img

‘হেল্প ফর হিউম্যানিটি ফ্রান্স’ এর উদ্যোগে ফেঞ্চগঞ্জে বন্যা ও করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত :  ১৮:২৬, ১১ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট: ১৮:৪৪, ১১ মার্চ ২০২২

‘হেল্প ফর হিউম্যানিটি ফ্রান্স’ এর উদ্যোগে ফেঞ্চগঞ্জে বন্যা ও করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

হেল্প ফর হিম্যানিটি ফ্রান্স এর উদ্যোগে ফেঞ্চুগঞ্জে বন্যা ও করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর শনিবার হেল্প ফর হিউম্যানিটি ফ্রান্স এর অন্যতম উদ্যোক্তা, ফ্রান্স বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও  গ্রেটার সিলেট কাউন্সিল ফ্রান্স’র প্রতিষ্ঠাতা সভাপতি হাজি হাবিব-এর সার্বিক সহযোগীতায় ফেঞ্চুগঞ্জে বন্যার্থ ও করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উত্তর কুশিয়ারা ইউপি’র স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মোঃ মাহবুবুর রহমান শফিকের সভাপতিত্বে ও মোহাম্মদ সজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্টিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বলেন, হেল্প ফর হিম্যানিটি ফ্রান্স ও ফ্রান্স প্রবাসি হাজি হাবিবের সহযোগীতায় ফেঞ্চুগঞ্জে বন্যা ও করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থদের মধ্যে যে খাদ্য সামগ্রী বিতরনের উদ্যোগ নেওয়া হয়েছে তা সত্যি প্রশংসনীয়। রমজানেও হাজী হাবীব দুই শতাধিক হতদরিদ্র পরিবারকে নগদ অর্থ  সহায়তা প্রদান করেন। তিনি আরো বলেন, বিদেশের মাটিতে বসে আমাদের প্রাবাসী ভাইয়েরা দেশের অসহায় মানুষের কল্যানের জন্য সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অনুষ্টানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল  হোসাইন তিনি বলেন, যারা এই সংগঠনকে আর্থিক সহায়তা দিয়ে সহযোগিতা করেছেন, বিশেষ করে ফেঞ্চগঞ্জ উপজেলায় বাকি চার ইউনিয়নে প্রবাসীদের যা সাহায্য এসেছে উত্তর কুশিয়ারা ইউনিয়নের প্রবাসীরা তার চেয়ে বেশী ত্রান বিতরন করেছেন- হাজী হাবীব সত্যিকারের একজন মানবতাবাদি সমাজ সেবক এ দক্ষ সংগঠক যিনি ১৯৯০ সালে উত্তর কুশিয়ারা আঞ্চলিক কমিটি বিএনপির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ছিলেন বলে উল্ল্যেখ করেন।

আরও বক্তব্য রাখেন উত্তর  কুশিয়ারা ইউপি চেয়ারম্যান আহমেদ জিলু, কামাল আহমদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক ফেঞ্চুগঞ্জ উপজেলা  বিএনপির সাবেক সাধারন সম্পাদক তছলিম আহমদ নেহার, ইউপি সদস্য জামাল উদ্দিন, আব্দুল কাইয়ুম, ইউপি সদস্য আব্দুল মনাফ, জয়নাল আবেদিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজ উদ্দিন, আহাদ আহমদ, আব্দুল কালাম, মাহতাব উদ্দিন, আতিকুর রহমান,আব্দুল্লাহ, ফয়ছল খান, জাহিদ হাসান খলিল,সেখরুল ইসলাম, আবু সাইদ,কামিল আহমদ প্রমুখ।

উল্লেখ্য, হেল্প ফর হিউম্যানিটি ফ্রান্স এর উদ্যোগে ফেঞ্চুগঞ্জে বন্যা ও করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ ৩০০ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।থ্রী সিস্টার কেয়ার কোম্পানি ইউকে সহ অন্যরা  আর্থিক ও স্বেচ্ছায় শ্রম সহায়াতার জন্য Help for Humanity France এর পক্ষ থেকে জেনারেল সেক্রেটারী সাদিয়া হাবীব সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

img

নির্বাচনে অংশ নিচ্ছে ৩০ দল, মনোনয়নপত্র জমা পড়েছে ২৭৪১

প্রকাশিত :  ১৮:০৬, ৩০ নভেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট: ১৮:২৮, ৩০ নভেম্বর ২০২৩

 অত্যাসন্ন ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তফশিল অনুযায়ী ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ২ হাজার ৭৪১ জন প্রার্থী। এই নির্বাচনে মোট ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। 

বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোটের ৫২ দিন আগে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। ভোট হবে আগামী ৭ জানুয়ারি। 

তফশিল অনুযায়ী, আজই (৩০ নভেম্বর) ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। 

রিটার্নিং অফিসে উপস্থিত হয়ে ২ হাজার ৭২০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর ২১ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা ২০১৮ সালের নির্বাচনের তুলনায় প্রায় অর্ধেক।২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসি জানিয়েছিল, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩৯ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।

ইসি সূত্রে জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ৩৬৯ জন নিবন্ধন করলেও শেষ দিনে (বৃহস্পতিবার) বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২১ জন।