img

সম্পদ বেড়েছে ৩৪ নন-লাইফ ইন্স্যুরেন্সের

প্রকাশিত :  ০৯:৩৪, ২১ জানুয়ারী ২০২২

সম্পদ বেড়েছে ৩৪ নন-লাইফ ইন্স্যুরেন্সের

জনমত ডেস্ক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের ৫৩টি কোম্পানি রয়েছে। ৪০টি নন লাইফ ইন্স্যুরেন্স। এরমধ্যে ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, সদ্য লেনদেনে আসা ইউনিয়ন ইন্সুরেন্স বাদে তৃতীয় প্রান্তিকে সম্পদ বেড়েছে ৩৪টি কোম্পানির, কমেছে ৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সম্পদমূল্য বেড়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্সের। ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ৬৮ টাকা ৫৭ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৫৭ টাকা ২৯ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে ১১ টাকা ২৮ পয়সা।

অন্য কোম্পানিগুলোর মধ্যে-

অগ্রণী ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৮ টাকা ১৪ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১৮ টাকা এক পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে ১৩ পয়সা।

এশিয়া ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ২৮ টাকা ৯ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২২ টাকা ৮ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে ৬ টাকা ১ পয়সা।

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ২২ টাকা ১৪ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২০ টাকা ৬৮ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে এক টাকা ৪৬ পয়সা।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ২০ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১৯ টাকা ১০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে এক টাকা ২ পয়সা।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ২১ টাকা ৮০ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১৯ টাকা ৪০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে ২ টাকা ৪০ পয়সা।

সেন্ট্রাল ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ২৪ টাকা ৭৩ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২৪ টাকা ৫৬ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে ১৭ পয়সা।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৮ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১৬ টাকা ৮০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে এক টাকা ৪৪ পয়সা।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ২০ টাকা ৫১ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১৯ টাকা ৭০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে ৮১ পয়সা।


ক্রিস্টাল ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ২২ টাকা ২ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১৯ টাকা ৪৭ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে ২ টাকা ৫৫ পয়সা।

ঢাকা ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ২২ টাকা ১৪ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১৯ টাকা ৯৪ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে ২ টাকা ২০ পয়সা।

ইস্টার্ন ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ৪৯ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৪৫ টাকা ৩০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে ৪ টাকা ১৯ পয়সা।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ২৩ টাকা ৭৭ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২০ টাকা ৩৫ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে ৩ টাকা ৪২ পয়সা।

এক্সপ্রেস ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৬ টাকা ৭৪ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১৫ টাকা ৫৩ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে এক টাকা ২১ পয়সা।

গ্লোবাল ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৩ টাকা ৬ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১২ টাকা ৭০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে ৩৬ পয়সা।

গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ৬৮ টাকা ৭৩ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৬৮ টাকা ৩৫ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে ৩৮ পয়সা।

ইসলামী ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৬ টাকা ৩৬ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১৬ টাকা ২৫ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে ১১ পয়সা।

কর্ণফুলী ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৯ টাকা ৪৬ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১৮ টাকা ১১ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে এক টাকা ৩৫ পয়সা।

নিটল ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ২৮ টাকা ২৯ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২৬ টাকা ৪৯ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে এক টাকা ৮০ পয়সা।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ২৫ টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২০ টাকা ৯২ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে ৪ টাকা ৫০ পয়সা।

পিপলস ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ২৯ টাকা ৫৩ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২৮ টাকা ৮৩ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে ৭০ পয়সা।

ফিনিক্স ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ৪১ টাকা ৭৬ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৩৯ টাকা ২৯ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে ২ টাকা ৪৭ পয়সা।

পাইওনিয়ার ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ৪৯ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৪৭ টাকা ৯৯ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে এক টাকা ৪৪ পয়সা।

প্রগতি ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ৫৭ টাকা ৬১ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৫১ টাকা ৫৩ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে ৬ টাকা ৮ পয়সা।

প্রাইম ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৮ টাকা ৬৪ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১৭ টাকা ৪১ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে এক টাকা ২৩ পয়সা।

প্রভাতী ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ২০ টাকা ৯৮ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২০ টাকা ৭৭ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে ২১ পয়সা।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৩ টাকা ১৬ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১২ টাকা ৩৯ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে ৭৭ পয়সা।

রিপাবলিক ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৬ টাকা ৩২ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১৫ টাকা ৩৩ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে ৯৯ পয়সা।

রূপালী ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ২১ টাকা ৫৩ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২১ টাকা ১৮ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে ৩৫ পয়সা।

সোনার বাংলা ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ২০ টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১৯ টাকা ৬২ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে ৮০ পয়সা।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ২০ টাকা ৬ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১৮ টাকা ৮৭ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে এক টাকা ১৯ পয়সা।

তাকাফুল ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৮ টাকা ৮৪ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১৮ টাকা ৩৪ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে ৫০ পয়সা।

তাকাফুল ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ৪১ টাকা ২৬ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৩৪ টাকা ২৯ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে ৬ টাকা ৯৭ পয়সা।

এদিকে সবচেয়ে বেশি সম্পদমূল্য কমেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের। ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ১২ টাকা ১৪ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১২ টাকা ৪৫ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ কমেছে ৩১ পয়সা।

অন্য কোম্পানিগুলোর মধ্যে-

ফেডারেল ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ১২ টাকা ৬ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১২ টাকা ১৫ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ কমেছে ৯ পয়সা।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৯ টাকা ১৭ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১৯ টাকা ৪৫ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ কমেছে ২৮ পয়সা।

নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ২০ টাকা ৬২ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২০ টাকা ৯১ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ কমেছে ২৯ পয়সা।

জনতা ইন্স্যুরেন্স : ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৫ টাকা ৩২ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১৫ টাকা ৩২ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ অপরিবর্তিত।

img

৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস আসছে আজ

প্রকাশিত :  ১১:১৪, ১২ মে ২০২৪

আজ (১২ মে) রোববার শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বোর্ড সভা আহ্বানকারী কোম্পানিগুলো হলো- পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, আইডিএলসি ফাইন্যান্স এবং বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।

কোম্পানিগুলোর মধ্যে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

একই সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

অন্যদিকে, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স ও আইডিএলসি ফাইন্যান্সের বোর্ড সভায় ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

আর বীকন ফার্মাসিউটিক্যালসের বোর্ড সভায় ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।