প্রকাশিত :  ১৩:১৯, ২৯ জানুয়ারী ২০২৩
সর্বশেষ আপডেট: ১৭:৪৬, ২৯ জানুয়ারী ২০২৩

শুটিংয়ে অগ্নিদগ্ধ অভিনেত্রী আঁখির শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে

শুটিংয়ে অগ্নিদগ্ধ অভিনেত্রী আঁখির শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে

ছোটপর্দার অভিনেত্রী শারমিন আঁখি। শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন। রাজধানীর মিরপুরে একটি টেলিফিল্মের শুটিং সেটে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ হয়ে শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে এই অভিনেত্রীর। বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন তিনি। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী নির্মাতা রাহাত কবির।

ঘটনার বর্ণনা দিয়ে রাহাত বলেন, ‘আঁখি মিরপুরের একটি শুটিং হাউজে টেলিফিল্মের শুট করছিলেন। সেই শুটিং সেটে মেকআপ নিয়ে ওয়াশরুমে যান চুল ঠিক করতে। হেয়ার স্টেটমেন্ট অন কিংবা অফ করতে গিয়ে এ ঘটনাটি ঘটে। ততক্ষণে দুই হাত, পা ও কপালের একাংশ, চুলসহ ৩৫ শতাংশ বার্ন হয়ে যায়।’

নির্মাতা রাহাত আরও জানান, ‘রবিবার (২৯ জানুয়ারি) ডাক্তার অনেকগুলো পরীক্ষা দিয়েছে। সেগুলোর ফলাফলের পর বলা যাবে পরিস্থিতি। হাসপাতালে প্রায় একমাস থাকতে হবে। আর সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রায় ১ বছর সময় লাগবে।’ 

চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখির মঞ্চে যাত্রা শুরু ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’র মধ্য দিয়ে। পরবর্তীতে টিভি নাটকে কাজ করেও আলোচনায় আসেন তিনি।





Leave Your Comments


বিনোদন এর আরও খবর