প্রকাশিত : ১৪:৩২, ০৯ জানুয়ারী ২০২৩
সর্বশেষ আপডেট: ১৫:৫৯, ০৯ জানুয়ারী ২০২৩
দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক কোম্পানি র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড, যা ‘সনি-র্যাংগস’ নামে পরিচিত, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার হল-২, প্যাভিলিয়ন-৪৮, বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল, ঢাকা -তে Sony BRAVIA পরিবারের নতুন প্রযুক্তিগত উদ্ভাবন ‘BRAVIA Cam’-এর আনুষ্ঠানিক বাজারজাতকরণ ঘোষণা দিয়েছে।
সনি ইলেকট্রনিক্স বাংলাদেশ এর ব্রাঞ্চ হেড, মি. রিকি লুকাস, সনি ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চের টিম এবং র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের কর্মকর্তাদের সাথে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
BRAVIA CAM একটি এক্সটারনাল ডেডিকেটেড ডিভাইস হিসাবে Sony BRAVIA-এর নতুন bZybX80K, X85K, X90K এবং A80K টিভি মডেলগুলোতে সাপোর্ট করবে। এটি ব্যবহারকারীকে টিভির বড় স্ক্রীনের সাথে ভিডিও কলিং ফিচার উপভোগ করার সুযোগ করে দেয়। এছাড়া রিমোট কন্ট্রোল ব্যবহার না করেই টিভির ভলিউম বা চ্যানেল নিয়ন্ত্রণ করতে জেসচার কন্ট্রোল ব্যবহার করতে পারবে। BRAVIA CAM ছবি ও সাউন্ড অটো অ্যাডজাস্ট ফিচার এর মাধ্যমে ব্যবহারকারীর অবস্থান জানতে পারে এবং ব্যবহারকারী যে কোন জায়গা থেকে সেরা ছবি ও সাউন্ড কোয়ালিটি উপভোগ করতে পারবেন। এছাড়াও পর্দায় প্রক্সিমিটি এলার্ট প্রদান করে টিভি তার ব্যবহারকারীকে নিরাপদ দূরত্ব বজায় রেখে টিভির এন্টারটেইনমেন্ট উপভোগ নিশ্চিত করে। যদি ‘BRAVIA CAM’ শনাক্ত করে যে আপনি টিভির সামনেই, তাহলে এটি অটো পাওয়ার সেভিং মোড চালু করে, যাতে স্ক্রীন ব্রাইটনেস কমিয়ে পাওয়ার খরচ অপ্টিমাইজ করে। এমনকি এটি স্ক্রিন সেভার চালু করতে বা স্বয়ংক্রিয়ভাবে টিভি বন্ধ করতে পারে।
এই নতুন ‘Sony BRAVIA Cam’ ইতোমধ্যেই দেশব্যাপী Sony-Rangs এবং অনলাইন স্টোর: shop.rangs.com.bd -এ পাওয়া যাচ্ছে। বিশেষ লঞ্চিং অফার মূল্য মাত্র ৩৪,৯০০/- টাকায় এবং পার্চেজ উইথ পার্চেজ অফারে ‘Sony BRAVIA LED TV’এর X80K, X85K, X90K এবং A80K সিরিজের সাথে কিনতে পারবেন মাত্র ২৯,৯০০/- টাকায়।
Rangs Electronics Ltd. গত ৪০ বছর থেকে বাংলাদেশে SONY এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিশ্ববিখ্যাত SONY- ব্র্যান্ড এর সব ধরনের পণ্য বাংলাদেশে বাজারজাত করে আসছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলম জানান, যাবতীয় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনেই এই বৃহৎ অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়।