হাউজিং ম্যানেজমেন্ট সার্ভিস ইন–হাউস আনার উদ্যোগকে সমর্থন করেছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ভাড়াটেরা

প্রকাশিত :  ১৮:০৭, ২৯ জানুয়ারী ২০২৩
সর্বশেষ আপডেট: ১৮:০৭, ২৯ জানুয়ারী ২০২৩

হাউজিং ম্যানেজমেন্ট সার্ভিস ইন–হাউস আনার উদ্যোগকে সমর্থন করেছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ভাড়াটেরা

সম্প্রতি অনুষ্ঠিত কনসালটেশনে অংশ অংশগ্রহণকারী কাউন্সিল ট্যানেন্ট এবং লিজ হোল্ডারদের ৮৬ শতাংশেরও বেশি, হাউজিং ম্যানেজমেন্ট সার্ভিসেস বা পরিষেবাগুলিকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সরাসরি নিয়ন্ত্রণে ফিরিয়ে আনা উচিত বলে মত দিয়েছেন। 

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ২৪ অক্টোবর থেকে ১৮ ডিসেম্বর ২০২২ এর মধ্যে টাওয়ার হ্যামলেটস হোমস (টিএইচএইচ) কে ইন—হাউজ বা নিজেদের সরাসরি নিয়ন্ত্রনে ফিরিয়ে আনার বিকল্প সহ কাউন্সিল মালিকানাধীন বাড়ি—ঘরে বসবাসকারী লোকেদের পরিষেবার ভবিষ্যত নিয়ে একটি কনসালটেশন বা পরামর্শ কার্যক্রম পরিচালনা করে।

এই কনসালটেশনে অংশগ্রহণকারী কাউন্সিল হোমের বাসিন্দাদের প্রতিক্রিয়ার হার ছিল ১২ শতাংশ। এছাড়াও, ড্রপ—ইন সেশনে, ওয়েবিনারের সময় এবং ইমেল বা কাগজ সমীক্ষার মাধ্যমে ১৫০ জনেরও বেশি লোক তাদের মতামত দিয়েছে।

কাউন্সিল মালিকানাধীন আবাসনগুলো একটি আর্ম–লেংথ ম্যানেজমেন্ট অর্গানাইজেশন (এলমো) হিসেবে বর্তমানে টিএইচএইচ দ্বারা পরিচালিত হচ্ছে, যা ২০০৮ সালে বারাকে সরকারের ডিসেন্ট হোমস তহবিলের জন্য যোগ্যতা অর্জনের অনুমতি দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর মেয়াদ ২০১৭ সালে উত্তীর্ণ হয়ে গেছে।

এ প্রসঙ্গে টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান বলেন, “আমাদের ভাড়াটে এবং লীজহোল্ডাররা কথা বলেছেন, এবং আমি খুশি যে অনেক লোক আমাদের সাথে তাদের মতামত শেয়ার করেছেন। জনসাধারণের কথা শ্রবণকারী একজন মেয়র হিসেবে, বাসিন্দাদের অভিমতকে আমি মূল্যায়ন করি এবং মনে করি তাদের অন্তর্দৃষ্টি ভবিষ্যতের জন্য আবাসন পরিষেবাগুলিকে উন্নত করতে সাহায্য করবে।”

তিনি বলেন, “গত ১৪ বছরে টাওয়ার হ্যামলেটস হোমস এর কাজের জন্য আমরা গর্বিত। যাইহোক, আমি বিশ্বাস করি যে আবাসন সার্ভিসকে ঘরে অর্থাৎ কাউন্সিলের সরাসরি নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার ফলে আবাসন সার্ভিসকে কাউন্সিল তার সর্বোচ্চ অগ্রাধিকারে রাখবে এবং নিশ্চিত করবে যে বাসিন্দারা সম্ভাব্য সর্বোত্তম পরিষেবা পাচ্ছেন।”

বাসিন্দারা যাতে তাদের যা প্রয়োজন তা সহজেই লাভ করেন, সেটা নিশ্চিত করতে কাউন্সিল তার আবাসন এবং অন্যান্য পরিষেবাগুলিকে সংযুক্ত করেছে। এটি গুরুত্বপূর্ণ যে কাউন্সিলে বাসিন্দাদের একটি শক্তিশালী কণ্ঠস্বর রয়েছে এবং মান উন্নত করতে সাহায্য করার জন্য তাদের মতামত সরাসরি শোনা যায়।

অভ্যন্তরীণ পরিষেবাগুলি ফিরিয়ে আনাও কাউন্সিলকে সর্বোত্তম মূল্যের পরিষেবাগুলি প্রদান করতে সহায়তা করবে এবং এটি অগ্নিকান্ড এবং বিল্ডিং সুরক্ষার মতো জটিল সমস্যাগুলি মোকাবেলার কাছাকাছি থাকাটা নিশ্চিত করবে৷

হাউজিং ম্যানেজমেন্ট পরিষেবাগুলিকে ঘরে ফিরিয়ে আনার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত ২২ ফেব্রুয়ারী ২০২৩–এ কাউন্সিলের কেবিনেট মিটিংয়ে বিস্তর আলোচনা করে নেওয়া হবে।

পরামর্শের সারাংশ প্রতিবেদনটি পড়তে চাইয়ে ভিজিট করুনঃ www.towerhamlets.gov.uk/talkhousing

কমিউনিটি এর আরও খবর

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৩:৩৪, ২৮ মার্চ ২০২৪
সর্বশেষ আপডেট: ১৪:৫৫, ২৮ মার্চ ২০২৪

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ মার্চ বুধবার পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুক আহমেদ সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি শাহ সানোওয়ার হোসেন।


সংগঠনের সিনিয়র সদস্য আব্দুল কাইয়ুমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলর জাহেদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জিএলএ মেম্বার উমেশ দেশাই, নিউহাম বারার চেয়ার কাউন্সিলর রহিমা রহমান, রেডব্রিজ বারার সিভিক মেয়র কাউন্সিলর জোছনা ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজহারুল ইসলাম সিপার, প্রধান উপদেষ্টা আতাউর রহমান, জিএসসির চেয়ার ব্যারিস্টার আতাউর রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেন,  সাবেক মেয়র দরস উল্লাহ, কাউন্সিলর শামস ইসলাম, কাউন্সিলর সাইদা চৌধুরী। সাবেক প্রধান উপদেষ্টা সৈয়দ আবুল কাশেম এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি শাহীন খান, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সিনিয়র সদস্য ড: রোয়াব  উদ্দিন, উপদেষ্টা আব্দুল আশিক চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী। 

এসোসিয়েশনের উপদেষ্টা জুনেদ আহমেদ সুন্দর, উপদেষ্টা নুরুল ইসলাম এমবিই, প্রফেসর শাহনুর আহমদ খান, উপদেষ্টা মাষ্টার আমির উদ্দিন আহমেদ, ফজল উদ্দিন,  সহ সভাপতি আনসার আহমেদ, ফারুক মিয়া জিলু, শিশু মিয়া, বদর উদ্দিন, নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমদ, নোমান আহমদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু ইয়াসিন সুমন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর রুহুল আমিন, আসাদুজ্জামান, তউরিস মিয়া, আনোয়ার কামাল দুলাল, এডভোকেট আল আমিন, সৈয়দ মকবুল, জাকির হোসেন সেলিম, নোয়াব আলী, আবুল মনসুর আহমদ, হেভেন খান, রাজু মিয়া, ফয়জুল হক, আতিকুর রহমান আতি, শাহানুর সহ বিপুল সংখ্যক লোকজন। আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।  তারা সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আগতরা 'সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র পক্ষ থেকে এমন আয়োজনের জন্য সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। এসময় তারা এসোসিয়েশনের উত্তরোত্তর সম্মৃদ্ধি ও প্রসার কামনা করেন। 

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন, এসোসিয়েশনের ধর্ম বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান বিন নুরী।

কমিউনিটি এর আরও খবর