img

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ কোটি ৯৮ লাখ ছাড়ালো

প্রকাশিত :  ০৫:৫৩, ২৩ জানুয়ারী ২০২২

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ কোটি ৯৮ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের মাঝে আক্রান্ত ও মৃতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েই চলেছে। করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা শনাক্ত ৩৫ কোটির কাছাকাছি পৌঁছেছে।
আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছে ছয় হাজার ৩৫৬ জন। আক্রান্ত হয়েছে ২৭ লাখ ৯৫ হাজার ৯৯৩ জন। এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩৪ কোটি ৯৮ লাখ ২৩ হাজার ৬৭৮ এবং মোট মৃতের সংখ্যা ৫৬ লাখ ১০ হাজার ১৩৬ জনে দাঁড়িয়েছে।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৩১৪ জন। একই সময়ে মারা গেছেন ৮৪১ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ কোটি ১৭ লাখ ২৮ হাজার ৫৫৭ জন। তাদের মধ্যে মারা গেছেন ৮ লাখ ৮৮ হাজার ৬২৩ জন।
তবে একদিনে আক্রান্তের হিসাবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়েছে ফ্রান্স। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৮৯ হাজার ৩২০ জন এবং মারা গেছেন ১৬৭ জন। এ নিয়ে দেশটিতে ১ কোটি ৬৩ লাখ ৯০ হাজার ৮১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এবং এ রোগে মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ৫১৪ জন।
ওয়ার্ল্ডোমিটারসের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত ৩ কোটি ৯২ লাখ ১২ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। এ রোগে মারা গেছেন ৪ লাখ ৮৯ হাজার ৪২২ জন।
তালিকার তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এ পর্যন্ত সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৩৯ লাখ ৬০ হাজার ২০৭ জনে। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ২২ হাজার ৯৭৯ জন। তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ইতালি, স্পেন, জার্মানি।
ওয়ার্ল্ডোমিটারসের ওই তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩৮ নম্বরে। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ২৩০ জনের। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ২০৯ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম করোনা শনাক্ত হয়। এরপর কয়েক মাসের মধ্যে ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়লে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা দেয়। এ মহামারি শুরুর পর তা বেশ কয়েকটি ধাপে বাড়ে-কমে। সর্বশেষ গত বছরের শেষ থেকে নতুন ধরন ওমিক্রনের প্রভাবে ফের বিশ্বব্যাপী লাগামহীনভাবে ছুটছে করোনাভাইরাস।

img

করোনায় আক্রান্ত ডিবিপ্রধান হারুন

প্রকাশিত :  ০৪:০৮, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
সর্বশেষ আপডেট: ০৭:৩৬, ২৭ ফেব্রুয়ারী ২০২৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তিনি এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ লিখেছেন, হঠাৎ করে করোনা আক্রান্ত হলাম। সুস্থতার জন্য দোয়া চাই।

ডিবি সূত্রে জানা গেছে, করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পরে বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

২০২২ সালের ১৩ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পান হারুন অর রশীদ।

২০২১ সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয় তার। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।