প্রকাশিত :  ১৭:৪১, ২৯ জানুয়ারী ২০২৩
সর্বশেষ আপডেট: ১৭:৪৫, ২৯ জানুয়ারী ২০২৩

অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল বাংলাদেশী মাস্টার শেফের কুকিংপ্রতিযোগিতা

মার্চে সিলেট যাবেন বিজয়ী শেফরা

অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল বাংলাদেশী মাস্টার শেফের কুকিংপ্রতিযোগিতা

এহসানুল ইসলাম চৌধুরী শামীম:

জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল বাংলাদেশী মাস্টারশেফ ২০২৩ এর সরাসরি কুকিং প্রতিপ্রতিযোগিতা। 

এ অনুষ্ঠানের আয়োজন করেন ইন্টারন্যাশনাল বাংলাদেশী মাস্টারশেফ এর ফাউন্ডার  সেলিব্রেটি শেফ মোহাম্মদ আলী। প্রতিযোগিতায় ছিল মাছ, শাক-সবজি ও বাংলাদেশী ঐতিহ্যিক সুগন্ধি ফলের ফিউশন কারী। এছাড়াও খাবারের নাম ও সৃজনশীল উপস্থাপনায় ছিল মেধা ও অভিজ্ঞতার ছাপ।

অনুষ্ঠানে বিচারক ও অতিথিবৃন্দ প্রতিযোগী শেফদের উপস্থাপিত মৌলিক ডিশ, স্বাদ ও সৃজনশৈলীর প্রশংসা করে বলেন, এরকম প্রতিযোগিতা বাংলাদেশী কারী শিল্পের ব্রান্ডিং তৈরীতে বিশেষ ভূমিকা রাখবে।