিতে শিক্ষার্থীদের দ্রুততম সময়ে জন্ম নিবন্ধন করার নির্দেশ দিয়েছে সরকার। শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে তাদের দ্রুত টিকার আওতায় আনতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে বিষয়টি জানিয়ে সব জেলা-উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন ও পৌরসভাগুলোতে এ নির্দেশনা পাঠানো হয়েছে।