‘আই অ্যাম এ সোলজার অব শেখ হাসিনা’

প্রকাশিত :  ১২:০৩, ১৬ জানুয়ারী ২০২২
সর্বশেষ আপডেট: ১৭:৫৪, ১৬ জানুয়ারী ২০২২

‘আই অ্যাম এ সোলজার অব শেখ হাসিনা’


নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আই অ্যাম এ সোলজার অব শেখ হাসিনা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অবশ্যই নৌকা জিতবে। যদি বলে কোনো শব্দ নেই। বিপুল ভোটে নৌকা জয়যুক্ত হবে।
রবিবার (১৬ জানুয়ারি) বিকেলে সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আল্লাহর রহমতে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। নারায়ণগঞ্জে কোনো নির্বাচনে সামান্য ধাক্কাধাক্কিও হয়নি, এমনকি কারো মাথা ফাটেনি। নারায়ণগঞ্জ শান্তির শহর, একটা সুন্দর শহরে। এই শহরের চারপাশে যেমন নদী আছে, তেমনি নারায়ণগঞ্জের মানুষের মনে ভালবাসা আছে।
তিনি আরও বলেন, নির্বাচনে জয়-পরাজয় আছে। একজন জিতবেন আর একজন হারবেন।আজকে প্রথম ভোট দিলাম ইভিএমে। ভোট দিয়ে ভাল লাগলো। ভাবছিলাম আমার ফিঙ্গার প্রিন্ট মিলবে না। কিন্তু তেমনটি হয়নি। আমি একটা কথা বলতে চাই- দেশ এগিয়ে যাচ্ছে একজনের নেতৃত্বে। তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে। কিন্তু এই এগিয়ে যাওয়া বিঘ্ন করতে একটি মহল দেশে-বিদেশে বসে ষড়যন্ত্র করছে।
নৌকার বিজয়ের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি বলে কোনো শব্দ নেই। নারায়ণগঞ্জে অবশ্যই নৌকা জিতবে।

নাটোরে স্কুলছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

প্রকাশিত :  ০৫:৫৬, ২৯ মার্চ ২০২৪

নাটোরের নলডাঙ্গায় হিমেল হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত-মুখ বেঁধে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে সহপাঠীদের বিরুদ্ধে।

নিহত হিমেল হোসেন পিপরুল গ্রামের টিসিবি ডিলার ফারুক সরদারের ছেলে। সে পাটুল-হাঁপানিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল।

এ ঘটনায় হিমেলের দুই সহপাঠীসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন— একই এলাকার পার্থ, মেহেদি, সুজন ও শিমুল। এদের মধ্যে পার্থ ও মেহেদী নিহত হিমেলের সহপাঠী।

গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ টি এম মাইনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে হিমেলকে তার  বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সহপাঠী পার্থ। এরপর থেকে নিখোঁজ ছিল হিমেল। এ ঘটনায় হিমেলের বাবা ফারুক সরদার নলডাঙ্গা থানায় অভিযোগ করলে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ রাতেই পার্থকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অপর সহপাঠী মেহেদী এবং এলাকার ‘সিনিয়র’ বন্ধু সুজন ও শিমুলকে আটক করে পুলিশ। পরে তাদের সাথে নিয়ে রাত দেড়টার দিকে  পিপরুল ইউনিয়ন পরিষদ ভবনের পেছনে পরিত্যক্ত ইউনিয়ন পরিষদের পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে হিমেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।  

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.টি.এম. মাইনুল ইসলাম বলেন, বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর হিমেলের সঙ্গে আর যোগাযোগ করতে পারছিল না পরিবারের সদস্যরা। বিষয়টি পুলিশকে জানালে তথ্য প্রযুক্তি ব্যবহার করে হিমেলের মুঠোফোনের সূত্র ধরে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।