img

যে পুরুষে নোরার ভয়

প্রকাশিত :  ১৮:০০, ২৭ জানুয়ারী ২০২৩

যে পুরুষে নোরার ভয়

বলিউড আইটেম গার্ল নোরা ফতেহি তার কোমর দুলুনিতে কবেই জয় করে নিয়েছেন পুরুষদের মন। রীতিমতো তাদের হৃদয়ের রানি হয়ে উঠেছেন তিনি। তারপরও পুরুষভীতি রয়েছে এ তারকার। পুরুষের নির্দিষ্ট একটি অভ্যাসকে ভয় পান তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্পর্কের ক্ষেত্রে পুরুষের কোন বৈশিষ্ট্য দেখে সাবধান হওয়া উচিত— এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ হলো গায়েব হয়ে যাওয়া। বিষয়টি যেমন যে একজন আপনার সঙ্গে আজ এবং কাল অনেক কথা বললো, এরপরে পাঁচ দিন চুপ। এরপর আবার ফিরবে এবং কথা বলবে, গভীর ভাবে। এরপরে আবার গায়েব। এর অর্থ হলো ওই পুরুষটি একাধিক নারীর সঙ্গে কথা বলে।’

তবে সম্পর্কের ক্ষেত্রে নোরা নিজে এ ধরণের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কি—জানতে চাইলে এড়িয়ে গেছেন। পাশাপাশি প্রাক্তনদের প্রতি সম্মান প্রদর্শন করেন উল্লেখ করে বলেছেন, ‘কোনো প্রাক্তনকেই ছোট করে কিছু বলিনি আমি। এটা অন্যের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন বলে মনে করি আমি।’

সম্প্রতি খুব একটা ভালো সময় যাচ্ছে না নোরার। সুকেশ শেখরের সঙ্গে ঘনিষ্ঠতার খবর ফাঁস হওয়ায় জ্যাকুলিনের দশা হয়েছে তার। অর্থ আত্মসাৎ মামলা কেন্দ্র করে ভারতীয় পুলিশের নজরদারিতে আছেন তিনি। এরইমধ্যে সুকেশ জানিয়েছেন তার টাকায় মরক্কোতে বাড়িও কিনেছেন নোরা।

img

চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন শুরু

প্রকাশিত :  ০৫:১৯, ১৯ এপ্রিল ২০২৪
সর্বশেষ আপডেট: ০৫:২৩, ১৯ এপ্রিল ২০২৪

ভোট দিচ্ছেন শিল্পীরা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শুক্রবার বিএফডিসি প্রাঙ্গণে সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। মাঝখানে এক ঘণ্টার বিরতি থাকবে।

নির্ধারিত সময়ের কিছুটা পরে ভোটগ্রহণ শুরু হয়। প্রথমে ভোট দিয়েছেন অভিনেতা ডা. এজাজ। এছাড়াও ভোট উপলক্ষে নায়ক-নায়িকাদের আগমনে মুখরিত হয়ে উঠেছে এফডিসি প্রাঙ্গণ।

সুষ্ঠুভাবে ভোটগ্রহণে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। মূল ফটক থেকে এফডিসির বিভিন্ন জায়গায় প্রায় আড়াইশ পুলিশ সদস্যসহ সাদা পোশাকে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত রয়েছেন। এফডিসির বিভিন্ন পয়েন্টে বাড়তি ৩১টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি মিশা-ডিপজল পরিষদ, অন্যটি কলি-নিপুণ পরিষদ। এর মধ্যে সভাপতি পদে লড়ছেন একসময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি ও দাপুটে খল-অভিনেতা মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক পদে গেল আসরের মতো এবারও প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তার বিপরীতে দাঁড়িয়েছেন চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর’খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।


এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন খোরশেদ আলম খসরু। সদস্য হিসেবে রয়েছেন এ জে রানা এবং বিএইচ নিশান। চলতি বছর মোট ভোটার সংখ্যা ৫৭১ জন।