img

ইন্সটাগ্রামে রানি এলিজাবেথের প্রথম পোস্ট

প্রকাশিত :  ০৬:৩৫, ০৯ মার্চ ২০১৯

ইন্সটাগ্রামে রানি এলিজাবেথের প্রথম  পোস্ট

জনমত রিপোর্ট ।। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ রাজপরিবারের ইন্সটাগ্রাম একাউন্টে প্রথমবারের মত একটি চিঠির ছবি পোস্ট করেছেন। বৃহস্পতিবার লন্ডনের সায়েন্স মিউজিয়াম পরিদর্শনকালে এ পোস্ট দিয়ে মিউজিয়ামটির নতুন স্মিথ সেন্টার উদ্বোধন করেন রানি। এ সময় সবাই করতালি দিয়ে তাকে স্বাগত জানায়।

 ২০১৩ সালে রাজপরিবারের অফিসিয়াল এ ইন্সটাগ্রাম একাউন্ট চালু হয়েছিল। তারপর থেকে এ একাউন্টের স্টাফরাই রানিসহ রাজপরিবারের অন্যান্য সদস্যদের নানা কাজকর্মের খবর এবং বিস্তারিত খুঁটিনাটি নিয়মিত একাউন্টে পোস্ট করে আসছে। একাউন্টটির ফলোয়ারের সংখ্যা ৪৫ লাখ।

বৃহস্পতিবার রানি প্রথম নিজে হাতে পোস্ট দিয়ে একাউন্টটি আপডেট করলেন। এদিন আইপ্যাড স্ক্রিনে হাত দিয়ে রানি ১৯ শতকে প্রিন্স অ্যালবার্টকে লেখা আবিষ্কারক ও গণিতবিদ চার্লস ব্যাবেজের একটি চিঠি পোস্ট করেন।

কম্পিউটারে জনক হিসাবে পরিচিত ব্যাবেজ ১৮৪৩ সালে এলবার্টকে পাঠানো ওই চিঠিতে নিজের ‘অ্যানালিটিক্যাল ইঞ্জিন’ নামে একটি মেকানিক্যাল কম্পিউটারের পরিকল্পনার কথা লিখেছিলেন। যার ভিত্তিতে পরে কম্পিউটার প্রোগ্রামিং এর ধারণা প্রবর্তন করেছিলেন অ্যাডা লাভলেস।

ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় বরাবরই সমর্থন দিয়ে আসছেন রানি। এর আগে ২০১৪ সালেও তিনি সায়েন্স মিউজিয়াম পরিদর্শনকালে প্রথম টুইট করেছিলেন। তাছাড়া, রানিই প্রথম ১৯৯৭ সালে চালু করেন ব্রিটিশ রাজতান্ত্রিক ওয়েবসাইট। ১৯৭৬ সালে একটি সামরিক ঘাঁটি পরিদর্শনকালে তিনি প্রথম ইমেইল করেন।

img

মোবাইল ইন্টারনেটের গতিতে ৬ ধাপ পেছালো বাংলাদেশ

প্রকাশিত :  ১৩:২৬, ২৫ এপ্রিল ২০২৪

মোবাইল ইন্টারনেটের গতিতে বৈশ্বিক র‌্যাংকিংয়ে ৬ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। সবশেষ মার্চ মাসে বাংলাদেশের অবস্থান ১১২তম। এর আগের মাস অর্থাৎ, ফেব্রুয়ারিতে এ তালিকায় দেশের অবস্থান ছিল ১০৬তম। একই সময়ে ব্রডব্যান্ড ইন্টারনেটেও এক ধাপ পিছিয়ে ১০৭তম থেকে ১০৮-এ নেমে গেছে বাংলাদেশ।

অন্যদিকে, প্রতিবেশী দেশ ভারত মোবাইল ইন্টারনেটে ১৬তম অবস্থানে রয়েছে। এই ইন্টারনেট সেবায় মিয়ানমার, জিম্বাবুয়ে, ইরাক ও নাইজেরিয়ার মতো দেশগুলো বাংলাদেশের ওপরে অবস্থান করছে।

সূচক অনুসারে, মার্চে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে ডাউনলোডের গড় গতি পাওয়া গেছে ২৪ দশমিক ৫৯ এমবিপিএস। পাশপাশি আপলোডের স্পিড ছিল ১১ দশমিক ৫৩ এমবিপিএস। এছাড়া ব্রডব্যান্ডে ডাউনলোডের গতি ছিল ৪৪ দশমিক ২৫ এমবিপিএস। যেখানে প্রতিবেশী দেশ ভারতে ডাউনলোডের গড় গতি ১০৫.৮৫ এমবিপিএস।

মধ্যপ্রাচ্যের তিন দেশ মোবাইল ইন্টারনেট গতি সূচকে শীর্ষে অবস্থান করছে। ৩১৩.৩০ এমবিপিএস গতি নিয়ে কাতার ১ নম্বরে, ২৯৬ এমবিপিএস গতি নিয়ে সংযুক্ত আরব আমিরাত ২ নম্বরে এবং ২২৮.৬৪ এমবিপিএস গতি নিয়ে কুয়েত তৃতীয় অবস্থানে রয়েছে।

প্রসঙ্গত, স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স নিজেদের স্পিডটেস্ট অ্যাপের মাধ্যমে পাওয়া লাখ লাখ ফলাফলের ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশের নেটওয়ার্ক পারফরম্যান্স সম্পর্কে ধারণা দেয়।