প্রকাশিত :  ১২:১৩, ২৫ জানুয়ারী ২০২৩

কলকাতায় বিভিন্ন দেয়ালে ফারিণের পোস্টার

কলকাতায় বিভিন্ন দেয়ালে ফারিণের পোস্টার

কলকাতায় রাস্তার পাশে বিভিন্ন দেয়ালে বাংলাদেশী অভিনেত্রী তাসনিয়া ফারিণের পোস্টার শোভা পাচ্ছে। কারণ ফারিণ অভিনীত ‘আরও এক পৃথিবী’ পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ৩ ফেব্রুয়ারি মাল্টিপ্লেক্সসহ পশ্চিমবঙ্গের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।  

সিনেমার মুক্তি উপলক্ষে ১৯ জানুয়ারি কলকাতা গিয়েছেন ফারিণ। প্রচারণার অংশ হিসেবে কলকাতার গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। দর্শকদের আগ্রহী করতে সেখানকার স্কুল-কলেজেও হাজির হচ্ছেন এই অভিনেত্রী। কলকাতায় বিভিন্ন সড়কের পাশে ভবনের দেয়ালে নিজের অভিনীত ছবির পোস্টার দেখে রোমাঞ্চিত ফারিণ।

ফারিণ বলেন, ‘আমার অভিনীত সিনেমার পোস্টার কলকাতার পথেঘাটে, রাস্তার পাশের ভবনের দেয়ালে দেয়ালে, কী যে ভালো লাগছে দেখে! কলকাতায় এটি আমার প্রথম সিনেমা। মুক্তির আগে প্রযোজনা প্রতিষ্ঠান যেভাবে গুরুত্ব দিয়ে আমাকে প্রচারণায় রেখেছে তাতে আমি মুগ্ধ।’

অতনু ঘোষ পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন কলকাতার কৌশিক গাঙ্গুলি, অনিন্দিতা বসু, সাহেব চ্যাটার্জি প্রমুখ। একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আরও কয়েকটি সিনেমায় ফারিণের অভিনয়ের কথা শোনা যাচ্ছে।




Leave Your Comments


বিনোদন এর আরও খবর