প্রকাশিত :  ০৬:৫৩, ১৯ জানুয়ারী ২০২৩

কুবিতে প্রথমবর্ষের ক্লাস শুরু ২৩ জানুয়ারি

কুবিতে প্রথমবর্ষের ক্লাস শুরু ২৩ জানুয়ারি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ক্লাস আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত নিয়েছে ২৩ জানুয়ারি প্রথমবর্ষের ক্লাস শুরু হবে। এখন পর্যন্ত এ সিদ্ধান্তই রয়েছে। 

আসন খালি থাকার বিষয়ে তিনি বলেন, আজকে ভর্তি কার্যক্রম শেষ হবে। ভর্তি শেষ হলেই আমরা বলতে পারবো আসন সংখ্যা খালি আছে কিনা। খালি থাকলে কমিটি আবার বসে সিদ্ধান্ত নিবে।

বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ড. সাইফুর রহমান বলেন, প্রথমবর্ষে ভর্তি কার্যক্রম চলছে। কোটায় ভর্তির ২য় মেরিট লিস্টও আমরা দিয়েছি। ক্লাস শুরুর বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন বলতে পারবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ১৯টি বিভাগে আসন রয়েছে মোট ১ হাজার ৪০টি। ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা হবে বিশ্ববিদ্যালয়টির ১৬তম ব্যাচ।




Leave Your Comments


শিক্ষা এর আরও খবর