প্রকাশিত :  ১৩:২৯, ২৪ নভেম্বর ২০২২
সর্বশেষ আপডেট: ১৩:৩০, ২৪ নভেম্বর ২০২২

লেখক—প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল-কে নিয়ে মতবিনিময় সভা

লেখক—প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল-কে নিয়ে মতবিনিময় সভা

সিলেটের সৃজনশীল প্রকাশনা সংস্থা পাণ্ডুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সলের যুক্তরাজ্যে সফর উপলক্ষে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ব্রিটেনে গোলাপগঞ্জবাসীদের জনপ্রিয় সংগঠন ‘গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’—এর উদ্যোগে গত ১৭ নভেম্বর বৃহস্পতিবার রাতে হোয়াইটচ্যাপেল এলাকার একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আলহাজ্ব শামসুল হকের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মিছবাহ মাছুমের পরিচালনায় মতবিনিময় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক মোঃ দিলওয়ার হোসেন, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব লোকমান উদ্দিন, সাংবাদিক ও লেখক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সংগঠনের অন্যতম উপদেষ্টা ও জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র সাবেক সভাপতি ও সংগঠনের নির্বাহী সদস্য তমিজুর রহমান রঞ্জু, কোষাধ্যক্ষ মাসুদ আহমেদ জোয়ারদার, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র কালচারাল সেক্রেটারি কামাল উদ্দিন, উপদেষ্টা আব্দুল বারী নাছির, উপদেষ্টা আছাদ উদ্দিন, ইসি সদস্য সালেহ আহমদ প্রমুখ। মতবিনিময় সভার শেষে একটি নৈশভোজের আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সল। সংবর্ধিত অতিথির বক্তব্যে বায়েজীদ মাহমুদ ফয়সল বলেন, “মতবিনিময় পারস্পরিক সৌহার্দ্্য—সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বদেশের প্রতি দায়বদ্ধতা এবং আন্তরিকতা প্রদর্শনের বহিঃপ্রকাশ হচ্ছে মাতৃভূমির মাটি ও মানু্ষকে ভালোবাসা। গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে যেভাবে সম্মান জানিয়েছে, তাতে আমি অভিভূত হয়েছি। এই স্মৃতি সারাজীবন অমলিন হয়ে থাকবে।”




Leave Your Comments


কমিউনিটি এর আরও খবর