প্রকাশিত :  ১৫:১৬, ২৮ জানুয়ারী ২০২৩

বাবার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ উরফির

বাবার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ উরফির

বিনোদন ডেস্ক: ব্যক্তিগত জীবন এবং খোলামেলা পোশাকের জন্য সবসময় সমালোচনা ও বিতর্কের শীর্ষে থাকেন উরফি জাবেদ। তার পোশাক পড়ার কারণে কটাক্ষ, উপহাস, বিদ্রুপ কম হয়নি। এমনকি পোশাকের কারণে থানা পুলিশ পর্যন্ত যেতে হয় তাকে। তবে দমে যাননি এই অভিনেত্রী। আনন্দবাজার

যৌন হেনস্থা, ভিডিও কলে কুপ্রস্তাব ইত্যাদি বিষয়ে মুখ খুলে একাধিক বার সিনে ইন্ডাস্ট্রির কালো দিক তুলে ধরেছেন নিজের ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে। কিন্তু বাস্তব জীবনেও হেনস্থার শিকার হয়েছেন উরফি জাবেদ। আত্মীয়দের কাছ থেকে পেতে হয়েছে ‘পর্ন স্টার’-এর তকমা।

এক সাক্ষাৎকারে উরফি জানান, তিনি নির্যাতনের শিকার। তাও আবার তার বাবার কাছেই। একটা সময় প্রায় দু’বছর ধরে শারীরিক ও মানসিক অত্যাচার চালান তার বাবা। সেই কারণেই মা, দুই বোন থাকা সত্ত্বেও বাড়ি ছেড়ে দিল্লি চলে আসেন তিনি। 

তিনি আরও বলেন, আমি কখনও আমার পরিবারের সমর্থন পাইনি। বার বার অত্যচারিত হয়েছি। আমি এমনই এক মেয়ে, যার প্রতিবাদ করার মতো ক্ষমতাই ছিল না। একটা সময় বাবার কাছে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। নিজের নামটাই প্রায় ভুলতে বসেছিলাম। জীবনে অনেক খারাপ দিন দেখেছি আমি।




Leave Your Comments


বিনোদন এর আরও খবর