ঝাড়খণ্ডে সেতু থেকে বাস পড়ে নিহত ৭

প্রকাশিত :  ০৭:২৯, ১৮ সেপ্টেম্বর ২০২২

ঝাড়খণ্ডে সেতু থেকে বাস পড়ে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ঝাড়খণ্ডের রাজ্যে প্রায় ৫০জন যাত্রী নিয়ে একটি বাস সেতু থেকে পড়ে গেলে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে রাঁচির রাতু এলাকার একটি গুরুদ্বারে যাওয়ার পথে সেতুর রেলিং ভেঙে পড়ে যায় বাসটি। 

পুলিশ সুপার মনোজ রতন চোথে জানিয়েছেন, গিরিডিহ জেলা থেকে রাঁচিগামী বাসটি সেতুর রেলিং ভেঙে তাতিঝারিয়া থানা এলাকার সিওয়ান্নে নদীর শুকনো জায়গায় পড়ে এই দুর্ঘটনাটি ঘটে।

“দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং পরে আহত আরও পাঁচজন মারা যান। এখনও কয়েকজনের শারীরিক অবস্থা বেশ গুরুতর, যার ফলে  মৃত্যুর সংখ্যা বাড়তেও পারে।”

জানা গেছে, দুর্ঘটনাটির সময়ে বাসের ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়ে। পরবর্তীতে তাদের উদ্ধার করে উদ্ধারকর্মীরা। 

স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তদন্ত চলছে।

দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্র: এনডিটিভি

বিশ্ববাজারে আবারও বাড়ছে স্বর্ণের দাম

প্রকাশিত :  ১০:১০, ২৯ মার্চ ২০২৪

আন্তর্জাতিক বাজারে আবারও সর্বকালের সর্বোচ্চ স্তরে উঠেছে স্বর্ণের দাম।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আগামী জুনে সুদের হার কমাতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এই প্রত্যাশায় দেশটির মুদ্রা ডলারের মান কমেছে। ফলে বুলিয়ন বাজার আরও চাঙা হয়েছে।

আলোচ্য কার্যদিবসের শুরুতে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের মূল্যে বড় উত্থান ঘটে। প্রতি আউন্সের দাম দাঁড়ায় প্রায় ২২২৫ ডলারে। এখন পর্যন্ত ইতিহাসে যা সবচেয়ে বেশি। এর আগে তা ছিল ২২২০ ডলার।

চলতি মার্চে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে স্বর্ণের দর। সবমিলিয়ে আলোচ্য মাসে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশের বেশি। মাসিক হিসাবে ২০২০ সালের জুলাইয়ের পর যা সর্বাধিক। অর্থাৎ এর আগে গত ৩ বছরের মধ্যে ১ মাসে স্বর্ণের মূল্য এত বৃদ্ধি পায়নি।   

সিকিউরিটিজের পণ্য কৌশলবিদ ড্যানিয়েল ঘালি বলেন, শিগগিরই সুদের হার হ্রাস করতে পারে ফেড। এমনটি হলে স্বর্ণের দাম আরও ঊর্ধ্বমুখী হবে।

বিশ্ববিখ্যাত আরেক প্রতিষ্ঠান গেইনসভিলে কয়েনসের প্রধান বাজার বিশ্লেষক এভারেট মিলম্যান বলেন, এখনও বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। রাশিয়া-ইউক্রেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বিদ্যমান। এই প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের চাহিদা বেড়েছে। মূল্যবান ধাতুটির দাম বৃদ্ধির নেপথ্য কারণ এটিও।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী মূল্যস্ফীতি চড়া রয়েছে। তাতে নিরাপদ আশ্রয় সম্পদ হিসেবে স্বর্ণের গুরুত্ব আরও বেড়েছে। সাধারণত, অর্থনৈতিক সংকটে ধাতুটির আবেদন বাড়ে।