প্রকাশিত :  ১৭:৪৪, ২৭ জানুয়ারী ২০২৩

কামরাঙ্গীরচরে ছাদ থেকে পড়ে ভাই-বোনের মৃত্যু

কামরাঙ্গীরচরে ছাদ থেকে পড়ে ভাই-বোনের মৃত্যু

জনমত ডেস্ক: রাজধানীর কামরাঙ্গীরচরে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মো: আব্দুর রহমান (৯) ও মোছা: লামিয়া (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সিলেটিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লামিয়া সুনামগঞ্জের জামালগঞ্জ থানার কাশিপুর গ্রামের মো: আব্দুর রশিদ মিয়ার মেয়ে। আর আব্দুর রহিম একই গ্রামের মো: রোমান মিয়ার ছেলে। মৃত দুই শিশুর বাবা দিনমজুর এবং তাদের মা বাসাবাড়িতে কাজ করেন।

জানা যায়, দুর্ঘটনার পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে নেয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

নিহত লামিয়ার ভাই রাসেল জানান, সন্ধ্যা ৬টার দিকে ওরা দুই ভাই-বোন ছাদে খেলতে যায়। ছাদের রেলিং না থাকায় অসাবধানতাবশত দু’জনই নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।





Leave Your Comments


বাংলাদেশ এর আরও খবর