img

মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত :  ১২:৪২, ২১ আগষ্ট ২০২২
সর্বশেষ আপডেট: ১২:৪৬, ২১ আগষ্ট ২০২২

মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন

 বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত থাকার অপরাধে স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরশাসক ঠান্ডা মাথার খুনি জিয়াউর রহমানের মরনোত্তর বিচারের দাবি জানিয়েছে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ। একই সাথে জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব বাতিলেরও দাবি জানানো হয়। 

২০ আগস্ট শনিবার সন্ধ্যায় ভার্জিনিয়ার ষ্প্রীংফিল্ডের কমফোর্ট হোটেল বলরুমে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করে। দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় পর্বে ২১ আগষ্ট গ্রেনেড হামলা নিয়ে অনুষ্ঠিত হয় সেমিনার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শিব্বীর আহমেদ এবং সভা সঞ্চালনা করেন সাধারন সম্পাদক নুরুল আমিন নুরু ও যুগ্ম সম্পাদক কামাল হোসেন। 

মুজিব মানে স্বাধীনতা, মুজিব মানেই বাংলাদেশ। ঘাতকরা হয়নি সফল; মুজিব চেতনায় জাগ্রত, হৃদয়ে স্পন্দিত, শোকাহত-প্রতিবাদী-মুজিব বিপ্লবী জনতা কোটি কোটি। মুজিব মরেনি মরতে পারে না। শতবর্ষে শেখ মুজিব শতকোটি গুণ শক্তিশালী। অনুষ্ঠানের শুরুতে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুরুল আমিন নুরুকে দলের পুর্ণাঙ্গ সাধারন সম্পাদক হিসাবে সর্বসম্মত ভাবে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। পরে ভারপ্রাপ্ত সভাপতি শিব্বীর আহমেদ এবং দলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক নুরুল আমীনের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অনুষ্ঠানে আগত সর্বস্তরের নেতৃবৃন্দ। এরপরেই জাতির পিতা, তাঁর পরিবারের অন্যান্য শহিদ সদস্য, শহিদ বীর মুক্তিযোদ্ধা এবং একুশে আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। 

জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে বক্তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার মূলহোতা ঠান্ডা মাথার খুনি জিয়াউর রহমানের মরনোত্তর জানিয়ে ১৯৭৫ সালের ১৫ আগস্টকে ইতিহাসের জঘন্যতম ও কলঙ্কময় দিন হিসেবে উল্লেখ করেন। বক্তারা বলেন, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা ও মহান স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা আজ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেতাম না। জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। 

আলোচনা সভায় বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু শুধুমাত্র বাঙালিরই নন বরং তিনি বিশ্বব্যাপী স্বাধীনতাকামী মানুষের প্রেরণার উৎস হয়ে সকলের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অদম্যগতিতে উন্নয়ন ও স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছে। আমরা সবাই যার যার অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ স্বপ্নের বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার আহবান জানান এবং আগামী নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হারুন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সহসভাপতি আনোয়ার হোসাইন, নাজমুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম হায়দার, সদস্য শোয়েব রহমান, জনি হোসেন, নুরুল আলম, মোহাম্মদ কবীর, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল শিকদার, সহ-সভাপতি সিরাজুল হক, বৃহত্তর বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাংগঠনিক সম্পাদক আবু সরকার, হাসনাত সানি প্রমুখ।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত দলের ভারপ্রাপ্ত সভাপতি শিব্বীর আহমেদের লেখা দুটি গান ‘শ্রেষ্ঠ সন্তান’ এবং ‘বজ্রকণ্ঠে স্বাধীনতা’ ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

কমিউনিটি এর আরও খবর

img

সেপ্টেম্বরে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিসে

প্রকাশিত :  ১২:৪৪, ১২ মে ২০২৪

আন্তর্জাতিক জালালাবাদ উৎসব আগামী সেপ্টেম্বর মাসে শিল্প সাহিত্য ও সংস্কৃতির শহর প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেট এর প্রবাসীদের মিলন মেলা হবে দিনটিতে। 

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স শাখার উদ্যোগে অনুষ্ঠিত হবে এ মিলনমেলা।

দেশের উন্নয়নে আরো ব্যাপক ভূমিকা রাখার স্লোগান নিয়ে সেপ্টেম্বরে অনুষ্ঠিত এ সম্মেলনের ব্যাপারে অবগত করতে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ গত সোমবার (৬ মে) ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত খন্দকার এম তালহার সাথে মতবিনিময় করেন। 

এ সময় তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও দেশের উন্নয়নে এ সংগঠনের ভূমিকা রাষ্ট্রদূতকে অবগত করেন। এসময় রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর নেতৃবৃন্দ।

রাষ্ট্রদূত সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি  কামনার পাশাপাশি বলেন দেশের উন্নয়নে সকল প্রবাসীদের কে আরো ব্যাপক ভূমিকা রাখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান, সহ সভাপতি অলি উদ্দিন শামীম, কাউন্সিলর ফইজুর রহমান, সহ সভাপতি মো: আব্দুলমুনিম  জাহেদী ক্যারল, সহ সভাপতি ইসবাহ উদ্দিন, সহসাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দীপক, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স শাখার সভাপতি মোঃ ফয়সল উদ্দিন ও সাধারণ সম্পাদক  মিজানুর রহমান মিজানসহ কার্য নির্বাহীকমিটির নেতৃবৃন্দ।




কমিউনিটি এর আরও খবর