img

তিন ফরম্যাটেই বাবরের পেছনে কোহলি

প্রকাশিত :  ০৬:৩১, ০৮ জানুয়ারী ২০২২

তিন ফরম্যাটেই বাবরের পেছনে কোহলি

জনমত ডেস্ক: বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম দুই সেরা ব্যাটার পাকিস্তানের বাবর আজম ও ভারতের বিরাট কোহলি। ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির অভিষেক হয় ২০০৮ সালে। আর একই ফরম্যাটে বাবরের অভিষেক হয় ২০১৫ সালে।
বাবরের অভিষেকের আগেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করেন কোহলি। ক্রিকেট ক্যারিয়ারে সাম্প্রতিক সময়ে ব্যাটসম্যান হিসেবে ভারতীয় অধিনায়ক ও পাকিস্তানি অধিনায়কের মধ্যে অন্যরকম প্রতিদ্বন্দ্বিতা চলছে। র‍্যাঙ্কিংয়ে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা করছেন তারা।
ক্রিকেটের তিন ফরম্যাটেই কোহলিকে পেছনে ফেলেছেন বাবর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদ্য প্রকাশিত টেস্ট ব্যাটার তালিকায় দুইধাপ পিছিয়ে গেলেন কোহলি। টেস্ট ব্যাটারদের তালিকায় বাবর রয়েছেন ৮ ও কোহলি ৯ নম্বরে।
ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে আরও আগেই কোহলিকে ফেলে দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক।
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাবর রয়েছেন দ্বিতীয় স্থানে। সেরা দশের বাইরে বিরাটের অবস্থান। ওয়ানডেতে বাবর আছেন শীর্ষে, কোহলি দ্বিতীয়।

img

রিজার্ভ কমে ১৯.৮৯ বিলিয়ন ডলার

প্রকাশিত :  ১২:২৮, ১৮ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ১৪:৫১, ১৮ এপ্রিল ২০২৪

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ২০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। বৃহস্পতিবার দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ১৯ দশমিক ৮৯ বিলিয়ন ডলার। গত সপ্তাহ শেষে রিজার্ভ ২০ দশমিক ১০ বিলিয়ন ডলার ছিল। হুন্ডি প্রবণতা বেড়ে যাওয়ায় ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স কমাসহ বিভিন্ন কারণে রিজার্ভ কমেছে বলে জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছিল ২০২১ সালের আগস্টে। বিদেশ থেকে ঋণ নেওয়াসহ বিভিন্ন উপায়ে ওই সময় রিজার্ভ বাড়ানো হয়। এরপর থেকে ডলার সঙ্কট কাটাতে গিয়ে ২৯ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে কমতে–কমতে গত নভেম্বর শেষে রিজার্ভ ১৯ দশমিক ৩০ বিলিয়ন ডলারে নেমেছিল। এরপর আবার বেড়ে ডিসেম্বরে ২১ দশমিক ৮৬ বিলিয়ন হয়। এরপর কমতে–কমতে গত মার্চ শেষে ১৯ দশমিক ৯১ বিলিন ডলারে নেমেছিল। এরপর গত সপ্তাহ শেষে তা বেড়ে ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণত প্রতি বছর রমজান ও ঈদকে কেন্দ্র করে রেমিট্যান্স বাড়ে। তবে এবার তার উল্টো চিত্র দেখা গেছে। গত মার্চে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ১৯৯ কোটি ৬৮ লাখ ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের বছরের একই মাস বা আগের মাস ফেব্রুয়ারির তুলনায় কম।