প্রকাশিত : ১৮:৫০, ০৫ আগষ্ট ২০২২
সর্বশেষ আপডেট: ১৮:৫২, ০৫ আগষ্ট ২০২২
আপনি কী আপনার কমিউনিটিকে সহযোগিতা করে থাকেন অথবা কমিউনিটির কল্যাণে কাজ করার মত কোন আইডিয়া কী আপনার আছে? টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এমন যেকোনো কাজের জন্য ব্যক্তি এবং গ্রুপগুলোকে ছোট আকারের অনুদান দিচ্ছে কাউন্সিল। এই গ্র্যান্ট বা অনুদান পেতে আগ্রহীরা আগামী ১৫ আগস্ট সোমবারের মধ্যে আবেদন করতে পারেন।
কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইস্ট এন্ড কমিউনিটি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এই কর্মসূচির আওতায় ১২ মাস পর্যন্ত চলমান প্রকল্পগুলির জন্য ২০০ পাউন্ড থেকে সর্বোচ্চ ৫ হাজার পাউন্ড পর্যন্ত অনুদান পাওয়া যাবে। কমিউনিটি সম্পৃক্ততা থিমের ক্ষেত্রে সর্বোচ্চ ২০০০০ পাউন্ড অনুদান দেয়া হয়। যে ৮টি থিমের আওতায় এই স্মল গ্র্যান্ড দেয়া হবে, সেগুলো হচ্ছে, উদ্ভাবন, প্রতিরোধ, নেইবারহুড অ্যাকশন, কমিউনিটি কোহেশন বা সমন্বয়, অংশীদারিত্ব, অংশগ্রহণ, একাকীত্ব এবং কোভিড—১৯ টেস্ট এন্ড ট্রেস আউটরীচ এবং এনগেজমেন্ট প্রোগ্রাম।
এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে কাউন্সিলের ওয়েবসাইটে (www.towerhamlets.gov.uk) গিয়ে কমিউনিটি গ্র্যান্টস সেকশন ভিজিট করতে অনুরোধ করা হয়েছে।