img

লন্ডন এক্সেলে আল কোরআন কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত :  ০৯:৪৪, ২৮ জানুয়ারী ২০২৩

লন্ডন এক্সেলে আল কোরআন কনফারেন্স অনুষ্ঠিত

আল খায়ের ফাউন্ডেশন ও ইকরা টিভির যৌথ উদ্যোগে গত শনিবার ১৫ জানুয়ারি ২০২৩ লন্ডনের বিখ্যাত হল এক্সেলে অনুষ্ঠিত হয়ে গেল স্মরণকালের সর্ববৃহৎ আল কোরআন কনফারেন্স।

আল কুরআনের মোহাব্বত ও ভালোবাসায় বৃটেনের বিভিন্ন শহর থেকে দলে দলে মুসলমানগন যোগদান করেন এই আল কোরআন কনফারেন্সে।ব্রিটেন ছাড়াও বিভিন্ন দেশের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন এই আল কোরআন কনফারেন্সে।

দুপুর ২ টা থেকে নিয়ে রাত ৮ ঘটিকা পর্যন্ত বিভিন্ন পর্বে আল কোরআন কে নিয়ে ছিল চমৎকার আয়োজন।

সম্মেলনে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন আল খায়ের ফাউন্ডেশন ও ইকরা টিভির চেয়ারম্যান ইমাম কাসিম রশিদ আহমদ।

আসরের নামাজের বিরতির পর শুরু হয় কনফারেন্সের বিশেষ আকর্ষণ সাওতুল কুরআন প্রতিযোগিতা।

সাওতুল কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন আব্দুল্লাহ হানুক। তিনি পুরষ্কার হিসেবে পেয়েছেন তিনহাজার পাউন্ডের চেক ও ক্রেস্ট। এক্সেল সেন্টার লন্ডনে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ৮ জন প্রতিযোগি অংশ নেন।

প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান হয়েছেন অকিল রহমান আর তৃতীয় সাইম আহমদ।

ইক্বরা বাংলা টিভির উদ্যোগে জাতীয়ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ আয়োজনে ব্রিটেনের প্রায় ২০০ প্রতিযোগি অংশগ্রহণ করেছিলেন। বিভিন্ন ধাপ পেরিয়ে ৮ জন প্রতিযোগি ফাইনালে পৌঁছেন।

আল খায়ের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ইক্বরা টিভি গ্রুপের চেয়ারম্যান ইমাম ক্বাসিমের সার্বিক তত্ত্বাবধানে বেলা ২ টায় শুরু হয় ফাইনাল প্রতিযোগিতার এ অনুষ্ঠান। তবে এর আগেই ব্রিটেনের বিভিন্ন শহর থেকে পরিবার নিয়ে মানুষজন জড়ো হতে থাকেন এক্সেল সেন্টারে। এতে অনুষ্ঠান শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় হল রুম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদীনার মসজিদে আন‌ নাবাবীর দীর্ঘ ৫০ বছরের আল কোরআনের উস্তাদ ক্বারী শায়খ বশির আহমদ সিদ্দিক্ব।

সন্ধ্যা ৬ টার পরপরই স্টেজ-এ উঠেন তিনি। এসময় উপস্থিত সকলে দাড়িয়ে তাকে সম্মান জানান। পরে তিনি উপস্থিত দর্শকদের উদ্দেশ্য দুটি প্রশ্ন করেন। প্রথমটি হচ্ছে কেয়ামতের জন্য আপনারা কি তৈরি? কারণ সেদিন কেউ কারো জন্য সুপারিশ করবে না। দ্বিতীয়টি হচ্ছে- শিশুদের ভবিষ্যতের জন্য আপনারা কি করে যাচ্ছেন? পরে দুটি প্রশ্নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি। তিনি উপস্থিত সকলকে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের অনুরোধ জানান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃটেনের বিশিষ্ট আলেম শায়খ মাওলানা রিয়াদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুতফুর রহমান।

সাউতাল কুরআনের প্রতিযোগিতা সম্পন্ন হওয়ার পর অনুষ্ঠানে ছিল আল খায়ের ফাউন্ডেশনের ২০ বৎসর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন।

আলখায়ের ফাউন্ডেশন এর ২০ বৎসর পূর্তি উপলক্ষে বিভিন্ন দেশের কান্ট্রি ডাইরেক্টর গন বক্তব্য প্রদান করেন এবং এর পাশাপাশি আল খার ফাউন্ডেশন এর গত 20 বছরের মানবতার কল্যাণে বিশ্বব্যাপী কার্যক্রমের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

সম্মেলনের শেষ পর্বে আলখায়ের ফাউন্ডেশন এবং হাফস একাডেমির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় আল কোরআন গ্রাজুয়েশন শিরোমনি।এতে ইংল্যান্ডে বসবাসরত ক্বারী শায়খ বশির আহমদ সিদ্দিক্বীর ১০ জন ছাত্রকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়।

আল কোরআন কে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন পর্বে কোরআনের তেলাওয়াত শুনে মুগ্ধ হন উপস্থিত প্রায় চার থেকে পাঁচ হাজার শ্রোতাবৃন্দ।

আল কোরআন কে কেন্দ্র করে আয়োজিত ব্রিটেনের স্মরণকালের সর্ববৃহৎ এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হয় ইকরা টিভি, ইকরা বাংলা টিভি ও ইসলাম টিভিতে। এর মাধ্যমে লাখো শ্রোতা বিভিন্ন দেশ থেকে আল কোরআন কনফারেন্সে সংযুক্ত ছিলেন।

সম্মেলনে আল কুরআন এর উপর সমাপনী বক্তব্য প্রদান করেন বৃটেনের শীর্ষ আলেম শায়েখ রিয়াদুল হক।

আল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাম কাসীম রাশিদ আহমদের সমাপনী বক্তব্যের মাধ্যমে আল কোরআন কনফারেন্সের সমাপ্তি ঘটে।

আল কোরআন কনফারেন্স বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা শাইখুল হাদিস মুফতি আব্দুর রহমান, সমন্বয়কারী মাওলানা গোলাম কিবরিয়া,সমন্বয়কারী মাওলানা ফয়েজ আহমদ,সম্মেলন বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী,মুফতি সালেহ আহমদ, মাওলানা সৈয়দ নাঈম আহমদ,মাওলানা আব্দুল বাসীত ও মাওলানা নাজীম উদ্দিন আল কোরআন কনফারেন্স সর্বাত্মকভাবে সফল করে তুলায় তাওহীদি জনতার প্রতি শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

কমিউনিটি এর আরও খবর

img

মৌলভীবাজার জেলা সাবেক ছাত্রলীগের রিইউনিয়ন কমিটি ইউকের সভা অনুষ্ঠিত

প্রকাশিত :  ১২:২৯, ১৪ মে ২০২৪
সর্বশেষ আপডেট: ১২:৪৮, ১৪ মে ২০২৪

ব্রিটেনের বসবাসকারী মৌলভীবাজার জেলার প্রাক্তন ছাত্রলীগের নেতাকর্মীদের আত্মার আত্মীয়তা ও প্রাণের সেতুববন্ধন অটুট রাখা ও  সবাইকে ঐক্যের বন্ধনে একটি প্লাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে কাজ করার দীপ্ত শপথে গঠিত মৌলভীবাজার সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের রিইউনিয়ন কমিটি ইউকের এক গুরুত্বপূর্ণ  সভা গত ১২ই মে ২০২৪ই,পুর্ব লন্ডনের  ইমপ্রেশন ইভেন্টে বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্রলীগের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। 

রিইউনিয়ন কমিটির আহবায়ক, মৌলভীবাজার জেলার সাবেক তুখোড় ছাত্রনেতা আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিইউনিয়ন কমিটির সদস্য সচিব রুহুল আমীন রুহেল এর পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী আকিল আহমদ।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাউন্সিলার মুজিবুর রহমান জসিম, ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি  মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর, কমিউনিটি লিডার মোস্তফা কামাল বাবলু, আব্দুর রশিদ কাজল, নজরুল ইসলাম অকিব, মুহিবুর রহমান খসরু, খয়রুল রব মুকুল, ইকবাল আহমদ, আব্দুল বাছিত, সেলিম আহমদ, শেখ আব্দুর রউফ ,মোহিদুর রহমান, দিলু মিয়া, জয়নাল আহমদ, সেলিম আহমদ, কাউন্সিলার কাবিদ আহমদ,রাধা কান্ত ধর, শাহ শাফি কাদির, জয়নাল ইসলাম, মোয়াইমিন আহমদ, দেওয়ান ফাহিম আহমদ চৌধুরী ,আমিনুল ইসলাম বেলাল, মোহাম্মদ আজিজুল আম্বিয়া, আমজাদ হোসেন সানি, এস এম দোলাল আহমদ ও রাসেল আহমদ প্রমুখ নেতৃবৃন্দ। 

সভায় সর্বসম্মতিক্রমে সামারের মধ্যে রিইউনিয়ন এর  সভা অনুষ্টান করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৩রা জুন সন্বা ৬.০০ ঘটিকার সময় পূর্ব লন্ডনে প্রস্তুতি সভায় রিইউনিয়ন কমিটির সভা করার সিদ্বাস্ত গূহিত হয়। এবং বিস্তারিত কর্মসূচি চুড়ান্ত করার সিদ্ধান্ত গৃহিত হয়।

প্রেস বিজ্ঞপ্তি


কমিউনিটি এর আরও খবর