img

লন্ডনে আরাফাত রহমান কোকোর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল

প্রকাশিত :  ১৭:০৭, ২৫ জানুয়ারী ২০১৯

লন্ডনে আরাফাত রহমান কোকোর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল

জনমত রিপোর্ট ।। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদরের ছোটভাই প্রশিক্ষিত পাইলট ও ক্রীড়া সংগঠক শহীদ আরাফাত রহমান কোকোর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন করেছে যুক্তরাজ্য বিএনপি। মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে গতকাল ২৪শে জানুয়ারি বৃহস্পতিবার বাদ এশা পূর্ব লন্ডনে হোয়াটচ্যাপেলস্থ যুক্তরাজ্য বিএনপি কার্যালয়ে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে এবং শহীদ আরাফাত রহমান কোকোর বড় ভাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দোয়া পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে জিয়া পরিবারের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা এবং বিশ্বের মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করা হয়।মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন লন্ডনস্থ বায়তুল আমান জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল মালিক ।

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদ, আলহাজ্ব তৈমুছ আলী, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সাবেক সহসভাপতি এম লুতফুর রহমান, মোঃ গোলাম রাব্বানি, তাজুল ইসলাম, সাবেক উপদেষ্টা সলিসিটর একরামুল হক মজুমদার, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, কামাল উদ্দিন, যুক্তরাজ্য যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সদস্য মেসবাউজ্জামান সোহেল, যুবদলের সাবেক আহ্বায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক ফেরদৌস আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, খসরুজ্জামান খসরু, যুবদলের সভাপতি রহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জাসাসের সাধারণ সম্পাদক তাজবির চৌধুরী শিমুল, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, যুক্তরাজ্য বিএনপির সাবেক কোশাদক্ষ আব্দুস ছাত্তার, সাবেক দপ্তর সম্পাদক নাজমুল হাসান জাহিদ, সাবেক যুব বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ খান হেভেন, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসের শেখ, সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক আকতার মাহমুদ, বিএনপিনেতা খলকু মিয়া, মাওলানা শামিম আহমেদ, সাবেক সহদপ্তর সেলিম আহমেদ, সাবেক সহ তথ্য বিষয়ক সম্পাদক জাহিদ গাজী, সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সরফরাজ আহমেদ সরফু, গুলজার আহমেদ, সাবেক সদস্য হাবিবুর রহমান, ইস্ট বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বাদল, নিউহাম বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, এনফিল্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল হক, লন্ডন মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ, আব্দুর রব, কদর উদ্দিন, লুতফুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ, রোমান আহমেদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী,সহ সাংগঠনিক সস্পাদক তোফায়েল হোসেন মৃধা, আরিফুল হক, কোষাধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, দফতর সম্পাদক নজরুল ইসলাম মাসুক, প্রচার সম্পাদক মো: মঈনুল ইসলাম, শায়েক উদ্দিন, মোঃ শাহনেওয়াজ, জমির আলী, মোঃ লাল মিয়া, মোঃ দেলোয়ার হোসেন, শাকিল আহমদ, ফখরুল ইসলাম, সৈয়দ আতাউর রহমান, আশিক বক্স, জামাল হোসেন, মোঃ ইমরান হোসেন, ফজলে রহমান পিনাক, আব্দুল হক শাওন, রাজ মাসুদ ফরহাদ, হোসেন আহমদ, পটল মিয়া, মুজিবুর রহমান, আব্দুস সামাদ, নাসির উদ্দিন, শেখ মোঃ রায়হান আহমদ, রানা আহমেদ সোহেল, মোঃ হাফিজুর রহমান, গোলজার আহমদ, মোঃ কায়সার আহমেদ রনি, নুরুল আফসার লিমন, ইস্ট লন্ডন বিএনপির যুগ্ম সম্পাদক তোফায়েল আহমেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ নুর এ আলম সোহেল, কবি কাওছার মাহমুদ, সাংবাদিক আহসানুল আম্বিয়া শোভন, সাবেক ছাত্রদল নেতা আব্দুল কাদির জিলানী, ফয়েজ উল্যাহ, মো: আবিদুর রহমান, শামছুল ইসলাম, জসিম উদ্দিন, যুবদলের সহসভাপতি দেওয়ান আব্দুল বাসিত, বাকি বিল্লাহ জালাল, যুগ্ম সম্পাদক বাবর চৌধুরী, সিনিয়র সদস্য সৈয়দ লায়েক মোস্তাফা, সুয়েদুল হাসান, শাকিল আহমেদ, আল্কু মিয়া, কাজী তাজ উদ্দিন আহমেদ, স্বেচ্ছাসেবকদলের সহসভাপতি শরিফুল ইসলাম, যুগ্মসম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, যুগ্মসম্পাদক জাহেদ আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, জাসাসের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, সাবেক ছাত্রনেতা মো: সাফিউল ইসলাম মুরাদ, মোঃ মাহবুবুর রহমান, লাকি আহমেদ প্রমুখ ।জন করা হয়।

কমিউনিটি এর আরও খবর

img

টাইমস স্কয়ারে বাংলাদেশি শাড়ি প্রদর্শনী

প্রকাশিত :  ১১:০৯, ১৩ মে ২০২৪

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টাইমস স্কয়ারে ‘শাড়ি গোওজ গ্লোবাল’ শিরোনামে শাড়ি প্রদর্শনীতে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশি নারীরা। চিকিৎসক দীপ্তি জৈন প্রতিষ্ঠিত যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘ব্রিটিশ উইমেন ইন শাড়িজ’-এর আয়োজনে শনিবার এ অনুষ্ঠানে প্রায় ৫০০ নারী উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাপী শাড়িকে সংস্কৃতি ও ঐতিহ্য হিসেবে পরিচিত করা, নারীর ক্ষমতায়ন এবং তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেন তারা। চিকিৎসক রিতা কাকটি-শাহ পরিচালিত নিউ ইয়র্কের সংগঠন ‘উমা’-সহ ভারত, বাংলাদেশ, নেপাল, উগান্ডা, ত্রিনিদাদ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এ আয়োজনে অংশ নেয়।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল এবং যুক্তরাজ্য থেকে নাজনীন হোসেইন ও সুবর্ণা খানের নেতৃত্বে আসা শতাধিক নারীর সমন্বয়ে বাংলাদেশ দল লাল-সুবজের সাজে, দেশীয় শাড়ি পরে নেচে গেয়ে বাংলাদেশকে তুলে ধরেন। অলিম্পিক প্যারেডের আদলে পতাকা হাতে বিভিন্ন দেশ ঢোলের তালে টাইমস স্কোয়ারের একটি অংশ প্রদক্ষিণ করে।

বাংলাদেশ দলের পক্ষে রুবিনা আজিজ ও তাহেরা কবির প্ল্যাকার্ডের মাধ্যমে ঢাকাই জামদানি, মসলিন, রাজশাহী সিল্ক, মিরপুর কাতান, নকশি কাঁথা ও মনিপুরী তাঁতের পরিচিতি তুলে ধরেন। এছাড়া ‘চলো বাংলাদেশ’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে দলটি।

কমিউনিটি এর আরও খবর