img

বিশ্বের সর্বোচ্চ পারমাণবিক শক্তির অধিকারী হতে চাই : কিম জং উন

প্রকাশিত :  ০৬:৩৮, ২৭ নভেম্বর ২০২২

বিশ্বের সর্বোচ্চ পারমাণবিক শক্তির অধিকারী হতে চাই : কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার লক্ষ্য হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তির অধিকারী হওয়া বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

শনিবার উত্তর কোরিয়ার সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাওয়াসং-১৭-এর সাম্প্রতিক উৎক্ষেপণের সাথে জড়িত কয়েক ডজন সামরিক কর্মকর্তাকে পদোন্নতি দেয়ার সময় তিনি এই ঘোষণা দিয়েছেন।

রোববার আলজাজিরার এক প্রতিবেদনে উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’র (কেসিএনএ) বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কিম বলেন, উত্তর কোরিয়া এর জনগণের মর্যাদা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি পারমাণবিক বাহিনী তৈরি করছে। তিনি আরো বলেন, তার দেশের চূড়ান্ত লক্ষ্য বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী কৌশলগত শক্তির অধিকারী হওয়া এবং এই শতাব্দির তুলনাহীন এক সামরিক কাঠামো দাঁড় করানো।

এর আগে গত শুক্রবার উত্তর কোরিয়া ১৫ হাজার কিলোমিটার পাল্লার হাওয়াসং-১৭ আইসিবিএম-এর পরীক্ষামূলক নিক্ষেপণ চালায়। ক্ষেপণাস্ত্রটির যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা রয়েছে।

ওই সময় কিম জং উন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, আমাদের দল ও সরকারের প্রতি শত্রু দেশগুলো হুমকি সৃষ্টি করলে আমরা পরমাণু অস্ত্র দিয়ে কঠোর জবাব দেব, সর্বাত্মক সঙ্ঘাতে নিয়োজিত হবো।

সংবাদ সংস্থাটি জানায়, শুক্রবার হাওয়াসং-১৭ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের লক্ষ্য ছিল সবচেয়ে শক্তিশালী ও চূড়ান্ত পরমাণু শক্তি অর্জন। এতে দাবি করা হয়, এই ক্ষেপণাস্ত্র ‌\'বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র।\'

উত্তর কোরিয়া দীর্ঘ দিন ধরেই যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি থেকে নিজেকে রক্ষার জন্য ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে বলে দাবি করে আসছে। সূত্র : আলজাজিরা


img

রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৫

প্রকাশিত :  ০৬:২৪, ১৩ মে ২০২৪

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র  হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ২০ জনেরও বেশি রুশ নাগরিক আহত হয়েছেন।

রোববার (১২ মে) রাশিয়ার সীমান্ত শহর বেলগ্রোদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন।

জানা যায়, দফায় দফায় হামলায় শহরটিতে আটবার বিমান হামলার সাইরেন বেজে উঠে। ইউক্রেনের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র রাশিয়ার একটি ১০তলা ভবনের ওপর বিস্ফোরিত হয়। এতে ভবনটির একটি অংশ বিধ্বস্ত হয়ে ধসে পড়ে। ধবংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারে বলে ধারনা করছে রুশ কর্তৃপক্ষ।

রাশিয়ার জরুরি সহায়তা বিষয়ক মন্ত্রণালয় সোমবার এক টেলিগ্রাম বার্তায় এ খবর জানিয়েছে।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ১০ তলা অ্যাপার্টম্যান্টটি বিধ্বস্ত হয়। ঘটনার পরই উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্য থেকে প্রথমে ১৪ জন, পরে আরেকজনের মরদেহ উদ্ধার করেন। ২০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বেলগ্রোদ প্রশাসন জানিয়েছে, ইউক্রেন টোচকা-ইউ টেকটিক্যাল ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালিয়েছে।

উল্লেখ্য, রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। এরপর থেকেই দুই দেশে হামলা- পাল্টা হামলা শুরু হয়। এ যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকটের সূত্রপাত করে।

যুদ্ধ শুরুর পর ৮৮ লাখেরও বেশি ইউক্রেনীয় দেশ ছেড়েছে এবং আরও লক্ষাধিক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।